জেনে নিন নিজের অজান্তেই কোন কাজগুলো আপনার সময় নষ্ট করছে

সময়কে বলা যায় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক জন্মের মুহূর্ত থেকেই আমাদের জীবন ধীরে

ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমরা সবাই খুব সীমিত সময় হাতে নিয়ে পৃথিবীতে এসেছি। কেউ

হয়তো তাড়াতাড়ি চলে যাব, কেউ হয়তো একটু দেরিতে। কিন্তু কারও হাতেই অফুরন্ত সময় নেই। প্রতিটি

মহূর্তে আমরা শেষ মহূর্তটির দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রতিদিন এমন কত মুহূর্ত আপনি নষ্ট করছেন!

কত সময় কাটাচ্ছেন এমন কাজ করে যেগুলো আপনার উদ্দেশ্যের ধারে কাছেও যায় না! কতদিন

ঘুমোনোর সময় মনে মনে বলেন, আজ আমার যা যা করার প্রয়োজন ছিল তার কোনোটাই করা হলো না!

আরো জানুন:
https://spandada.com/2019/12/29/20-best-coffee-maker-of-2020-review/

 জন্ম আর মৃত্যুর দুটোই শুধুমাত্র দুটো তারিখ, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু যেটা নিয়ন্ত্রণ

করতে পারি সেটা হচ্ছে এর মাঝখানের সময়টুকু। এই সময়টুকু আপনি পেয়েছেন মানুষের জীবনকে

প্রভাবিত করার জন্য, পৃথিবীর বুকে আপনার চিহ্ন রেখে যাওয়ার জন্য। প্রতিদিন নানাভাবে আমরা

আমাদের সময় নষ্ট করি। কিছু আমরা বুঝতে পারি, কিছু পারি না। চলুন তাহলে জেনে নেই কোন

কাজগুলো আমাদের সময় নষ্টের জন্য দায়ী।

আরো জানুন:

১.শুধু  মাএ একাকিত্ব থেকে মুক্তি পেতে কারও সাথে সম্পর্কে জড়ানোর মাধ্যমে আপনি আপনার মূল্যবান

সময় নষ্ট করেন।

২.নিজের অনিচ্ছায় শুধুমাত্র পরিবারের খুশির জন্য কোনো কাজ করার মাধ্যমে আপনি আপনার সময়

নষ্ট করছেন।

 ৪. কোন নিদিষ্ট কারন ছাড়া উদ্দেশ্যহীন ভাবে সামনের দিকে এগিয়ে চলার মাধ্যমে আপনি আপনার

সময় নষ্ট  করছন। 

৫.নিজের দক্ষতা জেনেও অন্যের মতামতের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করছেন।

আরো জানুন:

৬.একসাথে সকলের সমস্যা দূর করার চেষ্টা করার মাধ্যমে আপনি আপনার সময় নষ্ট করেছেন

৭. প্রয়োজনের তুলনায় বেশি সময় ঘুমিয়ে আপনি আপনার সময় নষ্ট করছেন।

৮. যে স্বপ্ন কখনো পূরন হওয়া নয় সে সমস্ত স্বপ্ন দেখে আপনি আপনার সময় নষ্ট করছেন।

আরো জানুন:

মানুষকে সাহায্য করতে চাওয়া চমৎকার একটি গুণ। কিন্তু তারও একটি সীমারেখা আছে। আপনি যদি

সবাইকেই সাহায্য করতে চান, সবার সমস্যাই দূর করতে চান তাহলে অবশেষে দেখা যাবে কাউকেই

সাহায্য করতে পারছেন না। সবার মনের ইচ্ছা পূরণ করা কারও পক্ষেই সম্ভব না। তাই কম গুরুত্বপূর্ণ

কাজ নিয়ে ভেবে সময় নষ্ট না করে যার সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন তাকে সাহায্য করাই ভালো।

জীবন খুবই সীমিত কিছু সময়ের সমষ্টি মাত্র। এই সময়কে যে যত ভালো ভাবে কাজে লাগাতে পারবে,

সে হবে তত সফল। তাই অপ্রয়োজনীয় কাজে সময় অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন।

সময় কারোর জন্যই থেমে থাকে না।

ভালো থাকবেন

Leave a Comment