যুগ বদলেছে মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলছে দ্রত গতিতে । যে তাল মিলাতে পারছে না সে পড়ে
যাচ্ছে ।অতল গভিরে । কাস্টমারদের হাতে এখন দ্রুতগতির ইন্টারনেট আছে যার সাহায্যে তারা খুব
সহজেই তাদের প্র য়োজনীয় ইনফরমেশনগুলো পাচ্ছে। তাদের কোন পণ্যের প্রযোজন হলে তারা আগে
আরো পড়ুন: ওয়েবসাইট কি? একটি ওয়েবসাইটে কি কি সুবিধা থাকে?
আরো পড়ুন: একটি ওয়েবসাইট থেকে আয় করুন একাধিক উপায়ে ।
অনলাইনে সার্চ দেয়। সেখানে আগে তারা দেখে নেয় যে কোন পন্য টি ভাল তারপর তারা অর্ডার দিয়ে
থাকে । ধরুন আপনি একটা ব্যাবসা প্রতিস্ঠানের মালিক । কিন্তু দুংখের বিষয় অনলাইনে আপনার
কোন ওয়েব সাইট নায় ।
এখন একজন ভাল কাস্টমারের কিছু জিনিস পএ প্রয়োজন । তখন সে কি করবে জিনিস গুলোর গুনগত
মান দেখার জন্য প্রথমে অনলাইনে সার্চ দেবে।সেখানে যে পণ্য পাবে তার উপরি সে বিবেচনা করবে তার
কোন পণ্যটি প্রয়োজন । বলা দরকার এখানে যে পণ্য আছে তার চেয়ে অনেক গুন ভাল আপনার পণ্য ।
তখন আপনার কি হলো একজন ভাল কাস্টমারকে আপনি হারালেন তাই নয়কি ।মানুষ এখন চায় তার
হাতের নাগালের ভিতর সব কিছু থাকবে । তার যখন যেটা প্রয়োজন সে চাওয়া মাএ যেন পায় এমন
আরো পড়ুন:
অবস্থা । এ অবস্থায় আপনার কি প্রয়োজন দ্রতগুগতিতে একটি ওযেব সাইট খুলে ফেলা দরকার ।কারন
তা না হলে আজ অথবা কাল আপনার ব্যাবসার সমস্যা হতে পারে ।

ব্যাবসায়ে ওয়েব সাইটের কাযর্কারিতা:
- ওয়েব সাইট ব্যাবসার জন্য আয় আরো বৃদ্ধি করে থাকে।
- একটি ওয়েব সাইট আপনার ব্যাবসার কাস্টমার বুদ্ধি করে ।
- একটি ওয়েব সাইট থাকলে আপনি আপনার পণ্যের বিড্গাপন নিজেই দিতে পারবেন ।
- ফ্রেসবুক,টুইটারের মত বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে আপনি বিড্গাপন দিতে পারবেন ।
- একটি ওয়েব সাইট থাকলে আপনি আপনার পণ্য বাংলাদেশের যে জায়গায় বিক্রি করতে পারবেন
- পৃথিবীর প্রতিটি মানুষ আপনার পণ্যের গুনগত মান দেখতে পারে ।
- একটি ওয়েব সাইট থাকলে আপনি আপনার যে পণ্য লাগবে তার অর্ডার নিতে ও অর্ডার দিতে পারবেন
- কাস্টমার তার পণ্য ঘরে বসে অনায়সে পেয়ে যাবে ।
আরো পড়ুন:
এছাড়া একটি ওয়েব সাইট ব্যাবসা ক্ষেেএ আরো কাজে লাগে ব্যাবসা কে উন্নতি করার জন্য । সে যে
ব্যাবসাই হোক না কেন (দোকান, রেস্টুরেন্ট, কোপানি ,টিচিং, ডাক্তারি, ইঞিনিয়ারিং, এক্সপোর্ট-
ইম্পোর্ট, ইত্য্যাদি )।জায়গায় ওয়েব সাইট ছাড়া কোন বিকল্প নায়। তাই যুগের সাথে যেমন মানুষ তাল
মিলিয়ে এগিয়ে যাচ্ছে । তেমনি ব্যাবসা প্রতিস্ঠান কেও এগিয়ে যেতে হবে । অপেক্ষা করছেন কেন আজিই
খুলে ফেলুন একটি ওয়েব সাইট ।
আরো পড়ুন:
নতুন ওয়েব সাইট :
সকল মানুষ নতুন কিছু হাতে পেলে বেজায় খুশি হয়ে থাকে । আমি ও ঠিক তাই আমার কর্ম জীবনে
এতোটা কখনো খুশি হয়নি যতটা না আজ হয়েছি । আমার নতুন ব্যাবসা প্রতিষ্ঠান । এখানে আমি মালিক
,আমি যা করবো বা যা বলবো সবই আমার হয়ে থাকবে । কেও কোন বাধা দিতে আসবে না । আমি
কাজ করবো আমার ইচ্ছা মত । একটি ওয়েব সাইট আপনাকে যে কি পরিমান টাকা আয় করে দেখাতে
পারে তা আপনি কল্পনা করতে পারবেন না ।
এ সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করা হবে । আজকের দিনে আমি একটি ওয়েব সাইট কিনে তা হাতে
পেয়েছি । সত্যি আমি অনেক অনেক খুশি হয়েছি ।
আরো পড়ুন:
আপনি যদি চান :
আমার মত আপনি ও যদি একটি ওয়েব সাইট কিনতে চান এবং সেখানে কাজ করতে চান তবে আজিই
ক্রয় করুন ।
অনলাইনে বিভিন্ন কোম্পানী আছে যারা ডোমেন ও হোষ্টিং বিক্রি করে থাকে । পাশাপাশি বিভিন্ন
উন্নতমানের থিম ও বিক্রি করে থাকে । এবং কিছু বিশেষ সময়ে তারা বিভিন্ন প্রোডাক্টে বছরের নানা
সময় বড় ধরণের ছাড় দিয়ে থাকে । আর আমি আমার এই পেইজে বিশাল বিশাল ছাড়গুলো আপনাদের
জানাতে থাকবো যাতে করে আপনারা কিছুটা টাকা বাঁচাতে সক্ষম হন।
এবং এ ছাড় পাওয়া মাএ এসব প্রোডাক্ট কিনতে পারেন ।কোন ঝামেলা ছাড়া ।
তো এই ওয়েবপেইজটিতে নিয়মিত চোখ রাখুন ও নিত্য-নতুন ছাড় সমূহ সম্পর্কে জানুন।
আরো পড়ুন:
Namecheap কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এর বিষয়ে জানতে নিচে ক্লিক করুন:
Domains সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
Hosting সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
WordPress সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
Security SSL Certificates সর্ম্পকে ক্লিক করুন । কোন প্রোডাক্টে র কেমন দাম ।
সীমিতসময়েরজন্যবর্তমানেচলমানআকর্ষণীয়ছাড়সমূহ!
Stellar Plus হোস্টিং ২৬% ডিসকাউন্ট
Namecheap Stellar Business হোস্টিং ২০% ডিসকাউন্ট
আরো পড়ুন:
আমার লেখাটি পড়ে,যদি কোন ব্যাবসা প্রতিস্ঠানের একটু উপকার হয় তবে নিজেকে ধন্য মনে করবো।
ভাল থাকবেন।