সাধারনত আমরা জানি, ডোমেইন (Domain) মূলত একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো স্থান বা
ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন
একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।
এই Domain আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।
আরো জানুন: Best 22 Domain and Hosting Affiliates Site.
যেমনঃ
Domain মূলত চার ধরনের হয়ে থাকে তা হলো:
TLD = Top Level Domain
gTLD = Generic Top Level Domain
0SLD = Sub Level Domain
ccTLD = Country Code Top Level Domain
TLD = Top Level Domain:
যেমনঃ .com, .org, .edu, .gov, .info, .net, ইত্যাদি। সাধারন কাজ বা ব্যবসা, অরগানাইজেশন,
শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ইনফরমেশন ও নেটওয়ার্কিং সাইটের জন্য এগুলো সর্বোচ্চ লেভেল এর
Domain ব্যবহার করা হয়ে থাকে।
gTLD = Generic Top Level Domain:
TLD গুলোর মধ্যে যেগুলো ডোমেইন কোন দেশের সাথে সংশ্লিষ্ট না তাদেরকে gTLD বলে। .com,
.org, .edu, .gov, .info, .net, ইত্যাদি কিছু সংখ্যক Generic Top Level Domain.
আরো জানুন: নিশ সাইট শুরু করতে হলে, ৭টি বিষয় মনে রাখবেন ।
0SLD = Sub Level Domain:
Domain Name এর আগে কিছু থাকলে তাকে Sub Level Domain বলে।
যেমন blog.nailpatel.com এখানে blog. হচ্ছে Sub Level Domain ।
একটা Domain এ একাধিক Sub Level Domain থাকতে পারে।
ccTLD = Country Code Top Level Domain:
বিভিন্ন দেশের নিজস্ব যেই ডোমেইন গুলো থাকে সেগুলকে Country Code Top Level Domain ।
যেমনঃ- .us (America) .uk (United Kingdom) .au (Australia) .bd(Bangladesh),
ইত্যাদি ।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
বিভিন্ন Professionl Website গুলো ফ্রী ডোমেইন Provide করে থাকে।
যেমনঃ-
wordpress.com
wix.com
weebly.com
blogspot.com
tumblr.com
ইত্যাদি Professionl Website গুলোতে ডোমেইন ফ্রীতে পাওয়া যায়।
তাছাড়া সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যাবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে উপরে আলোচিত
ডোমেইনের ধরনের পাশাপাশি নির্ধারিত বিভিন্ন Domain Extensions এসেছে । আপনি চাইলে
টারগেটেড Niche সিলেক্ট করে আপনার পছন্দ মতো Domain Extensions নিতে পারবেন।
যেমনঃ
.health
.club
.fun
.cat
.design
.shop
.service ইত্যাদি।
আশা করছি পোস্ট টি পড়ার পর আপনি ডোমেইনের বিভিন্ন ধরন সম্পর্কে জানতে পেরেছেন । “বেস্ট
ডোমেইন নাম সাজেশন টুল এবং যেগুলো মাথায় রেখে ডোমেইন কিনবেন” এ বিষয়ে জানতে ভিজিট
করুন এখানে । সাইন আপ বেষ্ট ডোমেন সাইট আজিই কিনুন?
সেই সাথে আপনি যদি মনে করেন এই লেখা গুলো পড়ে আপনার বন্ধু ও অন্যান্যরা উপকৃত হবে তাহলে
অবশ্যই তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমাদের একান্ত কাম্য।
ভাল থাকবেন।।