জেনে রাখুন ৭টি ওয়েবসাইট যেখানে ছোট ছোট কাজ করে আয় করা যায়।

বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় খুব ছোট ছোট আর সহজ সহজ কাজ করে। না, আপনাকে

ফুল টাইম কাজ করতে হবে না।দিনে মাত্র ৫ ঘন্টা কাজ করে এই ডিজিটাল যুগে আপনি ইনকাম করতে

পারবেন এই পরিমাণ অর্থ যা আপনার ছোট ছোট প্রয়োজনগুলো মিটিয়ে দেবে। কী কাজ! অনলাইনে বসে

সচরাচর আপনি যে কাজ গুলো করে থাকেন, এগুলো প্রায় সে-রকমই। আসুন তাহলে ওয়েবসাইটগুলোর

সঙ্গে পরিচিত হই।

আরো জানুন: ডিজিটার মার্কেটিং বলতে কি বুঝ? পর্ব-১

১. User testing ‍Site:

এই ওয়েবসাইটি খুবই মজার। এখানে অ্যাকাউন্ট খুলে ভিডিও টেস্ট সমাপ্ত করার পর আপনি ইমেলে

নতুন ভিডিও টেস্টের নোটিফিকেশন পেতে শুরু করবেন। তারা আপনাকে একটা ওয়েবসাইটের রিভিউ

বা টেস্ট করার কাজ দেবে আর সেটা সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি আপনাকে আপনার

কম্পিউটারের স্ক্রিন শর্ট তুলে তাদেরকে পাঠাতে হবে। প্রতিটি ওয়েবসাইট টেস্ট করতে ১৫ থেকে ২০

মিনিট সময় লাগবে। মূলত: ওয়েবসাইটি ভিজিট করে টেস্ট করে দেখতে হবে, একজন ইউজারের জন্য

ওয়েবসাইটি কতটা গুরুত্বপূর্ণ বা ইউজার ফ্রেন্ডলি। আর প্রতিটি ওয়েবসাইটের টেস্টের জন্য তারা

আপনাকে ১০ থেকে ১৫ ডলার বা ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পেমেন্ট দেবে।

এ্যাকাউন্টটি খুলতে চাইলে এখানে ক্লিক করুন:- User Testing

আরো জানুন: ডিজিটার মার্কেটিং এর ইতিহাস সর্ম্পকে আলোচনা কর? পর্ব-2

২. Perk ‍Site:

এই ওয়েবসাইটি খুব দ্রুত এগোচ্ছে এবং আপনার ইনকামের জন্য তারা প্রতিনিয়তই নতুন নতুন রাস্তা

খুলছে। এই ওয়েবসাইটে সবচেয়ে ভাল এবং দ্রুত ইনকামের রাস্তা হচ্ছে তাদের অনেকগুলো অ্যাপের মাঝ

থেকে PerkTv সহ যে কোন একটি অ্যাপ ডাউনলোড করে আপনার ঘরে বসে তাদের টিভি দেখতে,

যার নাম পার্ক টিভি।

তবে এরা আপনাকে কোন ক্যাশ টাকা না দিয়ে অনলাইন গিফট্ কার্ড দেবে যা দিয়ে আপনি আমাজন,

ওয়ালমার্ট, গ্যাপ, স্টারবাক্স, টার্গেটসহ আর অনেকগুলো অনলাইন প্রোডাক্ট সেলিং প্লাটফর্ম থেকে

মোবাইল, ট্যাব, ল্যাপটপ সহ যে কোন পণ্য কিনতে পারবেন।

এ্যাকাউন্টটি খুলতে চাইলে এখানে ক্লিক করুন:- Perk ‍Site

আরো জানুন: ডিজিটাল মার্কেটিং ব্যবসা শুরু করার আগে যে বিষয় জানা দরকার ? পর্ব-৩

৩. TopCashBack ‍Site:

এই ওয়েবসাইটি একটা জায়গায় অদ্বিতীয় আর তা হচ্ছে এ ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে অনলাইন

কেনাকাটা করলেই এরা আপনাকে ১০০% কমিশন দিয়ে দেবে। তার মানে আপনি যে টাকার কেনাকাটা

করবেন, সে টাকাটাই আবার কমিশন হিসেবে পেয়ে যাবেন। দারুণ না! কিন্তু আপনাকে যদি পুরো

টাকাই এরা দিয়ে দেয় তাহলে তাদের ব্যবসা কী! মাথায় ঘুরছে না প্রশ্নটা! তাদের ব্যবসা হচ্ছে হোম পেজে

বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন ও প্রোপাইল প্রদর্শন যা থেকে তারা এর থেকে বেশি আয় করে নেয়।

এছাড়াও তাদের আরো কিছু ইনকামের রাস্তা রয়েছে যা আপনার না জানলেও চলবে। আপনি কেনাকাটা

