ডোমেন এবং হোস্টিং দাম: নেমচিপের ডোমেন এবং হোস্টিং এর দাম জানুন।

আজ আমি আলোচনা করবো যে বিষয়টি নিয়ে তা হয়তো এতোক্ষণে বুঝতে পেরেছেন। হ্যাঁ আজ আমি

আলোচনা করবো সুনাম ধন্য নেমচিপ ডোমেন এবং হোষ্টিং সর্ম্পকে। আপনারা যারা নতুন ওয়েব সাইট

খুলতে চান। তারা অনেকে ডোমেন ও হোস্টিং কেনার জন্য ঝামেলায় পড়ে থাকেন।

কোথা থেকে কিনবো,কেমন দাম হবে,কোনটি ভালো কোম্পানি ইত্যাদি ঝামেলায় পড়তে হয় । এ

ঝামেলাই যাতে আপনাদের পড়তে না হয় তার জন্য আজ আমার এ লেখা।

আমার ধারণা মতে খুব ভালো ডোমেন ও হোস্টিং কোম্পানির নাম হলো নেমচিপ কোম্পানি। আপনার

ওয়েবসাইটের জন্য ডোমেন ও হোস্টিং কেনার জন্য কত টাকা খরচ হবে সেটাই তুলে ধরবো আমার এই

পোস্টে।

আরো পড়ুন:- SSL Certificate কি এবং সে সর্ম্পকে বিস্তারিত আলোচনা কর?

 এই মুহূর্তে আমার পোস্ট পড়ছেন এমন অনেকেই আছেন যারা ডোমেন ও হোস্টিং সম্পর্কে তেমন ধারণা

নেই। আমি তাদের বোঝার জন্য সামান্য একটু বেসিক বিষয় বলতে চাই ডোমেন ও হোস্টিং নিয়ে।

ডোমেন ব্যবহার হয় কোন ওয়েব সাইটের নাম র্নিধারন করার জন্য আর হোস্টিং ব্যবহার করা হয়

ওয়েবসাইটের জন্য। আপনার যদি কোন ওয়েবসাইট থাকে তাহলে সেখানে হোস্টিং ব্যবহার করে আপনি

আপনার ওয়েবসাইটের ডাটা সংরক্ষণ করতে পারবেন।

ডোমেন ছাড়া যেমন কোন ওয়েবসাইটের নাম র্নিধারন করা যায় না,তেমনি হোস্টিং ছাড়া আপনি এই

ধরনের ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন না। তাই ডোমেন ও হোস্টিং এর দাম জানা খুবি জরুরি

দরকার হয় ওয়েব সাইট তৈরির জন্য।

আরো পড়ুন:

তাহলে আসুন নেমচিপ কোম্পানির ডোমেন ও হোস্টিং এর দাম সর্ম্পকে আলোচনা করা

যাক:

তবে তার আগে বলে রাখি যে, হোস্টিং এর ভিতর একটা সাইটের অনেক প্রাইভেসি লুকিয়ে থাকে। আর

আপনি নিজের সাইটের প্রাইভেসি ধরে রাখার জন্য লোকাল কোন কম্পানি বা প্রতিষ্ঠান থেকে হোস্টিং

কিনলে প্রাইভেসি পাবেন না। তাই আমি বলবো, আপনি ডাইরেক্ট  কোন ভালো কোম্পানি থেকে আপনার

ওয়েব সাইটের জন্য ডোমেন ও হোস্টিং কিনবেন। তাতে করে আপনার ভালো হবে।

Domain Name:

আপনার ওয়েবসাইটের জন্য ভালোমানের ডোমেন কিনতে আপনি নেমচিপে র্সাচ করে আপনার পছন্দের

ডোমেন কিনতে পারেন। নিচে দেওয়া আছে এখান থেকে আপনি আপনার মনের মতো ডোমেন নিতে

পারেন। যা এক বছরের জন্য।

নিচে দেখুন:

Domain Transfer:

নেমচিপে আপনি ডোমেন ট্রান্সফার ডোমেন নিতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন কোন

ডোমেন মান বছরে কতো হতে পারে। তার উপর ভিক্তি করে ট্রান্সফার ডোমেন নিতে পারবেন।

নিচে দেখুন:

Name cheap TLD List:

