নিশ সাইট শুরু করতে হলে, ৭টি বিষয় মনে রাখবেন ।

যারা একেবারে শুরু থেকে একটি নিশ সাইট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমার এই লেখাটি।

আমরা যারা নিশ সাইট নিয়ে আগে কাজ করি নি, এবং একেবারে নতুন ভাবে শুরু করতে যাচ্ছি তারা

অনেক কিছুই হিসাবে গোলমাল পাকিয়ে ফেলি। কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন, আমি কিভাবে

জানি। কারণ, আমিও প্রথম সাইট শুরু করতে গিয়ে অনেক কিছুই গোলমাল পাকিয়ে ফেলেছিলাম। তাই

আপনি যখন কোন সাইটের জন্য নিশ সিলেক্ট করবেন তখন একটু ভেবে চিন্তে তারপর অগ্রসর হবেন।

আমার লেখাটি পড়ে আশা করি আপনার একটু ধারনা হবে ।

তাহলে শুরু করি একটি নিশ সাইট শুরু করার আগে যে 7টি বিষয় মনে রাখা খুবিই জরুরি।

১। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন:

যদি মনে করেন আজকেই একটি ভাল বিষয় দেখে আজকে থেকেই নেমে পড়বেন ,তাহলে বুঝতে হবে ভুল

করছেন। সবাই শুধু সাক্সেস টাই ফলাও করে দেখাতে পছন্দ করে। কিন্তু ভিতরের কাহিনি খুব কম মানুষ

সত্যিকার অর্থে জানাতে চায়। যে বলছে তার সাইট ৩ মাসে অনেক আয় করে ফেলেছেন, তার মানে এই

না যে সে ওই ৩ মাসই কাজ করেছে। তার আগে সে খুব ভালো একটা সময় সে পড়াশুনার পাশাপাশি

রিসার্চ করেছে ভালো করে। এই পড়াশুনা আর রিসার্চ টা করতে ভুলবেন না। মনে রাখবেন আপনার

রির্সাচ যদি ভাল হয় এবং তা থেকে আপনি যদি একটি ভাল নিশ সিলেক্ট করতে পারেন। তবে আপনার

কাজ করতে বেশ সুবিধা হবে।

২। প্রয়োজনীয় বাজেট থেকে একটু বেশি বাজেট র্নিধারন করুন:

যে কোন ব্যবসা শুরু করার আগে  মানুষের কিন্তু অনেক ভুল  করে। যেমন চিন্তা করে ১০ টাকা

ইনভেস্ট করলে অবশ্যই ১৫ টাকা আসবে। অনেক টাকা লাভ হবে, এই হবে সেই হবে। কিন্তু সত্যিকার

অর্থে যারা শুরু করেছে তারাই বুঝে যে যত খানি সহজলভ্য মনে হয়েছিল ততখানি আসলে না। তার

চেয়ে অনেক বেশি টাকাই দরকার পড়ে যায়। আনুষঙ্গিক অনেক খরচ তখন মাথায় এসে পড়ে। তাই শুরু

থেকেই কিছু টাকা বেশি হাতে রেখে শুরু করবেন। কারণ, আপনার প্রতিযোগীরা নিশ্চয়ই এর মধ্যে

আরও অনেক পদ্ধতি অনুসরণ করবে যেটা আপনাকে টেক্কা দিতে হবে। না হলে পুরা ইনভেস্ট একসাথে

বৃথা যাবে।

৩। নিশটা যেন ভাল হয়:

আপনি যখন কাজ শুরু করবেন তার আগে যে নিশ বা ডোমেন সিলেক্ট করবেন। সেটা যেন মান সম্মত

হয় । এবং এটা যেন মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যে থাকে । তবে মানুষ বেশি সে বিষয়টি

দেখবে এবং কিনবে ।ভাল ডোমেন সাইট হলো ডোমেন.কম আপনি এখান থেকে আপনার পছন্দের

ডোমেন কিনতে পারেন। মূল্য খবিই কম।

৪। টার্গেট ভিজিটর ও কীওয়ার্ড সিলেকশন:

নিস সাইট এ আপনার আগে নির্ধারণ করতে হবে কোন নির্দিষ্ট দেশের ভিজিটর আপনি টার্গেট করছেন

