চাকুরীর পাশাপাশি আয়ের বড় মাধ্যম এ্যাফিলিয়েট মাকের্টিং।

এটা একটি সত্য ঘটনা

আলম সাহেব তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন । সে একটি এন জি ও তে চাকুরী করছে । তার মাসিকআয় ছিল ৮০০০ টাকা । এই টাকা দিয়ে তার মাস পার করতে হতো । কিন্তু মাসের মাঝামাঝি আসতেইতার হাত টানাটানি শুরু হয়ে যেত ।

এ অবস্থায় সে কি করবে ভেবে পেত না। প্রতি মাসে একি সমস্যা, সে মনে মনে অনেক কস্ট পেত।এমত অবস্থায় সে বাড়তি আয়ের মাধ্যম খুজতে লাগলো । কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছিল না । এমন সময় সে অনলাইনে কাজের সন্ধান পেল । অল্প পরিশ্রম করে কাজের পাশাপাশি ঘরে বসে আয় করা  যায় । এমন একটি মাধ্যম । তা হল এ্যাফিলিয়েট মাকের্র্টিং ।

কাজটি তেমন কঠিন কিছু নয় । অন্য কোম্পানির পন্য নিজের ওয়েব সাইটে এনে বিড্গাপন দিয়ে বিক্রি করে দিলে ।সেখান থেকে ঐ কোম্পানি একটি  নিদিষ্ট পরিমান  অর্থ প্রদান করে থাকে । সে কাজ টি খুবিই ভাল মত শিখে কাজ শুরু করে দিল । বেশ কয়েক সপ্তাহ যেতে না যেতে সে আয় করা শুরু করতে লাগলো। 

আরো জানুন: এফিলিয়েট মার্কেটিং কেন অন্যান্য অনলাইন বিজনেস থেকে সেরা?

এ্যাফিলিয়েট মার্কেটিং য়ে আয় করা একটু সময় সাপেক্ষ হলেও লাভ বান বেশি হওয়া যায় । কারন এখানেতেমন কোন অর্থ প্রদান করতে হয় না। শুধু নিজের একটা ওয়েব সাইট থাকলেই হবে । আর ওয়েব সাইটতৈরি করতে বেশি টাকার প্রয়োজন হয় না ।মাএ ৩০০০ টাকা ব্যায় করলেই হয়ে যায়।তারপর এখান থেকে আপনি বিভিন্ন  উপায়ে আয় করতে পারবেন ।

এখন আলম সাহেবের সংসার ভাল চলছে । সে তারপরিবার পরিজন নিয়ে সুখে আছে । চাকুরী ও করতে পারে পাশাপাশি সে ঘরে বসে আয় করতে পারে । সুতরাং এটা সত্য ঘরে বসে অল্প পরিশ্রম করে আয় করার মাধ্যম হলো এ্যাফিলিয়েট মার্কেটিং । 

আরো জানুন: এফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে আপনার ৩ টি টপিক জানা লাগবে

প্রতি মানুষ চাই চাকুরীর পাশাপাশি একটু বাড়তি আয় করতে।তাহলে পরিবারটা আর একটু ভাল ভাবেচলতে পারবে ।কারন চাকুরীতে যে বেতন পাওয়া যায়।তাতে ভাল ভাবে সংসার চালানো সম্ভব হয় না ।

এটা প্রতি টি কমর্জীবি মানুষের ক্ষে্েএ একি রকম।তাই কাজের পাশাপাশি অনলাইনে এই কাজটি করা যায় । তাছাড়া অনলাইনে আরো অনেক কাজ পাওয়া যা আপনি আপনার চাকুরীর পাশাপাশি করতে পারবেন ।

আরো জানুন: এফিলিয়েট মার্কেটিং শুরু করার ছোট গাইড লাইন ।

আরো পড়ুন: এফিলিয়েট মার্কেটিং করার সুবিধা ও অসুবিধা সমূহ গুলো কি?

 সুতরাং আপনার জীবনটা কে আরো আনন্দ ময় করে তুলতে চাইলে আপনি অনলাইনে এ্যাফিলিয়েট মাকের্টিং এর কাজ করতে পারেন । ফলে আপনার বারতি আয়ের পথ বের হবে । নিজে সুখি থাকবেন ।

আপনি সুখি থাকলে আপনার পরিবার সুখি থাকবে । ভাল থাকবেন ।চিন্তা করছেন কেন । আজিই নেমে পড়ুন । 

আস্থা রাখুন নিজের উপর, আপনি পারবেন । 

আপনার লক্ষ্যে পেীঁছাতে । 

Leave a Comment