ডিজিটার মার্কেটিং এর ইতিহাস সর্ম্পকে আলোচনা করা করুন ?
ডিজিটাল মার্কেটিং এর জন্য যে বিষয় সর্ম্পকে ধারণা থাকতে হবে।
ডিজিটার মার্কেটিং এর ইতিহাস :
ডিজিটাল মার্কেটিং:
“ডিজিটাল মার্কেটিং” কথাটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত “ডিজিটাল” এবং “মার্কেটিং”। আসুন আগে দেখি
এ শব্দ দুটি দ্বারা আমরা কি বুজি? ডিজিটাল কথাটির অর্থ হচ্ছে সংখ্যাগত বা Digit সংক্রান্ত।সব
Digit না হোক শুধু বাইনারী সংখ্যা ব্যবস্থার “0”এবং “1” এর দুনিয়াই হচ্ছে ডিজিটাল দুনিয়া।”0″এবং
“1” বা বাইনারী হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তাই “0”এবং “1”দুনিয়া হচ্ছে কম্পিউটারের
দুনিয়া।কম্পিউটার আর প্রযুক্তি মিলে পৃথিবীর যে আমূল পরিবর্তন ঘটিয়েছে তা আমাদের কারো অজানা
নয়। প্রযুক্তির উন্নয়নে আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে।রাষ্ট্র ব্যবস্থার সকল সীমানা
প্রাচীর তুলে দিয়ে পুরো পৃথিবীকেএকই শামীয়ানার নিচে আবদ্ধ করেছে ।
আরো জানুন: যে-সব প্রোডাক্ট বাছাই করবেন অনলাইনে বিক্রির জন্য।
আর সেটা হলো অনলাইন বা ইন্টারনেট। এটার মাধ্যমে আমরা গোটা পৃথিবী সর্ম্পকে জানতে পারছি।
আজ হোয়াইট হাউজে বসে ডোনাল্ড ট্রাম্ফ কী করছেন তা আমরা সেকেন্ডের ব্যবধানেই জেনে যাই।
কলকাতার বিখ্যাত ব্যান্ড “মহিনের ঘোড়াগুলি”র গানের কথাগুলোতে খুব সুন্দর করে প্রযুক্তির প্রভাব
ফুটে উঠেছে।
আরো জানুন: যে-সব প্রোডাক্ট বাছাই করবেন অনলাইনে বিক্রির জন্য।
আজ পৃথিবী অনেক এগিয়ে। ঘরে বসেই আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ রক্ষা করে যেতে
পারি। তেমনি অনায়াসে গড়ে তুলতে পারি ব্যবসা- বাণিজ্য, ফ্রিল্যান্সিং এর অনলাইন আয়ের ব্যবস্থা।
আর “0”এবং “1” এই ডিজিটের ঘাঁড়ে ভর করেই এসব সম্ভব হয় বলেই, আমরা এই বিস্ফোরিত প্রযুক্তি
গত পরিবেশকে ডিজিটাল বলে থাকি। পৃথিবী বদলে যাচ্ছে, আপনি বদলান। তা না হলে পিছনে পড়ে
থাকবেন। উঠতে পারবেন না।
ডিজিটাল মার্কেটিং এর জন্য যে বিষয় সর্ম্পকে ধারণা থাকতে হবে।
অনলাইনে বা ওয়েব সাইট থেকে কোন কিছু কেনা হলে সেটাকে ই-কমার্স বলে।
ই-কমার্স বা অনলাইন ব্যবসা করতে গেলে আপনাকে কি কি প্রয়োজন সেটা জানতে হবে।
আপনাকে ফেসবুক সর্ম্পকে বা সোশ্যাল মিডিয়া সর্ম্পকে জানলেই হল তা হলে আপনি সহজেই অনলাইনে
বিসনেস করতে পারবেন।
আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট গুলো আছে তা সর্ম্পকে কিছু লেখার কৌশল জানুন এবং এর একটা
ভাল ছবি সংগ্রহ করুন।
পড়ুন: র্ধৈয্য মানুষকে বদলে দেয়
চিন্তা করুন, আপনার সময় নষ্ট হচ্ছে না।
এর দাম সঠিক দিন, পারলে ছাড় দেওয়ার ব্যবস্থা করুন।
সঠিক সময় কাষ্টমারের কাছে ডেলিভারি দেওয়ার কৌশল সর্ম্পকে ভালভাবে ধারণা লাভ করতে হবে।
কাষ্টমার সার্পোটের জন্য সময় দিতে হবে।
সুন্দর সুন্দর কথা বলুন এবং নমনিয়তার সহিত যেন কাস্টমার খারাপ না ভাবে।
আপনার পণ্যটি যে ভাল সেটি প্রমান করতে হবে।
কাষ্টমার যাতে বিশ্বাস করে এজন্য আপনাকে একটি প্রিমিয়াম ওয়েব সাইট খুলতে হবে যেটি ই কর্মাস
এর জন্য।
একটি নতুন ও স্বল্প মূল্যে ওয়েব সাইট তৈরি করলে চান ? আজিই ক্রয় করুন আপনার পছন্দের ডোমের ও হোষ্টিং । এখানে ক্লিক করুন Namecheap.com
কাষ্টমার যাতে অনলাইনে টাকা লেনদেন করতে পারে এজন্য সব ধরনের ব্যবস্থা করতে হবে।
প্রতি নিয়ত প্রোডাক্ট এর দাম আপডেট রাখতে হবে।
প্রথমত ক্ষুদ্র ব্যবসা হলে নিজে করেন পরে বড় হলে লোক নিয়োগ করুন।
প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা লোক থাকতে হবে। ছবি এডিটিং করার সহজ সফটওয়্যার রাখতে
হবে।
আরো পড়ুন: লোকসান কেউ ঠেকাতে পারবে না ? আপনার ব্যবসায়ে এই ভুল গুলো হলে ।
প্রোডাক্ট আপলোড করার জন্য একটি ভাল মানের ল্যাপটপ রাখুন। এছাড়া আরো অনেক বিষয় আছে ।
আমি আস্তে আস্তে আপনাদের কে জানিয়ে দেব।
ভাল থাকবেন।।