ডিজিটাল মার্কেটিং ব্যবসা শুরু করার আগে যে বিষয় জানা দরকার ? পর্ব-৩

অন্যের দেখা দেখি আপনিও একই ব্যবসা শুরু করবেন । এটা কিন্তু ঠিক না। অনলাইনে ব্যবসা করার

জন্য লাভজনক দিক বের করা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাইলেই অনেক ধরনের লাভজনক দিক বের

করতে পারেন। আমার মতে আপনি বিষয়টি খুব ভাল জানেন সে বিষয়টি নিয়ে কাজ শুরু করতে

পারেন। আপনার নিজের যদি কোন সখ খাকে আপনি সে বিষয় নিয়ে কাজ শুরু করতে পারেন। যদি

কোন কিছু চিন্তা করতে না পারেন তবে ওয়েব ব্রাউজ করে জেনে নিতে পারবেন। দেখার সময় ‍যদি

আপনি এমন কিছু পেয়ে জান তবে সাথে নোট করে লিখে রাখতে পারেন। অনেক গুলো আইডিয়া হলে

সেখান থেকে আপনার সম্ভব্য একটি পচ্ছন্দ করুন। এবং সেটা নিয়ে ব্যবসা শুরু করুন । তবে পিছু পা

হওয়া যাবে না। জেনে রাখুন প্রত্যেক ব্যবসায় লাভ আছে। তার জন্য অপেক্ষা করতে হবে।

র্ধৈয্যহারা হওয়া যাবে না।

ট্যার্গেট মার্কেট সিলেক্ট করতে হবে :

আপনি সবাইকে ট্যার্গেট করতে পারেন না। করলে ভুল করবেন। সবার জন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু

করাও ভুল। যাদের অনেক বাজেট আছে তারা শুরু করতে পারে। তবে ছোট বা ক্ষুদ্র পরিসরে ব্যবসা

শুরু করার আগে নির্দিষ্ট একটি প্রোডাক্ট নিয়ে শুরু করা ভাল। অনলাইনে মার্কেটিং এর ক্ষেত্রে যে কোন

নিশ নিয়ে কাজ করা ভাল। আপনি শুরুতে এটা করতে পারেন।

পরিকল্পনা মাফিক কাজ করতে হবে :

আপনরা ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা তৈরি করতে হবে।পরিকল্পনা মাফিক কাজ করলে ব্যবসার

জন্য ভাল ফল দেখা দেয়।  আমরা প্রতিনিয়ত যে ব্যবসা গুলো করি তা পরিকল্পনা ছাড়াই ব্যবসা শুরু

করি এখানেই আমরা বড় ভুল করি। আপনি চিন্তা করেন পাশ্চাত্য দেশ গুলোর কথা আমাদের পার্থক্যটা

এখানেই। আর এজন্যই অধিকাংশ ব্যবসায়ী মাঝখানে এসেই বা হোছট খায়।তার কারন আমরা কোন

পরিকল্পনা করিনি।

অনলাইনে প্রথম স্থান হতে হবে :

  আপনারা অনেকে চিন্তা করছেন ব্যবসা শুরু করতে প্রথম স্থান অধিকার হওয়া লাগবে এটা কি? আপনি

যদি সঠিক চিন্তা করেন যে আপনার ব্যবসা সর্ব স্থরে নিয়ে যেতে চান এবং ব্যবসায় উন্নতি করতে চান

তাহলে আপনাকে অনলাইনে প্রথম স্থান করতে হবে। সেটা কিভাবে করবেন, এটি আপনার ব্যবসার

বিষয় এবং আপনার প্রতিষ্ঠান নাম বেচে নাওয়ার ক্ষেত্রে মানে চয়েসের উপর নির্ভর করে। যে নাম

অনলাইন কমপিটিশনের সঙ্গে কাজ করে পারবে না । দয়া করে সে নাম নেওয়া যাবে না ।

আপনার একটু পরিশ্রম আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পেীছাতে পারে ।

আসুন জেনে নেয় Digital Marketing সর্ম্পকে ।

Digital Marketing কি এবং কেন করবেন ?

Leave a Comment