ছাএ অবস্থায় অনেকে আয় করতে চায়, আবার অনেকে কোন টাকা ইনভেস্ট ছাড়ায় অনলাইন থেকে
আয় করতে চায় ।তাদের জন্য আমার এ লেখা আশা করি ভাল লাগবে। আপনি যদি মূলধন ছাড়াই ঘরে
বসে আয় করতে চান,তাহলে আপনার জন্য বাগডুম ডট কম চালু করেছে এফিলিয়েট প্রোগ্রাম যার
মাধ্যমে আপনি পাচ্ছেন সহজেই উপার্জন করার সুযোগ। আপনার নিয়মিত জব, ব্যাবসা বা পড়াশোনার
পাশাপাশি এক্সট্রা আয় করার এক দারুণ উপায় হলো বাগডুম ইকমার্স এফিলিয়েট প্রোগ্রাম। যে কেউ এই
প্রোগ্রামটিতে জয়েন করতে পারবেন খুব সহজেই | এবং আয় করতে পারবেন ও সহজে।
এফিলিয়েট প্রোগ্রাম অথবা মার্কেটিং কি?
সহজ ভাষায় অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) হল নিজের কোন ওয়েবসাইট, ফেসবুক
পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে অন্য কোন প্রতিষ্ঠানের পণ্য প্রচারের
মাধ্যমে বিক্রিত পণ্যের উপর প্রাপ্ত কমিশন আয় করা। অথবা কোন টাকা ইনভেস্ট ছাড়ায় অন্যের পণ্য
বিক্রি করে যে কমিশন পাওয়া যায় তাই হলো Affiliate Marketing.
বাগডুম এফিলিয়েট প্রোগ্রাম কী?
বাগডুম এফিলিয়েট প্রোগ্রাম হলো আপনার নিজেস্ব কোন ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ
অথবা প্রোফাইল, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে রেফারেল লিংক সংযুক্ত বাগডুম ডট কমের পণ্য
প্রচার এর মাধ্যমে বিক্রিত পণ্যের উপর আয়কৃত প্রাপ্ত কমিশন |আশা করি বুঝতে পারছেন । আমি খুবি
সহজ ভাশায় বোঝানোর চেস্টা করছি।
কীভাবে এফিলিয়েট প্রোগ্রাম থেকে আয় করা শুরু করবেন?
বাগডুম এফিলিয়েট প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রথমে আপনাকে একজন এফিলিয়েট পার্টনার হিসেবে
রেজিস্ট্রেশন করতে হবে। বিনামূল্যেই রেজিস্ট্রেশন করতে পারবেন।এরপর এডমিন প্যানেল থেকে
আপনার পছন্দের অফারের ব্যানার অথবা অফারের লিঙ্ক (এফিলিয়েট লিংক) গুলোর মাধ্যমে আগামী ৭
দিনের মধ্যে (এফিলিয়েট লিংক একটিভ হওয়ার পরবর্তী ৭ দিন )কোন অর্ডার আসলেই আপনি পাবেন
বিক্রিত পন্যের উপর নির্দিষ্ট কমিশন!
খুব সহজেই আপনি এফিলিয়েট প্রোগ্রাম শুরু করতে পারবেন | তো চলুন জেনে নেই বিস্তারিত |
১ম ধাপ রেজিস্ট্রেশন
এফিলিয়েট পার্টনার হিসেবে রেজিস্ট্রেশন করতে এফিলিয়েট রেজিস্ট্রেশন লিংক টি খুযে বের করতে হবে
(এফিলিয়েট রেজিস্ট্রেশন লিংক = https://www.bagdoom.com/affiliates/account
/register/এফিলিয়েট লিংক টা পেতে লক্ষ্য করুন ওয়েবসাইট এর এই নিচের বাম অংশে ওখানে ক্লিক
করুন
2য় ধাপ : রেজিস্ট্রেশন ফরম টা সঠিক ভাবে পূরণ করুন এবং পরবর্তী ধাপগুলো লক্ষ্য করুন |

৩য় ধাপ : এখন আপনাকে দেওয়া এই ম্যাসেজ টা পাবেন |

বাগডুম অথরিটি আপনার একাউন্ট ইনফরমেশন গুলো সঠিক ভাবে যাচাই করার পর আপনারকে তারা

কাজ করার অনুমতি দেবে।
আমার কোন ওয়েবসাইট নেই। আমি কি বাগডুম এফিলিয়েট প্রোগ্রামে যোগ দিতে পারব?
অবশ্যই পারবেন। বাগডুম এফিলিয়েট প্রোগ্রামে যোগ দিতে হলে ওয়েবসাইট ও ব্লগ থাকার বাধ্যবাধকতা
নেই।আপনার ফেইসবুক পেইজ, গুরুপ বা ইন্সটাগ্রাম ও অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে
এফিলিয়েট লিংক শেয়ার করেও আপনি আয় করতে পারবেন।
বাগডুম এফিলিয়েট প্রোগ্রামে কি কি পণ্য আছে ?
বাগডুম এফিলিয়েট প্রোগ্রামে আপনি অনেক ক্যাটাগরির পণ্য পাবেন ।এগুলো হলো:
ছেলে ও মেয়েদের ফ্যাশন সামগ্রী
ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী
টিভি, ফ্রিজ, এসি এবং অন্যান্য পণ্য
ঘরের সামগ্রী
হাতঘড়ি
ব্যক্তিগত পরিচর্যা ও সুগন্ধী সামগ্রী
খেলাধুলা ও ফিটনেস সামগ্রী
মোটরসাইকেল (ফিক্সড)
দৈনন্দিন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী
আরো বিস্তারিত জানতে ভিসিট করুন এই লিংক এ বাগডুম এফিলিয়েট bagdoom.com
ভাল থাকবেন