কেমন আছেন বন্ধুরা ভাল নিশ্চয়ই।আজ আমি আলোচনা করবো অনলাইনে ও অফলাইনে যে কাজটি
করে অনেক টাকা আয় করা যায়।সে কাজ নিয়ে তা হলো গ্রাপিক্স ডিজাইন।এ কাজটি করে মাসে আপনি
অনেক টাকা আয় করতে পারেন যদি আপনি কাজটি ভাল মতো শিখে তারপর করেন।
কারন বর্তমানে গ্রাপিক্স ডিজাইনারদদের চাহিদা অনেক বেশি। গ্রাপিক্স ডিজাইন অনলাইন ও অফলাইন
সকল যায়গায় ব্যবহার করা হয়। কোন একটি কোম্পানির বেনার, পোস্টার, বিজনেস কার্ড, তা ছাড়াও
আরও অনেক কাজে ডিজাইনারদের হায়ার করা নেওয়া হয়, ভিডিও,সিনেমা অ্যানিমেশন তৈরিতেও
বর্তমানে ডিজাইনারদের কাজে লাগে, ডিজিটাল প্রডাক্ট এর সবার প্রথম ধাপে কাজ করে থাকেন গ্রাপিক্স
ডিজাইনাররা।
গ্রাপিক্স ডিজাইন শিখতে হলে আপনাকে কি কি বিষয় সর্ম্পকে জানতে হবে:
গ্রাপিক্স ডিজাইন শিখতে হলে আপনাকে যে সফটওয়্যার সম্পর্কে ভালভাবে জানতে হবে।তাহলো:
1 Adobe photoshop
2 Adobe Illustrator
3 Adobe In Design
এই সফটওয়্যার সম্পর্কে ভালভাবে এর ব্যবহার গুলো জানলে আপনি একজন গ্রাপিক্স ডিজাইনার হতে
পারবেন।কারন গ্রাপিক্স ডিজাইনার হতে হলে আপনাকে সব সময় ক্রিয়েটিভ কিছু জানা খুবিই দরকার
এবং ক্রিয়েটিভ কিছু করতে হবে সবসময়।এবং আপনার মাথায় সব সময় নতুন নতুন আইডিয়া আসতে
হবে।
কেন আসবেন এ পেশায় :
1.আপনার যদি ছবি আঁকা পছন্দ করেন তবে এ পেশায় আসতে পারেন কারন অনলাইনে ছবি আঁকার
জন্য গ্রাপিক্স ডিজাইন জানতে হয়।
2.আপনি যদি ফটো এডিট করতে পছন্দ করে থাকেন তাহলে আপুন এই শাখায় কাজ করতে পারেন
অনলাইনে প্রচুর পরিমানে ফটো এডিট এর কাজ পাওয়া যায়।
3.আপনি যদি একজন ভাল ডিজাইনার হতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না। আপনি
অনলাইনে আয় করতে পারেন আবার লোকাল ভাবে কাজ করলেও 25 থেকে 35 হাজার টাকা বেতনে
কাজ করতে পারবেন।
4.অনলাইনে কাজ করার সময় দেখবেন কোন মাধ্যমটির চাহিদা অনেক বেশি আমার দৃস্টিতে
অনলাইনে ফ্রিলেন্স্যার হিসেবে গ্রাপিক্স ডিজাইনারদের চাহিদাও অনেক বেশি ।আপনি এখানে কাজ করে
ভালো টাকা আয় করতে পারবেন।
5.আপনার তৈরি করা ডিজাইন দিয়ে আপনার নিজের ওয়েব সাইটে বিক্রি করে অনেক টাকা আয়
করতে পারেন।
6.ভাল করে ডিজাইন শিখে ভালো কোন প্রতিস্ঠানে চাকরি করতে পারেন।
7. আপনি একজন ডিজাইনার হিসেবে টিচিং দিতে পারেন।
8. রিসেলর মার্কেটপ্লেসে আপনার প্রডাক্ট সেল করতে পারেন।
9.গ্রাপিক্স ডিজাইন সম্পর্কে বিভিন্ন ব্লগিং লেখা দিতে পারেন।
10. আপনি একজন ভাল ডিজাইনার হলে ইউটিউবে এসে মানুষকে শেখাতে পারেন।
অনলাইনে গ্রাপিক্স ডিজাইন কাজ শিখে টাকা আয় করতে চাইলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং
সেই সাথে দরকার ধৈর্য । ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে। কাজ শেষ বলে বসে থাকবেন না ।অনলাইনে
গ্রাপিক্স ডিজাইনের অনেক পাওয়া যায়।প্রথমে আপনাকে কাজ পেতে একটু কস্ট হতে পারে। ধৈর্য ধরে
থাকলে দেখবেন সফলতা হবেই। গ্রাপিক্স ডিজাইন এ কাজ করতে হলে আপনাকে ডিজানে উপর ভাল দক্ষ
হতে হবে। এই সেক্টরে কাজ করতে আপনার কোন ডিগ্রির প্রয়োজন নাই।লোকাল মার্কেটে একজন
গ্রাপিক্স ডিজাইনারের চাহিদা অনেক আপনি এখানে কাজ করে মাসে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা
আয় করতে পারেন।এ জন্য আমার দৃস্টিতে গ্রাপিক্স ডিজাইন একটি ভালো কাজ বেশি টাকা আয় করার
জন্য। আজ এ পযর্ন্ত ভাল লাগলে আপনার বন্ধুদের কে শেয়ার করতে ভূলবেন না।
ভাল থাকবেন।।