আজ থেকে আপনি কি ?
আপনি আপনার জন্য কি করতে পারবেন সেই চিন্তাটা করা শুরু করে দিন ।
আজ থেকেই নিজেকে পাশের মানুষের সাথে তুলনা করা বন্ধ করুন। খুব ভালোভাবে চিন্তা করলেই বুঝবে
ন যে,এ ধরনের চিন্তা আপনার নিজের ক্ষতি ছাড়া সুফল এনে দিতে পারে না । আমরা সবাই এক এক
পরিবেশে বড় হয়েছি । কোন মানুষের তুলনা অন্য কোন মানুষের সাথে চলে না ।এক এক জন মানুষের
ভিতর বিধাতা এ্ক এক রকম বুদ্ধি দিয়ে সৃস্টি করেছেন তাই কারো সাথে কারোই জীবন যাপনের মিল
নেই । আমরা সবাই আসলে গাছের ফলের মতো। আমাদের সাধারণ পরিচয় যদি ধরে নিই ফল,
আমাদের গাছ কিন্তু ভিন্ন। যেমন- আমাদের কেউ হয়তো আম, আবার কেউ হয়তো কাঁঠাল। এখন
একজন যদি আম হয়, সে দারুণ আমে জুস উৎপন্ন করতে পারবে। তাছাড়া আম খেতে ভারি মজা লাগে।
এটা থেকে আপনার মন খারাপ বা কস্ট পাওয়া উচিত নয়, কারণ আপনি কাঁঠাল, আম নন। আপনি
জানেন কাঠাঁন আমাদের জাতীয় । এর গুনাগুন অনেক। আমাদের সবার নিজস্ব প্রতিভা ও দক্ষতা আছে,
যেমন আছে অন্যদের। এটা যত দ্রুত আমরা বুঝতে পারবো, ততই আমরা নিজেদের দক্ষতা বাড়াতে
চেষ্টা করবো কিন্তু অন্যের প্রতিভা/ দক্ষতা দেখে কস্ট পাবো না।
আরো জানুন:
একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান যা করতে হবে ?
সেরা ৫টি এফিলিয়েট মার্কেটিং সফট্ওয়্যার সর্ম্পকে জানুন।
এফিলিয়েট মার্কেটিংয়ে কিছু ভুল যা সাফল্য অজর্নে বাধা তৈরি করতে পারে।
এফিলিয়েট মার্কেটিং এর সাফল্যে অজর্নের গুরুত্বর্পূণ দিক নির্দেশনা।
তাহলে আপনি কি বুঝলেন ।আপনার বা আমার চাহিদা এক নয় ।আপনার একটি নিজস্ব চাহিদা ,প্রতিভা
ও দক্ষতা আছে । আপনি ও আপনার জায়গা থেকে কিছু করে দেখাতে পারেন ।তাই নয় কি । তাই বলছি
আমাদের এই বর্র্তমান সময়ে এই সুযোগ টি এনে দিচেছ এ্যাফিলিয়েট মার্কেটিং । কারন এটি এক দিকে যে
মন আপনার আয়ের পথ দেখায় অন্য দিকে এখানে আপনি আপনার ভিতরে থাকা প্রতিভা কাজে লাগাতে
পারবেন । আপনি আপনার নিজের উপর যেমন বিশ্বাস করেন তেমনি এ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর
বিশ্বাস করতে পারেন। সময়ের ব্যাবধানে এটি আপনার লাভ ছাড়া ক্ষতি করবে না ।
ভাল থাকবেন আজ এ পযর্র্ন্ত ।
ভাল থাকবেন।।