এডওয়ার্ডসঃ
গুগল এডওয়ার্ডস প্লাটফর্মে এড বা বিজ্ঞাপন তৈরি এবং প্রসেস বা প্রক্রিয়াজাত (অর্থাৎ কোথায়,
কিভাবে, কখন, কারা ইত্যাদি অনুঘটক এর সমন্বয়) করার মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করা বা উদ্বুদ্ধ
করা, যেন তারা তৈরি করা এড বা বিজ্ঞাপনে ক্লিক করে। কোন ইউজার যখন গুগলে নির্দিষ্ট কোন
কীওয়ার্ড ব্যবহার করে সার্চ করে, তখনি কেবল ক্লিক করার জন্য এড বা বিজ্ঞাপনটি প্রদর্শিত হয় বা হবে
এবং বিজ্ঞাপনে ক্লিক হলে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করবেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং :
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বুঝায় সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি তৈরি করা এবং সে
অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে রয়েছে পোস্ট এবং বিজ্ঞাপন তৈরি
করা। জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো হলো:ফেসবুক, টুইটার,লিংক্ডইন, পিন্টারেস্ট, গুগল
প্লাস, ইউটিউব, ইনস্টাগ্রাম, মাইস্পেস, রেডিট, টাম্বলার, ব্লগস্পট, ইয়েল্প।
এসইও:
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো সার্চ ইঞ্জিন এর রেজাল্ট বা ফলাফল পেইজ এর মধ্যে উল্লেখ
যোগ্য স্থান (প্রথম সারি, বা টপ প্লেইস) দখল করার (অর্জন করার) জন্য প্রাসঙ্গিক এবং উচ্চমানসম্মত
কন্টেন্ট এর পাশাপাশি বিভিন্ন দক্ষতা ও কৌশল কাজে লাগিয়ে ওয়েবসাইট এর কন্টেন্টকে এমনভাবে
উপস্থাপন করা, যার ফলে সেগুলোর গুরুত্ব বা দৃশ্যমান প্রভাব সার্চ ইঞ্জিনগুলোর নিকট সহজে প্রতীয়মান
হয় এবং তারা প্রভাবিত হয়ে তাদের সার্চ ফলাফলে সেসব কন্টেন্টকে গুরুত্বপূর্ণ স্থান বা অবস্থান প্রদান
করে। এর ফলে যে ফলাফল তৈরি হয়, সেগুলোকে “ন্যাচারাল”, “অর্গানিক” বা “আর্নড” রেজাল্ট বা
ফলাফল বলা হয়। এই ফলাফলের উপর ওয়েবসাইট এর ট্র্যাফিক বা ইউজার (ওয়েবসাইট ব্যবহারকারী)
এর পরিমাণ বহুলাংশে নির্ভর করে। ওয়েবসাইট এর ব্যবহারকারী যতো বেশি হবে, ব্যবসায়িক দৃষ্টি
কোণ থেকে সেই ওয়েবসাইট এর আর্থিক মুল্য বা উপার্জন ততো বৃদ্ধি পায়।
ওয়েব এনালিটিক্স (ওয়েব ভিজিটর)
এড ক্যাম্পেইন এবং ওয়েবসাইট এর পারফরমেন্স মূল্যায়ন বা পরিমাপ করার মাধ্যমে আপনি মুল্যবান
তথ্যাবলী সংগ্রহ করতে পারবেন, যা অর্তন্ত তাৎপর্যপূর্ণ। এনালিটিক ডাটা, বিশেষতঃ গুগল এনালিটিক
এর মাধ্যমে আপনি জানতে পারবেন, কতজন আপনার ওয়েবসাইটটি ভিজিট করেছে, তারা কোথা থেকে
এসেছে, কি মাধ্যম ব্যবহার করেছে, তারা কি কি করেছে (প্রকৃত পক্ষে, কোন্ কোন্ লিংক ব্যবহার
করেছে)।
ওয়েব এনালিটিক্স সর্ম্পকে আরো ভাল জানতে ও টুল কিনতে ভিজিট করুন SEMruch সাইটে ।
ওয়েব এনালিটিক্স করলে আপনার ওয়েব সাইট সর্ম্পকে যেমন জানতে পারবেন পাশাপাশি কোন কাজটি
করলে আপনার ভিজিটরের সংখ্যা বাড়বে সে সর্ম্পকে জানতে পারবেন । এর গুলো ঠিক মতো করলে
আপনি আপনার সাইটকে গুগলে র্যাংঙ্ক করাতে পারবেন। পাশাপাশি আপনার আয় ও বাড়তে থাকবে।
ভাল থাকবেন।।