আগেকার দিনে মা-বাবা চাইত তাদের মেয়ের বিবাহ যেন কোনো ভালো ছেলের সাথে হয়… আর এখনকার মা-বাবা চায় তাদের ছেলের বিবাহ যেন কোনো ভাল মেয়ের সাথে হয়…
আজ আমাদের জীবনে এমন কিছু সমস্যা আসে যেগুলো আপাতভাবে মনে হয় অতি জটিল যে মা-বাবার সাথে শেয়ার করা যাবে না… কিন্তু একটা কথা সবাই মনে রেখো,আমাদের অভিভাবকরা আমাদের বয়স পেরিয়ে এসেছে…হতে পারে তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন তা আমাদের সমস্যার থেকে আলাদা…কিন্তু চরিত্রগতভাবে নিশ্চই তারা একরকম… তাই নির্ভয়ে মা বাবাকে তোমাদের সব সমস্যাগুলো বুঝিয়ে বল…তাদের থেকে ভালো সাজেশন কারো পক্ষে দেওয়া সম্ভব নয়…
আজকাল আমরা ফেসবুক,টুইটার,বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া জাতীয় কাজে এত ব্যস্ত যে পরিবারকে সময় দেওয়ার কথা ভুলেই যাই…একবার ভেবে দেখি না যে এই পরিবারই আমার সব আশা ভরসার স্থল… আজ থেকে এস সবাই চেষ্টা করি আমাদের \”ব্যস্ত\” রুটিন-এর মাঝে পরিবারের জন্যও একটু জায়গা রাখতে…
আমাদের বাবা-মায়েরা আমাদের এত শক্তি যোগায়, যে আমরা কখনো কখনো ভুলে যাই যে তারাও খুব ভঙ্গুর…
আমাদের দেওয়া কষ্ট কখনো কখনো তাদের ভেঙ্গে চুরমার করে দেয়.. তবু তারা মুখ বুজে থাকে আমাদের মুখের দিকে চেয়ে…
আমরা বড় হতে এত বেশি ব্যস্ত থাকি যে কখনো কখনো এটাই ভুলে যাই যে আমাদের বাবা-মায়েরাও বৃদ্ধ হচ্ছেন… তাঁদের যত্ন নাও…এতদিন তাঁরা তোমাকে আগলে রেখেছেন,এবার তোমার পালা…
এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক নিজের বাবা, যে ছেলে গোটা ছাত্রজীবন তার বাবার সাথে বসে রাতের খাবার খাবে, সে কোনোদিনই নীতি থেকে বিচ্যুত হবে না।