কি না ? যদি তা হয় তাহলে আপনি আগে ওই দেশের ভিজিটরদের চাহিদা অনুযায়ী কীওয়ার্ড সিলেক্ট

করে নিন। তারপরে ওই কীওয়ার্ড দিয়ে ক্যাটাগরি অনুযায়ী কন্টেন্ট লিখুন। আর্টিকেল অবশ্যই পাঠকদের

চাহিদা পূরণীয় হতে হবে আর এস ই ও ফ্রেন্ডলি তো অবশ্যই হতে হবে। আরো একটা জিনিস লক্ষনীয়

আপনার আর্টিকেল লেন্থ যাতে কম্পেটিটর থেকে বেশি হয় ও প্রোডাক্ট ফোকাস হয় সাথে এর সুবিধা ও

অসুবিধা ও দিয়ে দিতে হবে।

৫। SEO করবেন অবশ্যই:

এখন আপনি কনটেন্ট লিখছেন আবার তা পাবলিশ ও করছেন। এখন বাকি এর ভিজিটর আসবে আর

আপনার লিংক ধরে প্রোডাক্ট ক্রয় করবে। এখন যদি আপনি আপনার টার্গেট কাস্টমার না পান তাহলে

সত্যি সমস্যা বা আপনার কীওয়ার্ড যদি রাঙ্ক না করে তবেও সমস্যা তাই তখন আপনাকে ব্যাকলিংক

এর সহায়তা নিতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি নিজে ব্যাকলিংক করতে পারেন তবে খুবই ভালো কারণ

আপনার অর্থ বেঁচে যাবে অনেক কিন্তু তা না পারলে আপনাকে ফ্রীলান্সারদের দিয়ে করিয়ে নিতে হবে।

তাই আপনাকে বাজেট রাখার কথা আগেই বলেছিলাম। রেখেছেন তো তা না হলে কিন্তু পরিশ্রম একটু

বেড়ে যাবে।মনে রাখবেন নিস সাইট এর জন্য কীওয়ার্ড রিসার্চ, কনটেন্ট এই দুটাই অনেক বেশি

গুরুত্বপূর্ণ।

৬। ধৈর্য শক্তি প্রবল থাকতে হবে:

একটি নিশ সাইট থেকে আপনার কষ্টের ফলাফল আসতে সময় লাগবে অন্তত ৪-৮ মাস। তাই, সে হিসাব

করে যথেষ্ট পরিমাণে প্ল্যান করে তারপর কোন সিদ্ধান্ত নিবেন। যদি সাইট শুরু করার সাথে সাথেই ধরে

বসে থাকেন যে ভিজিটর আসবে আর আপনি কমিশন পাওয়া শুরু করবেন তাহলে ভুল করবেন।

যতখানি ধৈর্য দরকার হবে ভাবছেন তার চেয়ে বেশি লাগবে কিন্তু। তাই ধৈর্য শক্তি প্রবল থাকতে হবে।

মধ্য পথে এসে যদি ধৈর্য শক্তি হারিয়ে ফেলেদেন। তবে কিন্তু সব শেষ হয়ে যাবে।

৭। জানার মানসিকতা থাকতে হবে:

একটি নিশ সাইট এর পিছনে অনেক গুলো বিষয় জড়িত থাকে। প্রতিটা ধাপেই কিন্তু শিখার অনেক কিছু

আছে । আপনাকে প্রতিটা ধাপেই কারো না কারোর সাহায্য লাগবেই। তা না হলে আপনার শিক্ষার উন্নয়ন

হবে না। আর পর্যাপ্ত নলেজ ছাড়া টিকে থাকা টা কষ্টকর। এটা যে কোন কাজের জন্য চিরান্তর সত্য।

উপরের বিষয় গুলো হয়তো কারো কাজে লাগতে পারে। কারোর ভালো লেগে থাকলে শেয়ার করে

অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন । আমি শুরু করার সময় যে বিষয় গুলো নিয়ে বিব্রতকর

অবস্থায় পড়েছিলাম তাই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লেগেছে।

ভাল থাকবেন ‍

Leave a Comment