শুরু করুন আর পুরো টাকাটাই আবার কমিশন হিসেবে ফেরত নিয়ে নিন।

এ্যাকাউন্টটি খুলতে চাইলে এখানে ক্লিক করুন:- TopCashBack

আরো জানুন: বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মার্কেটিং । পর্ব-৪

৪. Zoombucks ‍Site:

আরো একটি ওয়েবসাইট যা আপনাকে ভিডিও দেখার জন্য পেমেন্ট দেবে। আপনি তাদের ভিডিও

দেখবেন আর এ জন্য তারা আপনাকে টাকা দেবে। তবে ভিডিও দেখার বাইরেও গেম খেলাসহ এ

ওয়েবসাইট থেকে ইনকাম করার আরো কিছু পথ আছে।

দেখবেন আর এ জন্য তারা আপনাকে টাকা দেবে। তবে ভিডিও দেখার বাইরেও গেম খেলাসহ এ

ওয়েবসাইট থেকে ইনকাম করার আরো কিছু পথ আছে।

এ্যাকাউন্টটি খুলতে চাইলে এখানে ক্লিক করুন:- Zoombucks

আরো জানুন: মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য নিয়ে আলোচনা। পর্ব-৫

৫. FushionCash ‍Site:

এই ওয়েবসাইটি অনলাইনে তাদের ভিডিও দেখা এবং এফএম রেডিও শোনার আপনাকে পেমেন্ট করবে।

তবে এই টিভি এবং রেডিও তাদের নিজস্ব নয়, থার্ড পার্টির যাদের কাছ থেকে তারা পেমেন্ট পায় আর

তাদের দর্শক ও শ্রোতাদের পেমেন্ট দেয়।

এ্যাকাউন্টটি খুলতে চাইলে এখানে ক্লিক করুন:- FushionCash

আরো জানুন:ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন ? পর্ব-৬

৬. CashCrate ‍Site:

ভিডিও দেখা, শপিং করা, গেম খেলা, বিভিন্ন অনলাইন প্রতিযোগীতায় অংশ নেয়া সহ আরো নানা

ধরণের কাজের জন্য এই ওয়েবসাইটি পেমেন্ট করে থাকে।

এ্যাকাউন্টটি খুলতে চাইলে এখানে ক্লিক করুন:- CashCrate

আরো জানুন:ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি ধারাবাহিক ভাবে আলোচনা? পর্ব-৭

৭. Swagbucks ‍Site:

ভিডিও দেখা থেকে শুরু করে অনলাইন সার্ভে কিংবা গেম খেলাসহ নানা ধরণের মজার মজার কাজ

আছে এই ওয়েবসাইটে যা আপনাকে একই সাথে এগুলো করার জন্য পেমেন্টও করবে। অনলাইনে আপনি

যে কাজগুলো সচরাচর এমনিই করে থাকেন, সেগুলোই করে প্রতিদিন এ ওয়েবসাইটে ২৫ থেকে ১০০

ডলার বা ২০০০ টাকা থেকে ৮০০০ টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়াও এ ওয়েবসাইট থেকে ইনকামের আরো একটি চমকপ্রদ পথ রয়েছে। আর তা হচ্ছে SB Points

ফর্মে শপিং করা যা আপনাকে অনলাইনে কেনাকাটার জন্য গিফট্ কার্ড দেবে। আর ওই গিফট্ কার্ড দিয়ে

আপনি আমাজান, ওয়ালমার্টসহ আরো কিছু অনলাইন মার্কেটপ্লেস থেকে আপনার নিজের জন্য

কেনাকাটা করতে পারবেন।

এ্যাকাউন্টটি খুলতে চাইলে এখানে ক্লিক করুন:- Swagbucks ‍

আরো জানুন: ডিজিটাল মার্কেটিং এর মূল ক্ষেত্রগুলো সর্ম্পকে আলোচনা কর? পর্ব-৮

এই লিস্টটি আরো বড় হতে পারতো। কিন্তু আমরা চাই আপনাদের দ্বিধাদন্ধে না ফেলে আগে শুরু করিয়ে

দিতে। তাই এখানে যে অল্প কয়টি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যে কোনটিতে অ্যাকাউন্ট খুলে আপনি

কাজ করা শুরু করুন। মনে রাখবেন, অনলাইনে ইনকাম করা যেমন সহজ, তেমনই কঠিন। আর

আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রচন্ড ইচ্ছা শক্তি আর লেগে থাকার মানসিকতা। ভাল

থাকুন…. বেশি বেশি আয় করুন।

আরো জানুন: ডিজিটাল মার্কেটিং এর পরিধি বাড়ানোর কৌশল সর্ম্পকে আলোচনা । পর্ব-৯

Leave a Comment