পারবেন।নেমচিপ থেকে আপনি টিএলডি নিতে নিচের ছবিটি দেখতে পারেন। এখান থেকে আপনি খুব

সহজে TLD কিনতে পারবেন।অল্প টাকা ব্যায় করে যা আপনার কাজে খুবিই সহজ হবে।TLD টি কেনার

জন্য।

নিচের ছবিতে দেখুন:

Personal Domain:

আপনি যখন কোনও ব্যক্তিগত ডোমেইন নিবন্ধন করবেন। তখন আপনার নাম .com, .me বা .biz

অনুসরণ করে আপনি অনলাইনে নিজের জন্য একটি ব্র্যান্ডের নাম তৈরি করে থাকেন। আপনি আপনার

কাস্টম ইমেল ঠিকানা সহ ইমেল প্রেরণ এবং গ্রহণ করতে পছন্দ করবেন। যখন সম্ভাব্য ক্লায়েন্টরা

আপনার ব্যক্তিগতকৃত ডোমেন এবং ইমেল দেখেন, তখনই তারা জানতে পারবেন যে আপনি একজন

পেশাদার এবং আপনি আপনার কাজের পাশে রয়েছেন। নেমচিপ থেকে ব্যক্তিগত ডোমেন নিয়ে আজই

আপনার দাবিটি করুন। আপনার ডোমেনটি  $ 8.99 ডলার দিয়ে এক বছরের জন্য নিবন্ধন করতে

পারেন।

এখানে দেখুন: Personal Domain $ 8.99 One Year.

এছাড়াও আপনি আরো বিভিন্ন ডোমেন কিনতে পারবেন নেমচিপ কোম্পানির কাছ তা হলো

Market Places Domain
Whois Lookup Domain
Namecheap’s PremiumDNS Platform
FreeDNS

নেমচিপে এ সকল ডোমেনের মধ্যে কোনটি আপনার ওয়েবসাইটের জন্য দরকার। আপনি তা ঠিক করে

আজিই কিনে নিতে পারেন। আমি নেমচিপের ডোমেন ও হোষ্টিং প্যাক নিয়ে কাজ করছি। তাই বলতে

পারি আমার দৃষ্টিতে নেমচিপ সেরা।

আরো জানুন: নেমচিপ কোম্পানির সেরা সব হোস্টিং প্যাকের দাম সর্ম্পকে আলোচনা

সেরা হোস্টিং কোম্পানির মধ্যে Namecheap থেকে হোস্টিং কিনতে কেমন খরচ হবে সেটা বলবো।

কারণ এই সাইট অনেক অফারের পাশাপাশি প্রায় সব সময়ই ডোমেইন বা হোস্টিং কেনার জন্য

জনপ্রিয়তার শীর্ষে থাকে। এছাড়া আরো অনেক সাইট আছে যাদের ডাটা সেন্টার সরাসরি UK বা USএ

এ তে। এই যেমন GoDaddy,Domain.com,Web Hosting, Liquid Web,iPage তবে আপনি মেইন যে কোন কম্পানি থেকেই কিনতে পারবেন। কারণ

কোম্পানি ভেদে দামের সামান্য হ্রাস বৃদ্ধি ঘটতে পারে।

হোস্টিং এর দাম

বিভিন্ন ধরনের হোস্টিং পাবেন আপনি। হোস্টিং কিনতে হবে আপনার সাইটের উপর ডিপেন্ড করে।

অর্থাৎ আপনার সাইটের জন্য যে হোস্টিং ভাল হবে সেটা কিনতে হবে। হোস্টিং এর বিভিন্ন প্যাকেজ

আছে। আর এই প্যাকেজের দামও মেয়াদ হিসাবে ভিন্ন ভিন্ন। আমি নিচে বিভিন্ন ধরনের হোস্টিং এর

প্যাকেজ ও এর দাম উল্লেখ করলাম।এর মধ্যে যেটি আপনার মনের মতো হবে আপনি সেটা কিনতে

পারেন।

Shared Hosting

বিভিন্ন ধরনের হোস্টিং এর মধ্যে শেয়ার হোস্টিংটা একটু বেশি জনপ্রিয়। কারণ প্রথম দিকে প্রায় সবাই

তাদের সাইটের জন্য এই হোস্টিং ব্যবহার করে থাকে। এই হোস্টিং এর আবার অনেক গুলো প্যাকেজ

