ডট বাংলা (.বাংলা) ডোমেইন কি সে সর্ম্পকে বিস্তারিত আলোচনা কর?

ডট বাংলা (.বাংলা) ডোমেইন হচ্ছে বিশ্বব্যাপী আইসিএএনএন কর্তৃক অনুমোদিত ব্যবস্থা যার মাধ্যমে

ইন্টারনেটে ডোমেইন নাম সার্ভারে সরাসরি বাংলা ভাষায় কাঙ্ক্ষিত ওয়েবসাইটের নাম রেজিস্ট্রেশন করে

নির্ধারিত ওয়েবসাইটের ঠিকানা বাংলায় লিখে ব্রাউজ করা যায়। এতদিন যা শুধু ইংরেজি ও অন্যান্য

ভাষার ডোমেইনে সীমাবদ্ধ ছিল। ডট বাংলা (.বাংলা) ডোমেইন চালুর ফলে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর

দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবে রূপ পেয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ও সাইবার পরিসরে বাংলা

ভাষার ব্যবহার হবে। মানুষ জানবে বাংলা ভাষা সম্পর্কে। সেই সাথে বাংলাদেশকে এখন আরও ভালো

করে চিনবে এবং ভারচুয়াল জগতে বাংলা ভাষার আধিপত্য বাড়বে।

আরো জানুন: ডোমেইন এবং হোস্টিং বলতে কি বুঝ? সে সর্ম্পকে আলোচনা কর?

২০১২ সালে এই ডট বাংলা (.বাংলা) ডোমেইন ব্যবহারের অধিকার পেতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ

রাজ্যের পক্ষে ভারত সরকার ICANN (Internet Corporation for Assigned Names and

Numbers) এর কাছে আবেদন করে। পরবর্তীতে আইসিএএনএন (ICANN) ডোমেইনটি বাংলাদেশকে

ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু বাংলাদেশ সরকার ব্যবহারের জন্য অনুমতি পাওয়ার পর তিন বছরে

তা কার্যকর করতে না পারায় ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ ডট বাংলা (.বাংলা) ডোমেইনটি

ব্যবহারের অধিকার হারায়। যার ফলে  সরকারের সব মহলে টনক নড়ে। পাশাপাশি বিভিন্ন গনমাধ্যম ও

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মহল ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন।

আরো জানুন: ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের বিশেষ বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?

পরবর্তীতে ডট বাংলা (.বাংলা) ডোমেইন সক্রিয় করতে বাংলাদেশ সরকার তৎপর হয়। ২০১৬ সালের

জুন মাসে আইএএনএ তাঁদের ওয়েবসাইটে ডট বাংলা (.বাংলা) ডোমেইনটি বাংলাদেশ সরকারের ডাক ও

টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়ার কথা জানায়।

তারই প্রেক্ষিতে, বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ১৬ ডিসেম্বর,

২০১৬ সালে এটি জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে

পরবর্তীতে, ৩১ ডিসেম্বর ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে

ডট বাংলা (.বাংলা) ডোমেইনের উদ্বোধন করেন।

আরো জানুন: ওয়ার্ডপ্রেস এবং কেন এটি সেরা ব্লগিং প্ল্যাটফর্ম

ডোমেইন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ডট বাংলা কেবল একটি ডোমেইন নয়, বাঙালি

জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই ডোমেইন ভাষা শহীদদের বিজয়। মহান মুক্তিযুদ্ধের বিজয়, সমগ্র

বাংলাদেশের মানুষের বিজয়।”

 (.বাংলা) ডোমেইন কিভাবে কিনবেন:

আপনি যদি (.bd ) ডোমেইন কিনতে চান তাহলে আপনি স্ব শরীরে বিটিসিএলের নিজস্ব কার্যালয়ে

গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আপনার পছন্দের নামে ডট বাংলা (.বাংলা) ডোমেইন রেজিস্ট্রেশন

করতে পারবেন।

এছাড়া, আপনি যদি নিজে কোন ঝামেলা  করতে না  চান তাহলে আপনি সহজেই বিকাশ, রকেট ও

অন্যান্য পেমেন্ট মেথড দিয়ে IT Nut Hosting BD কোম্পানির কাছ থেকেও নিতে পারেন। তারা

বিটিসিএল এর দেওয়ার প্রাইস ও তাদের নির্ধারিত সার্ভিস চার্জ নেওয়ার মাধ্যমে ডোমেইন রেজিস্ট্রেশন

করে থাকে।

 (.বাংলা) ডোমেইনের ফি:

০১ এপ্রিল, ২০১৮ থেকে বিটিসিএলের রেট অনুযায়ী ডট বাংলা (.বাংলা) ডোমেইনের ফি নতুন ভাবে

কার্যকর করা হয়েছে। নিচে তা দেওয়া হলো

    নতুন রেজিস্ট্রেশন: ৳ ৮০০ প্রতি বছর

    বার্ষিক নবায়ন ফি: ৳ ৮০০ প্রতি বছর

    মালিকানা পরিবর্তন ফি: ৳ ১৫০০

    মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের জন্য জরিমানা: ৳ ১০০০

উল্লেখ্যঃ মূলত ডট বিডি (.bd) ডোমেইন ও .ডট বাংলা (.বাংলা) ডোমেইন রেট একই এবং ন্যূনতম ২

বছরের জন্য নিবন্ধন আবশ্যক। সেই সাথে সকল প্রকার চার্জের সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য ।

 (.বাংলা) ডোমেইনের ফি পরিশোধ করবেন যেভাবে:

আপনি যদি অনলাইনে বা অফলাইনে ডট বাংলা (.বাংলা) ডোমেইন রেজিস্ট্রেশন করেন। তাহলে যে

কোন টেলিটক সংযোগ থেকে আপনি সহজেই ডোমেইন ফি প্রদান করতে পারবেন। এছাড়া ডাচ বাংলা

ব্যাংকের রকেট সহ তাদের দেওয়া নির্ধারিত ব্যাংকের শাখা অফিসে গিয়ে দ্রুত সময়ের মধ্যে পেমেন্টের

মাধ্যমে ডোমেইন ফি দেয়া যাবে।

আরো জানুন: ডোমেইন কিনবেন যেভাবে তার গাইড লাইন

অতএব এখন বুঝতে পেরেছেন ডট বাংলা (.বাংলা) ডোমেইন সম্পর্কে । আরো যদি জানতে চান তবে

এখানে ক্লিক করে জেনে নিন (.বাংলা) ডোমেইন সম্পর্কে । লেখাটি পড়ে আপনার ভালো লাগলে

অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যদি ডট বাংলা (.বাংলা) ডোমেইন সম্পর্কে আপনার কোন প্রশ্ন

থেকে থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

ভাল থাকবেন।।

Leave a Comment