আশা করি ভাল আছেন। আজ আমি আলোচনা করবো গুগল এডসেন্স ব্যান হবে না যে বিষয়গুলো জানা
থাকলে। আপনারা যারা গুগল এডসেন্স থেকে আয় করতে চান। তাদের জন্য খুব জরুরী বিষয়। আমরা
এখন অধিকাংশ মানুষ অনলাইন থেকে আয় করার চেষ্টা করে থাকি।কিন্তু না বুঝে অনেকে কাজ শুরু
করে দেয়।তখনি নানা বিধ সমস্যা সামনে এসে পড়ে। আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স থেকে আয়
করা হয়ে থাকে। সেকারনে আমরা কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে কিছু এ্যাড বসিয়ে
টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল
পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
গুগল আসলে কি চায়:
গুগল মূলত কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি – ছবি, গান, ভিডিও –
এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না
আপনার ওয়েবসাইটে উচ্চমানের কনটেন্ট থাকে।
তাহলে জানা যাক কি কি কারনে গুগল এডসেন্স ব্যান হতে পারে :-
১। ছবির সাথেই গুগলের এড কখনই বসাবেন না। এতে ভিসিটর বিভ্রান্তিতে পরে আর এটা গুগল কখনো সাপোর্ট করে না।
২। High Paying Keyword টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।এটা বড় সমস্যা হতে পারে।
৩। টিউনে অতি মাত্রায় H2 Tag এর ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
৪। অতিরিক্ত কিওয়ার্ড ও একই কিওয়ার্ড বার বার ব্যবহার এবং বিষয় ব্যতীত ভিন্ন কিওয়ার্ড ব্যবহার এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী।
৫।এ্যাডের কোড পরিবর্তন করার চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
আরো জানুন: Google Ad Sense খুলবেন কিভাবে তার সহজ ও সুন্দর পথ
৬। সাইটের উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় Widgets ব্যবহার করা উচিৎ হবে না।
৭। অন্য কাউকে এডসেন্স এর Impressions, CTR এবং CPM ইত্যাদি বলা থেকে বিরত থাকুন।এবং একি সাথে ইমেইলের মাধ্যমে এড কোড পাঠাবেন না।
৮। ভিসিটরকে বিভিন্ন লেখার (Click here, Click this) মাধ্যমে এড এ ক্লিক করতে অনুপ্রাণিত করবেন না। বিষয়টি খারাপ দেখায়।
৯। ভুলেও কিন্তু এডসেন্স এবং ক্লিকসর একসাথে ব্যবহার করবেন না, কারন ক্লিকসর কনটেক্সচুয়াল এড, যেটা এডসেন্স এর টার্মস বিরোধী।
১০। এডসেন্স সচল থাকা সত্ত্বেও আরেকটি একাউন্ট খোলার চেষ্টা করবেন না।যা বিদ্যমান একাউন্ট ব্যান হওয়ার কারন হতে পারে।
আরো জানুন: গুগল এডসেন্স এবং এটি কীভাবে কাজ করে ?
১১.আপনাকে নিজে কনটেন্ট লিখতে হবে। অন্যের কন্টেন্ট কপি পেষ্ট করা থেকে নিজেকে বিরত থাকুন। লেখার সময় খেয়াল রাখবেন বানান যেন ভূল না হয়।
১২. অহেতুক keyword ব্যবহার করবেন না
১৩.শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড় জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু’টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
১৪. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
১৫. শুধুমাত্র টাকা আয় করার উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
পড়ুন : ওয়েব সাইটে এডসেন্স অনুমতি পাওয়ার জন্য যা যা প্রয়োজন।
১৬. আপনার লেখা পড়তে অসুবিধা হয় এমন কন্টেন্ট লিখবেন না। উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করা থেকে বিরত থাকুন।
১৭. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন – পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
১৮. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
১৯. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
২০. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি – যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
আরো জানুন: গুগল থেকে আয় করার সেরা ৩টি উপায়।
২১. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
২২. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
২৩. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।
২৪। গুগল সাপোর্ট করে না এমন সব ভাষায় লেখা সাইটে এড বসানো থেকে বিরত থাকুন। যার জন্য এডসেন্স ব্যান হয়ে যেতে পারে। গুগল সাপোর্ট করে শুধু মাত্র “Chinese (simplified), Japanese, Danish, Korean, Dutch, Norwegian, English, Polish, Finnish, Portuguese, French, Russian, German, Spanish, Hungarian, Swedish, Italian and Turkish”
আরো জানুন : গুগল এডসেন্স এর বিকল্প ওয়েবসাইট সর্ম্পকে আলোচনা।
আশা করি এখন বুঝতে পারছেন। আপনারা যারা কাজ করবেন। তারা বিষয়গুলো জেনে তারপর কাজ
করবেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।