গুগল এডসেন্স এর বিকল্প ওয়েবসাইট সর্ম্পকে আলোচনা।৫টি সেরা বিজ্ঞাপন ওয়েবসাইট।

আমরা যারা ওয়েবসাইটে লেখালিখি করে থাকি। আমরা সবাই আশায় থাকি গুগল এডসেন্স এর

অনুমোদনের আমাদের সাইটের আয় বাড়নোর জন্য , কারন অনেকেই শুধু একমাত্র গুগল এডসেন্স এর

আশায় ব্লগিং শুরু করে থাকেন ।যদি কোনভাবে গুগল অ্যাডসেন্স এর অনুমতি না পান তাহলে কি

আপনার ওয়েবসাইট নিয়ে বসে থাকবেন অবশ্যই না গুগল এডসেন্স এর বিকল্প আরো অনেক ধরনের

এড নেটওয়ার্ক রয়েছে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করার জন্য তবে অন্যান্য

ওয়েবসাইটের তুলনায় গুগল এডসেন্স ব্লগারদেরকে একটু বেশি পেমেন্ট দিয়ে থাকে যার কারনে সবাই

গুগোল অ্যাডসেন্সে এডভেটাইজ অ্যাডভার্টাইজমেন্ট করতে বেশি টাকা প্রভাট করতে হয় যেহেতু গুগলের

কাছে প্রচুর পাবলিশার এবং অ্যাডভারটাইজার রয়েছে তাই এদের ডিমান্ড বেশি যার কারণে গুগল

অ্যাডসেন্স পাবলিশাররা বেশি পরিমাণে পেমেন্ট পেয়ে থাকে।

আরো জানুন: গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য কি কি করতে হয় এবং কিভাবে গুগল এডসেন্স পেতে পারেন ।

বিজ্ঞাপনের দেখিয়ে আয় করার জনপ্রিয় ও সেরা মাধ্যম হলো গুগল এডসেন্স । কিন্তু আপনি যদি

আপনার ওয়েব সাইটে  এডসেন্স এর অনুমতি না পান তাহলে বসে থাকার কোনো কারণ নাই গুগল

এডসেন্স ছাড়াও বেশ অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজমেন্ট

করে আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন।

গুগল এডসেন্স এর বিকল্প ওয়েবসাইট সর্ম্পকে আলোচনা করা হলো আশা করি আপনাদের ভাল লাগবে।

1. Propeller ads:

Propeller ads একটি জনপ্রিয় ওয়েবসাইট  এটিকে আপনি গুগল এডসেন্স এর বিকল্প ওয়েবসাইট

হিসেবে ব্যবহার করতে পারেন। এই  ওয়েবসাইট আপনার ব্লগ সাইটে যুক্ত করার জন্য কোন ধরনের

সমস্যা হয় না। আপনার একটি ওয়েবসাইট থাকলেই আপনি এই ওয়েব সাইটে যুক্ত করতে পারবেন এবং

আপনার ওয়েবসাইটে এড নেটওয়ার্ক গুলো ব্যবহার করতে পারবেন।যদি আপনার গুগল এডসেন্স অথবা

media.net এই ধরনের জনপ্রিয় ওয়েবসাইট গুলোর না পান তাহলে আপনি এই এড নেটওয়ার্ক

ব্যবহার করতে পারেন।এটাও একটি ভাল আয়ের সাইট এবং বিশ্বস্ত।

পেমেন্ট পদ্ধতি:

এখানে মিনিমাম পেমেন্ট হলো 5 ডলার হলে পেপাল বা এ স্ক্রিল নেটেলার  এর মাধ্যমে পেমেন্ট নিতে

পারবেন। তাছাড়া  20 ডলার হলে আপনি পায়নি আর এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 50 ডলার

হলে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারেন।

2.media.net:

দুই নাম্বারে হচ্ছে media.net এই ওয়েবসাইটটি গুগল এডসেন্স এর মত একটি জনপ্রিয় ওয়েবসাইট। এই

ওয়েবসাইটের মাধ্যমে  আপনি ভাল কাজ করতে পারলে গুগল এডসেন্স মতোই টাকা ইনকাম করতে

পারবেন। যেহেতু এই ওয়েবসাইটটি একটি জনপ্রিয় ওয়েবসাইট এবং প্রচুর পরিমাণে এ্যাডস  থাকে তাই

এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটির অনুমতি পাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে।সেগুলো

অবশ্যই  মেনে চরতে হবে। এ সাইটে যুক্ত হতে হলে  আপনার ওয়েব সাইটের কনটেন্ট গুলো ইংলিশ হতে

