চিন্তা করুন, আপনার সময় নষ্ট হচ্ছে না।

                        Think, your time is not wasted.

আমরা প্রায় সকলে সময়ের তেমন মূল্য দেয় না । যারা দেয় তারা তাদের লক্ষে পেীছাতে পারে ।আপনি যদি  সময় নষ্ট করায় পারদর্শী হয়ে থাকেন ।তবে লেখাটি আপনার জন্য লিখেছি। জীবনে কোন কিছুতে দক্ষতা অর্জন করা খুবই ইতিবাচক বিষয়। কিন্তু দক্ষতা যদি হয় নেতিবাচক কোন কিছুতে তাহলে সেটা হয়ে উঠে  আপনার জীবনে বিভিন্ন ধ্বংসের কারন।

একদিনের আপনি কতটা সময়  নষ্ট করছেন বা কতটা সময় আপনি কাজে লাগাচ্ছেন সে বিষয়ে আপনার সচেতনতা না থাকার কারনে আপনি যে সময় নষ্ট করায় পারদর্শী তার লক্ষন।সময় কারো জন্য বসে থাকে না- এই বাক্যটি নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কারন নেই। ঠিক না?? জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ সেটাও আমরা সবাই জানি।

কারন আপনার মূল্যবান যে স্মৃতি, যে মুহূর্ত, যে মানুষ বা যে জিনিষ একবার চলে যায় তা আর ফিরে আসে না এটা মূল্যবান সবার কাছেই।আমার মনে হয়, আসলে আমরা সচেতন ভাবে খুব কম মানুষই সময় নষ্ট করে থাকি। আমরা অসচেতন ভাবেই সময় নষ্ট করি। আমরা আসলে সময় চলে যাওয়ার আগে বুঝতেই পারি না যে আমরা ঐ সময়টা নষ্ট করেছি। তাহলে হয়তো করতাম না ।

তাই কিছু প্রশ্ন করি আপনাদের কাছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি নিজে চেস্টা করছি আপনি ও চেস্টা করুন সংশোধনের।

1.যে কাজটা করা প্রয়োজন সেটি কি করছেন ?

প্রথমেই আপনার জানতে হবে নিজের স্বপ্নকে, নিজের লক্ষ্যকে। এবং সে লক্ষে যে কাজটা করা প্রয়োজন সেটি কি করছেন তো ।সেই অনুযায়ী আপনার প্রতিদিনের ব্যবহৃত সময়ের পরিসংখ্যান করে দেখুন, আপনি এমন কোনো কাজ কি করছেন যার সাথে আপনার লক্ষ্যের কোনো  আছে । আমি জানি সম্পর্ক নেই!সারাদিনের কতটুকু সময় আপনি সোশ্যাল মিডিয়া তে ব্যয় করছেন বা টেলিভিশন দেখছেন বা গেম খেলছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন তার হিসাব কি আছে?তাহলে আপনি কি বলবেন। সময় নস্ট করছেন না।

2. আজ কিছু নতুন  শিখেছেন কি?

আমাদের শরীরের শক্তির জন্য যেমন খাদ্যের প্রয়োজন হয় তেমনি মনের শক্তির জন্যও প্রয়োজন হয় জ্ঞানের।আপনি একটু চিন্তা করে দেখুনতো আজ নতুন কিছু শিখেছেন বা জ্ঞান অর্জন করেছেন ! যদি বলার মতো কিছু না পান তাহলেই সময় নষ্ট করছেন আপনি। তাছাড়া যে সকল দক্ষতা ও গুণ আপনার মধ্যে আছে সে গুলো অনুশীলন করছেন তো নিয়মিত!! নিজেকে প্রশ্ন করুন। উত্তর পেয়ে যাবেন ।

3. সব সময় আপনি ইতিবাচক মানুষের সাথে সময় ব্যয় করছেন তো?

আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষের পেছনে  অধিকাংস সময় নষ্ট করে থাকি। আমাদের অভিজ্ঞতার ও বয়সের সাথে সাথে আমরা মানুষ চেনা শুরু করি। কিন্তু সেটা অনেক দেরী হয়ে যায়। কারন যে সময়টা চলে যায় এবং ঐ সময়ের যে সুযোগটা চলে যায় তা আর ফিরে আসে না। তাই চারপাশে আপনার কেমন মানুষ রয়েছে তা নিয়ে আপনি সচেতন তো??

ক্রয় করুন ‍SEMRUSh Tool যা আপনার ব্যাবসাকে আরো অগ্রগতি পূণ্যতা দান করে থাকে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। SEMRUSH.

4. লক্ষ্য নির্ধারণ করেছেন তো?

আমরা ভবিষৎ জীবনে কি হতে চায় । এবং আমাদের জীবন যাএার মান কেমন পারে এটা কি কখনো ভেবে দেখেছি । আমাদের লক্ষ্য পূরণে জন্য নির্দিষ্ট সময়  বের করে কাজ করছি তো ?তারচেয়ে জরুরী প্রশ্ন, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন তো?? লক্ষ্যহীন মানুষদেরই কিন্তু সময়ের প্রতি কোনো সচেতনতা থাকে না।

তাই জীবনে বেঁচে থাকার জন্য আমাদের সকলকে একটা লক্ষ্য নির্ধারন করতে হয়। উপরের প্রশ্নগুলোর উত্তর যদি নেতিবাচক হয় তাহলে আপনি সময় নষ্ট করায় পারদর্শী এই খেতাব হয়তো আপনার জন্য প্রযোজ্য। কিন্তু তা আপনার ভবিষ্যতকে অন্ধকারেই ঠেলে দিচ্ছে। হতাশায়, ব্যর্থতায় হয়তো একদিন এই সময়টাকেই খুঁজে বেড়াবেন !! কিন্তু আর ফিরে পাবেন না ।

যেহেতু আমরা সবাই ই সফল জীবন চাই কেউই ব্যর্থ হতে চাই না তাই না। আর সফল জীবন পেতে হলে আমাদেরকে বর্তমান সময়টাকে সফলভাবে ব্যবহার করার মধ্যেই বিদ্যমান। আসুন জেনে নেই কিভাবে সময়কে সঠিক ভাবে ব্যবহার করা যায়।

Leave a Comment