আমার মনে হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইতিমধ্যেই আপনার কাছে মোটামুটি সহজ হয়ে উঠেছে।
কারণ, আপনি এখন জানেন এই সোনার হরিণটিকে কিভাবে ধরতে হয়। সঠিক উপায় অবলম্বন করে
ঘরে বসে আবেদন করলেই মিলে যাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, খুলে যাবে আয়ের একটি অসাধারণ
রাস্তা। এরপর শুধু আর্টিকেল লিখে যান আর হালকা পাতলা এসইও করুন। দেখবেন আপনার আয় ও
বৃদ্ধি পেতে থাকবে। গুগল এডসেন্স এপ্রুভ করার ১০০℅ প্রয়োজনীয় সকল নিদের্শনা গুলোর কথা
বলবো। আশা করি আপনি সেই মোতাবেক কাজ করবেন।।
গুগল এডসেন্স এর প্রয়োজনীয় সকল নিদের্শনা গুলো হলো:
১. সার্চ ইঞ্জিনে ঠিকমতো আপনার ওয়েবসাইট সাবমিট করতে হবে ।
২.অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হলে আপনার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
৩.আবেদন করার আগে গুগলের অ্যাডসেন্স গাইডটি পড়ে নিন।
৪. ওয়েব মাস্টার টুল এবং অ্যানালিটিক্সে মনোযোগ দিন।
৫. কিছু বাড়তি পরামর্শ মেনে চলুন
৬. অন্যান্য অ্যাড পাবলিশিং বন্ধ করুন
৭.অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার আপনাকে টু-স্টেপ ভেরিফিকেশনের মুখোমুখি হতে হবে। প্রথম স্টেপের পর, আপনাকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হবে। এর জন্য, আপনার অ্যাকাউন্ট লগইন করে অ্যাড কোড জেনারেট করে আপনার সাইট বা ব্লগে পেস্ট করতে। সাইটে কোড দেয়ার পর সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন শুরু হবে।
৮.আপনি যখন সম্পূর্ণ অনুমোদন পাবেন তখন অ্যাডসেন্সের পলিসি মেনটেন করে আপনি যে কোন সাইটে অ্যাড প্রদর্শন করতে পারবেন। এমনকি যত খুশি তত সাইটেই অ্যাড বসাতে পারবেন।
আশা করি, এখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছেন।
গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া আসলেই খুব সহজ, শুধু আপনাকে উপরোক্ত গাইড লাইনগুলো
পুরোপুরি ফলো করতে হবে। অ্যাডসেন্সের অ্যাডসহ আপনার সাইট বা ব্লগটি দেখার জন্য আমরা
অপেক্ষায় থাকবো। আশা করি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার পর আমাকে জানাবেন, আপনার
অভিজ্ঞতা শেয়ার করবেন।
ভালো থাকবেন।।
আরো জানুন:-
- স্বপ্ন হোক পূরণ , অনলাইনে আগমন।(Let the dream come true, come online.)
- আজ নিজেকে অনেক হালকা মনে হচেছ।(Feeling a lot lighter today.)
- বাংলায় ভাষায় মাত্র ৬ থেকে ৭ দিনের মধ্যে এ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করুন
- নিজেকে আর কত অন্যের হাতে বিক্রি করবেন(How much more will you sell yourself to others)
- কাজ করুন রুটিন মাফিক
- বাংলা ভাষায় কন্টেন্ট তৈরী করে আয় করুন ২০ হাজার বা তারও বেশি টাকা ।
- মাএ ৪ ঘন্টা কাজ করে বাকি ২০ ঘন্টা আরাম আয়সে কাটান।
- এফিলিয়েট মার্কেটিং কি ?কিভাবে শুরু করবেন ? তার সম্পর্কে জানুন।
- আপনার জন্য এফিলিয়েট মার্কেটিং সাফল্য বয়ে আনবে ।
- Facebook কে অযথা সময় ব্যায় না করে আয় করুন ।
- নিজের উপর আস্থা তৈরি করে এফিলিয়েট মার্কেটিং।
- ওয়েব সাইট খুলুন আর আয় করুন