হবে ইংলিশ ব্যতীত অন্য কোন ধরনের কনটেন্ট এর অনুমতি দেয় না।আপনার ওয়েবসাইটের ভিজিটর

গুলো ইউ এস কানাডা থেকে হতে হবে তাহলে আপনার ওয়েবসাইটটি তারা এপ্রুভ করে দিবে।

পেমেন্ট পদ্ধতি:

এখান থেকে পেমেন্ট আপনার 100 হলে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার এবং পেপাল একাউন্ট এর মাধ্যমে

পেমেন্ট রিসিভ করতে পারবেন।

3.  infolinks.com

গুগল এডসেন্স এর বিকল্প আর একটি জনপ্রিয় ওয়েবসাইট হলো infolinks. এটি একটি  ইন্টার্নেশনাল

এ্যাডভারটাইজমেন্ট নেটওয়ার্ক ওয়েবসাইটে । এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে

মনিটাইজেশন করার জন্য এই ওয়েবসাইটের পাবলিশার প্যানেলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে

হবে এবং এই ওয়েবসাইটের পাবলিশার হিসেবে রেজিস্ট্রেশন করার পরে আপনার ইনফো লিংক এর

ভেতর থেকে ভিডিও এবং এর ক্রিয়েট করতে পারবেন এবং এই ওয়েবসাইটগুলি আপনার ওয়েবসাইটে

বসিয়ে দিলে গুগোল অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইট চালু হয়ে যাবে এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে

পাবলিশার এবং এডভেটাইজ রয়েছে।

পেমেন্ট পদ্ধতি:

এই ওয়েবসাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে মিনিমাম 50 ডলার এর প্রয়োজন হবে এই

ওয়েবসাইট থেকে আপনি পেপাল এবং ব্যাংক ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

তাছাড়া আপনি আপনার সাইটে যদি ভাল ভিজিটর আনতে পারেন তাহলে অবশ্যই  আপনি এখান থেকে

মাসে 100 ডলারের মত ইনকাম করতে পারবেন।

4.YLLIX.COM

YLLIX.COM সাইট আর একটি জনপ্রিয় এড নেটওয়ার্ক সাইট এখানে প্রচুর পরিমাণে ভিজিটর এবং

পাবলিশার রয়েছে ।আপনার যদি ছোট একটি ব্লগ থাকে তাহলে আপনি এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে

আপনার ওয়েবসাইটে মনিটাইজেশন করতে পারেন এবং ভালো টাকা আয় করতে পারবেন বলে আশা

রাখি।

পেমেন্ট পদ্ধতি:

 এই ওয়েবসাইটটিতে পেমেন্ট নেওয়ার জন্য আপনি পেপাল একাউন্ট ব্যবহার করতে পারেন। এখান

থেকে পেমেন্ট নেওয়ার জন্য এক ডলার হলেই আপনাকে এরা পেমেন্ট দিয়ে দিবে ।

5. Green-red :

Green-red  একটি বাংলাদেশি এড নেটওয়ার্ক । আমরা যারা বাংলায় ব্লগিং করছি তাদের জন্য

এখানে অ্যাড নেটওয়ার্কের খুবই ভালো যদি আপনার ও আপনার বাংলা ওয়েবসাইটে গুগল এডসেন্স বা

অন্যন্য অ্যাড নেটওয়ার্কের সাথে যুক্ত করতে না পারেন। তাহলে আপনি এখানে আপনার ওয়েব সাইট

যুক্ত করতে পারেন।এখানে আপনি ভালো টাকা আয় করতে পারবেন।

পেমেন্ট পদ্ধতি:

এই ওয়েবসাইটে আপনার ব্লগে যুক্ত করার জন্য 10 থেকে 20 টা পোস্ট করলেই হয়ে যাবে। তারা

আপনার ওয়েবসাইটে এপ্রুভ করে দিবে এই ওয়েবসাইটটিতে পেমেন্ট নেওয়ার জন্য আপনার তেমন কোন

ঝামেলা পোহাতে হবে না ।আপনার বিকাশ একাউন্ট অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি পেমেন্ট

গুলো নিতে পারবেন এখানে 1000 টাকা হলে আপনার পেমেন্ট নিয়ে নিতে পারবেন।

আপনার ওয়েবসাইট থেকে আয় করতে চাইলে আপনাকে অবশ্যই ভাল ভিজিটর এর প্রয়োজন হবে যদি

তা পেয়ে যান তাহলে আপনি খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন ।তাহলে বন্ধুরা আর চিন্তা নাইতো

। ভাল কাজ করুন আর ভাল আয় করুন।

ভাল থাকবেন।।

Leave a Comment