আছো তুমি আমার অন্তরে

আছো তুমি আমার অন্তরে

আকাশ ছিল না, বাতাস ছিল না,ছিল না কোন নদ নদী।

অন্ধকারে আছন্ন ছিল গোটা পৃথিবী।।

ভাবিতে ভাবিতে ভেবে না পায়

এভাবে কি মহাকাল বয়ে যায়।।

কুল নায় কিনার নায়,নায় কোন পরিধি,

তৈরি করলে তুমি গোটা পৃথিবী।।

ফুল দিলে, ফল দিলে, দিলে পশু পাখি,

এই জন্য তো তোমায় মোরা প্রভু বলে ডাকি।

Leave a Comment