আছে। প্যাকেজ গুলো মূলত সুযোগ সুবিধার উপর ভিত্তি করে এবং মেয়াদের উপর ভিত্তি করে দাম

নির্ধারিত হয়। শেয়ার হোস্টিং এর দাম শুরু হয়েছে প্রায় ২.৮৮ ডলার থেকে। অর্থাৎ সর্বনিম্ন দাম এটা।

যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় প্রায় ২৪২ টাকা। মেয়াদ ১ মাস।

শেয়ার হোস্টিং মাস ভিক্তিতে কতো ডলার হবে তা নিচে দেওয়া হলো:

শেয়ার হোস্টিং বছর ভিক্তিতে কতো ডলার হবে তা নিচে দেওয়া হলো:

Reseller Hosting

এই হোস্টিং এর সর্বনিম্ম দাম ১৬.৮৮ ডলার বা প্রায় ১৪১৮ টাকা। যার মেয়াদ ১ মাস। আপনি

রিসেলার হোস্টিং এর আরো প্যাকেজ পাবেন। যা মেয়াদ ও সুযোগ-সুবধার উপর ডিপেন্ড করে দাম

নির্ধারণ করা আছে।

মাস ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

হোস্টিং কোয়াটারের ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

হোস্টিং বছর ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

VPS Hosting

ভিপিএস হোস্টিং এর দাম ১৪.৮৮ ডলার থেকে শুরু হয়েছে। যা প্রায় ১২৫০ টাকার সমান। এর মেয়াদও

এক মাস। তবে আপনি মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন অন্যান্য হোস্টিং এর মত করেই। আর প্যাকেজও

আছে অনেকগুলো। পছন্দমত বেছে নিতে পারবেন যে কোন প্যাকেজ।

হোস্টিং মাস ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

হোস্টিং কোয়াটারের ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

বছর হিসাবে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

Dedicated Servers

ডেডিকেটেড সার্ভারস এর দাম একটু বেশি হয়ে থাকে। তবে এই হোস্টিং অনেক বেশি প্রাইভেসি দিতে

পারে। অনেক বড় বড় কম্পানি তাদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটের জন্য এই ডেডিকেটেড সার্ভারস

ব্যবহার করে থাকে। এর দাম শুরু হয়েছে ৫৮.৮৮ ডলার থেকে। যা প্রায় ৪৯৫০ টাকার মত আসে।

এর মেয়াদও ১ মাস। তবে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর সাথে অন্যান্য প্যাকেজ তো আছেই।

মাস ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

কোয়াটারের ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

বছর ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

 Email Hosting

ইমেইল হোস্টিং এর দাম শুরু হয়েছে ৯.৯৯ ডলার বা প্রায় ৮৩০ টাকা থেকে। এই হোস্টিং এরও অনেক

গুলো প্যাকেজ আছে এবং সুবিধামত মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

ইমেইল হোস্টিং বছর ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

 Managed WordPress Hosting

ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং এর দাম অনেক কম হয়ে থাকে। তবে প্যাকেজ ও মেয়াদের সাথে সাথে দাম

বাড়ে। ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং এর দাম ১ ডলার থেকে শুরু হয়েছে। যা বাংলাদেশী টাকায় ৮৪

টাকা।

ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং মাস ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং  বছর ভিক্তিতে কত ডলার হবে তা নিচে দেওয়া হলো:

আমি উপরে যত ধরনের হোস্টিং এর দাম নিয়ে আলোচনা করলাম সবগুলো ডোমেন এবং হোস্টিং

আপনি মাসিক বা বাৎসরিক ভিত্তিতে কিনতে পারবেন। তবে মেয়াদ ফুরিয়ে গেলে আবার রিনিউ করে

নিতে পারবেন। আর চাইলে প্যাকেজও চেঞ্জ করতে পারবেন।

আরো পড়ুন: ডোমেইন কিনবেন যেভাবে তার গাইড লাইন

বাংলাদেশী টাকায় যে আনুমানিক দাম আমি উল্লেখ করেছি সে দাম কম বেশি হতে পারে। কারণ

ডলারের দাম প্রায়ই কম বেশি হয়ে থাকে।

তাহলে আজ এই পর্যন্তই। মনে হয় ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন ডোমেন এবং হোস্টিং এর দাম নিয়ে।

আবার দেখা হবে আমার এই সাইটে অন্য কোন গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment