ডিজিটাল মার্কেটিং করবেন কেন ?
ডিজিটাল মার্কেটিং শুরু করবেন যেভাবে?
যে প্রোক্রিয়ার মাধ্যমে খুব স্বল্প সময়ে ,সঠিকভাবে আপনি আপনার পন্যকে কাস্টমারের কাছে
আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন। আপনার পণ্য টি যে সকল কাস্টমারের কাছে ব্যপক চাহিদা
রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে
নির্ণয় করতে পারবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে
সাহায্য করবে। তাই আমি বলতে পারি ডিজিটাল মার্কেটিং সেরা বিজ্ঞাপন ব্যবস্থা। যেখান থেকে
আপনি খরচ কম করে অধিক পরিমানে আয় করতে পারবেন।
কিভাবে শুরু করবেন ডিজিটাল মার্কেটিং ?
প্রথমত আপনার পণ্যটি কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে চাহিদা সম্পূর্ণ তা বিবেচনা করে সে
অনুযায়ী সঠিক তথ্য ও আকর্ষণীয় লেখার মাধ্যমে তা তুলে ধরতে হবে। পণ্যের ধরণ ও চাহিদানুযায়ী
আপনাকে লেখা গুলো সাজাতে হবে। আপনি কোন ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে মার্কেটিং শুরু
করবেন তা ঠিক করতে হবে এবং সেই ডিজিটাল মাধ্যমটি সম্পর্কে আপনাকে ভাল জ্ঞান রাখতে হবে।
তবেই আপনি ভাল করতে পারবেন বলে আমি আশা রাখি।অনলাইনে ডিজিটাল ব্যবসা শুরু করতে হবে
।কিন্তু কিভাবে শুরু করবেন সে বিষয়ে জানেন না।চিন্তা নাই আমি আপনাদেরকে সেরা উপায় ডিজিটাল
মার্কেটিং করার পদ্ধতি সর্ম্পকে আলোচনা করবো । আশা করি আপনাদের কাজে আসবে। আপনি
ব্যবসা শুরু করতে চাইলে নিচে দেওয়া বিষয়গুলো সর্ম্পকে জানুন এবং কাজ শুরু করুন।
১. ব্যবসার জন্য নাম সিলেক্ট করতে হবে।
২. ডোমিন এবং হোষ্টিং কিনতে হবে।
৩. ই-কর্মাস সাইট ডিজাইন করতে হবে।
৪. সোশ্যাল মিডিয়ার জন্য বিসনেজ পেজ তৈরি করতে হবে।
৫. মার্কেটিং এর জন্য বা এসইও জন্য লোক নিয়োগ দিন বা নিজেকে প্রস্তুত করুন।
৬. ফ্রি বা প্রিমিয়াম পদ্ধতির মাধ্যমে নিজের ব্যবসাকে মার্কেটিং করতে শুরু করুন।
৭. গ্রাফিক্স, ইন্টারনেট, ডিজাইন, প্রোডাক্ট আপলোড ইত্যাদি কাজ করার জন্য প্রস্তুত নিন।
৮. ল্যাপটপ বা পিসি তৈরি কিনুন।
৯. বাজেট পরিমান অর্র্থ হাতে রাখুন।
১০. অন্যান্য আরো বিষয় আছে তার সর্ম্পকে ধারনা নিতে থাকুন।