পিপল পার আওয়ারে কাজ কিভাবে শুরু করবেন

পড়ুন: পিপল পার আওয়ারে কাজ করার আগে যে বিষয় সর্ম্পকে জানা দরকার।

পিপল পার আওয়ারে কাজ শুরু করতে হলে প্রথমেই আপনাকে যেকোন একটি কাজের দক্ষ হতে হবে।

আপনি উপরে দেওয়া কন্টেন্টটি পড়ে নিতে পারেন। তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার জন্য কোন

কাজটি উপযুক্ত।উল্লেখিত যেকোন একটি কাজ জানলেই এখানে কাজ করতে পারবেন।

যেমন আপনি যদি ফটোশপ দিয়ে বিজনেস কার্ড তৈরি করতে পারেন তবে আপনি এখানে এধরনের

কাজগুলো করতে পারবেন। আর আপনি যদি কোন কাজ না জানেন তবে আপনাকে প্রথমে যেকোন একটি

কাজ শিখতে হবে তারপর এই মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে

হলে কিছু স্টেপ রয়েছে -এই স্টেপগুলো অতিক্রম করতে পারলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।

আরো জানুন:-

ধাপ-১ : কোন একটি কাজে দ্ক্ষতা থাকতে হবে। কাজ জানা না থাকলে, আগে কাজ শিখতে হবে তারপর

কাজে যোগ দান করতে হবে। কাজ জানা থাকলে আপনি সহজেই কাজ করতে পারবেন। কাজ শেখা ছাড়া

আপনি এখানে ভাল অবস্থানে যেতে পারবেন না বা ভালো আয় করতে পারবেন না।

ধাপ ২: কাজ শেখার পর যা প্রয়োজন হয় তা হলো মার্কেটপ্লেসগুলোতে প্রোফাইল তৈরি করা- যেমন

এখানে পিপল পার আওয়ারে প্রোফাইল তৈরি করা, প্রোফাইল সাজানো এবং পোর্টফলিও রাখা এবং

নিজেকে ভালোভাবে উপস্থাপন করা।

আরো জানুন:- ডিজিটাল মার্কেটিং কি ? কেন করবেন ? এর সর্ম্পকে কিছু আলোচনা ?

ধাপ -৩ : সবশেষে যা প্রয়োজন পরে, তাহলো মার্কেটপ্লেসটিকে ভাল ভাবে বুঝা, যেমন এই মার্কেটপ্লেসে

কিভাবে বিড করতে হয়, কিভাবে প্রজেক্ট ম্যানেজম্যান্ট করতে হয়, কিভাবে পেম্যান্ট তুলতে হয়, কোন

সমস্যায় কিভাবে সাপোর্ট নিতে হয় ইত্যাদি।

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ পেতে হয় বিভিন্ন মার্কেটপ্লেসে। লেখা গুলো পড়ে ভালো লাগলে

অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত

কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে

জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা

করবো।

ভাল থাকবেন।

আরো পড়ুন :- “ইউটিউব নাকি ফেসবুক” কোনটা থেকে আয় করবেন

আজিই কাজ শুরু করতে পারেন : Peopleperwork

Leave a Comment