গুগল এ্যাডসেন্স Auto Ads বিজ্ঞাপন কোথায় শো করবে?

গুগল এ্যাডসেন্স Auto Ads ফিচার্স এর মধ্যে বর্তমানে ৬ ধরনের বিজ্ঞাপন রয়েছে। এই সবগুলো বিজ্ঞাপন Responsive এবং এগুলো

আপনার ব্লগের বিভিন্ন জায়গাতে শো করবে। নিম্নে আমরা সবগুলো বিজ্ঞাপনের ক্যাটারি অনুসারের কোথায় কোথায় শো করবে সে বিষয়ে

আলোচনা করব।

.

.

Text & display ads:

এ ক্যাটাগরির বিজ্ঞাপনটি সাধারনত ব্লগ/ওয়েবসাইটের পোস্টের কনটেন্ট এর ভীতরে শো করবে। পোস্টের Width এর সাথে মিল রেখে

কম্পিউটার ও মোবাইলে সবচাইতে উপযুক্ত সাইজের বিজ্ঞাপন প্রদর্শন করে। আপনার ব্লগ পোস্টের Width 728 Pixel হলে ভালোমানের

বিজ্ঞাপন শো করবে এবং বিজ্ঞাপন মূল্য বেশী হবে।

.

In-feed ads:

সাধারনত এ ধরনের বিজ্ঞাপন ব্লগের হোম পেজে ব্লগের Thumbnail ইমেজ এর ন্যায় কনটেন্ট সহ শো করবে। এই বিজ্ঞাপনগুলো দেখতে

অনেকটা পোস্টের মত মনে হয়।

.

In-article ads:

এটিও দেখতে অনেকটা In-feed ads এর মত হয়। তবে In-article ads ‍শুধুমাত্র ব্লগ পোস্টের কনটেন্ট এর ভীতরে শো করে।

.

Matched Content:

এই বিজ্ঞাপনগুলো দেখতে Related Post এর মত হয়। সাধারণত একটি ব্লগের পোস্টের নিচের অংশে যেখানে Related Post ব্যবহার

করা হয়ে থাকে ঠিক সেখানেই Related Post এর মত ৫/৬ টি বিজ্ঞাপন এক সাথে শো করে।

.

Anchor ads:

এ ধরনের বিজ্ঞাপন ব্লগ পোস্টের ভীতরের বিভিন্ন জায়গাতে লিংক আকারে শো হয়।

.

Vignette ads:

এই ধরনের বিজ্ঞাপন শুধুমাত্র মোবাইল ফোনে প্রদর্শন হয়। সাধারণত মোবাইলে Popup এ এই বিজ্ঞাপন শো হয়।

.

কিভাবে Google Adsense Auto Ads Enable করবেন?

.

  • প্রথমে আপনার এ্যাডসেন্স একাউন্টে লগইন করুন।
  • তারপর Ads > Auto Ads এ ক্লিক করুন।
  • উপরের চিত্রের ন্যায় Auto Ads হতে ডান পাশের পেনসিল আইকনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
  • চিত্রের সবগুলো অপশন Enable করার পর ‍Save এ ক্লিক করলে Auto Ads চালু হয়ে যাবে। আপনার ব্লগে Auto Ads শো করতে ২০/৩০ মিনিট সময় নিবে।
  • উপরের চিত্রের আইকনটিতে ক্লিক করে Auto Ads এর যাবতীয় বিজ্ঞাপনের তথ্য জানতে পারবেন। অর্থাৎ কি পরিমান Auto Ads শো ও ক্লিক হচ্ছে এবং Auto Ads থেকে কি পরিমান আয় হচ্ছে ইত্যাদি বিষয়ে জানতে পারবেন।

.

.

এ্যাডসেন্স Auto Ads ব্যবহারের ক্ষেত্রে করণীয় কি?

.

আপনার ব্লগে সাধারন পদ্ধতিতে এ্যাডসেন্স এর কোড ব্যবহার করে খুব বেশী জায়গাতে বিজ্ঞাপন শো করাতে থাকলে এ্যাডসেন্স

Auto Ads ফিচার্স ব্যবহার করে লাভবান হতে পারবেন না। Auto Ads বিজ্ঞাপন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার পূর্বের ব্যবহৃত

In-fee Ads ও In-article Ads এর কোডগুলো সরিয়ে নিবেন। কারণ Auto Ads এর ভীতরে এই ফিচার্সগুলো রয়েছে। কাজেই

Auto Ads ব্যবহারের পূর্বে অবশ্যই এই দুই ফরমেটের বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে।

.

তাছাড়া বিজ্ঞাপন হতে বেশী মূল্য পাওয়ার জন্য সাইডবারে একটি ৩০০ x ২৫০ সাইজের Responsive এ্যাড ও একটি ৩০০ x ৬০০

সাইজের এবং হেডারে একটি ৭২৮ x ৯০ সাইজের এ্যাড ব্যবহার করতে পারেন। এ ছাড়া অন্যান্যগুলি Auto Ads এর উপর ছেড়ে

দিলে বিজ্ঞাপন হতে ভালো মূল্য পেতে পারেন।

.

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য।

তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার

মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment