ক্যাপচা এন্ট্রি কাজের জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে কিন্তু সব ওয়েবসাইটই বিশ্বস্ত নয়। কারণ, এদের
মাঝে এমন কিছু ওয়েবসাইট রয়েছেযেগুলো ঠিক মতো পেমেন্ট করে না।আবার, এমনও কিছু ওয়েবসাইট
রয়েছে যেগুলো হুট করে আসে, মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয়, তারপর হঠাৎ করে নাই হয়ে যায়।
এখন পর্যন্ত যে ওয়েবসাইটগুলো কাজের সুবিধা এবং ঠিক মতো পেমেন্ট দেয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান
ধরে রেকে পৃথিবী জুড়ে মানুষের বিশ্বস্ততা অর্জণ করতে পেরেছে, সেগুলোর মধ্যে সেরা ওয়েবসাইটগুলোর
তালিকা এবং সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল।
আরো জানুন: ক্যাপচা এন্ট্রি কি? এবং ক্যাপচা এন্ট্রি কিভাবে এটি কাজ করে ?
MegaTypers captcha entry Site:
MegaTypers হলো ক্যাপচা এন্ট্রির কাজের সেই সব বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে একটি যারা
আপনাকে প্রতি এক হাজার ক্যাপচা এন্ট্রির জন্য বাংলাদেশী টাকায় ৩৫ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত দিয়ে
থাকে।
আরো জানুন:
এই ওয়েবসাইটটিতে যারা কাজ করেন তাদের বেশির ভাগ মানুষই প্রতি মাসে ২০০০০ এর বেশি
টাকা ইনকাম করে থাকেন। আর সবচেয়ে বড় সুবিধার দিকটি হলো পেপাল, ওয়েবমানি, পেইজা,
ওয়েস্টার্ন ইউনিয়নসহ আরো বেশ কিছু পেমেন্ট পদ্ধতি সমর্থন করার কারনে এখান থেকে পেমেন্ট সংগ্রহ
করা অনেক বেশি সহজতর। MegaTypers এ সাইপ আপ করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
MegaTypers এ অ্যাকাউন্ট খুলুন
ProTypers captcha entry Site:
ProTypers কে ক্যাপচা এন্ট্রি স্পেশালিস্টদের আতুর ঘর বলা হয়ে থাকে। এটি এমন একটি ওয়েবসাইট
যেখান থেকে একজন অভিজ্ঞ ক্যাপচা টাইপিস্ট প্রতি মাসে ২০০০০ এরও বেশি টাকা ইনকাম করতে
পারেন। পৃথিবীর যেকোন দেশ থেকে ProTypers এ একাউন্ট করা সম্ভব। ProTypers সাধারণত
ডেবিট কার্ড, ব্যাংক চেক, পেপাল, ওয়েবমানি, পারফেক্ট মানি, পেইজা এবং ওয়েষ্টার্ন ইউনিয়নের
মাধ্যমে পেমেন্ট করে থাকে। নিচের লিংকে ক্লিক করে ProTypers এ সাইপ আপ করুন।
ProTypers এ অ্যাকাউন্ট খুলুন
Kolotibablo captcha entry Site:
Kolotibablo.com বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেটে ক্যাপচা এন্ট্রির কাজ দেওয়াসহ
নিয়মিত পেমেন্ট প্রদানের জন্য জনপ্রিয় । প্রতি এক হাজার ক্যাপচা এন্ট্রির জন্য Kolotibablo
বাংলাদেশী টাকায় ৮০ টাকা থেকে শুরু করে আরো বেশি পেমেন্ট ওয়েবমানি, পেপাল, পেইজা,
ইন্টারনাল ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে দিয়ে থাকে। অধিক পারিশ্রমিক প্রদানের জন্য Kolotibablo
আরো জানুন:
তাদের ওয়েবসাইটে যারা নিয়মতি কাজ করে থাকেন তাদের রেটিং দিয়ে থাকে। কাজে আপনি যত বেশি
নিয়মিত এবং ভালো হবেন তত বেশি এই ওয়েবসাইটে আপনার আয়ের সম্ভাবনা বেড়ে যাবে। প্রথম
সময়ে ব্যাপারটি আপনার জন্য একটু কঠিন মনে হলেও সময়ের সাথে সাথে এটি আপনার জন্য সহজ হয়ে
যাবে এবং আপনি এখানে নিজেকে এই ওয়েবসাইটের জন্য একজন গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে গড়ে তুলতে
পারবেন। Kolotibablo এ যোগ দেয়ার জন্য ব্লু লিংকটিতে ক্লিক করুন।
Kolotibablo এ অ্যাকাউন্ট খুলুন
FastTypers captcha entry Site:
FastTypers ক্যাপচা এন্ট্রির কাজ করতে আগ্রহী এমন মানুষদের উৎসাহ প্রদান করে থাকে এবং তারা
প্রতি এক হাজার ক্যাপচা এন্টির কাজের জন্য বাংলাদেশী টাকায় ১২৫ টাকার মত পেমেন্ট দিয়ে থাকে।
রাতের বেলায় বিশেষ করে রাত ১২টা থেকে ৫টা পর্যন্ত যারা কাজ করতে চান তাদেরকে আরো বেশি
পরিমাণে অর্থ সম্মানী হিসেবে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও তাদের নিজস্ব ব্লগে প্রতিনিয়ত তারা
আরো জানুন:
ক্যাপচা বিষয়ক বিভিন্ন তথ্য ও মতামত দিয়ে কর্মীদের অবগত করার চেষ্টা করে। সম্প্রতি ইন্টারনেটে
FastTypers এর ভালো মানের অ্যাকাউন্টগুলি বিক্রয় হওয়া শুরু হলে তারা সতর্ক করে দিয়ে বলে যে
আপনারা কেউ আমাদের ওয়েবসাইটের কোন ধরনের অ্যাকাউন্ট ক্রয় করবেন না, যদি করেন তাহলে
খুব দ্রুতই আপনি বুঝতে পারবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষদের মধ্যে একজন।
FastTypers এ সাইপ আপ করতে পারেন নিচের লিংকে গিয়ে।
FastTypers এ অ্যাকাউন্ট খুলুন
2Captcha captcha entry Site:
2Captcha তে কাজ করার সবচেয়ে মাজাদার ব্যাপাটি হলো তারা আপনাকে প্রতি এক হাজার ক্যাপচার
জন্য বাংলাদেশী টাকায় ৮০ টাকা দেওয়ার পাশাপাশি কঠিন ক্যাপচাগুলি এন্ট্রি করার জন্য বোনাস
প্রদান করে থাকে। এছাড়া এই ওয়েবসাইটে আপনার পরিচিত কাউকে রেফার করে জয়েন করানোর
মাধ্যমেও অতিরিক্ত অর্থ আয় করা সম্ভব। 2Captcha তে কাজ শুরু করার সাথে সাথে আপনি
আপনার উপার্জিত অর্থ দেখতে পাবেন এবং পেইজার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। নীল বাটনের
লিংকটিতে ক্লিক করে 2Captcha তে যোগ দিন।
2Captcha এ অ্যাকাউন্ট খুলুন
QlinkGroup captcha entry Site:
QlinkGroup তাদের কর্মীদেরকে সাপ্তাহিক ভিত্তিতে পারিশ্রমিক দিয়ে থাকে। এই ওয়েবসাইটের মাধ্যমে
যে সব ক্যাপচার কাজ করতে হয় তা ২ শব্দ বিশিষ্ট হয়ে থাকে এবং এবং কেস সেনসেটিভ হয়। কেস
সেনসেটিভ কথাটির অর্থ হলো যে ক্যাপচা ইমেজে অক্ষর যদি বড় হাতের থাকে তাহলে আপনাকেও বড়
হাতের, আর যদি ছোট হাতের থাকে তাহলে আপনাকেও ছোট হাতের লিখতে হবে। QlinkGroup এ
কাজ করার শর্ত হলো যে, এখানে সাপ্তাহিক পেমেন্ট পেতে হলে আপনি প্রতিটি আইডি থেকে সপ্তাহে
কমপক্ষে ৮০০ ক্যাপচা এন্ট্রি করতে হবে। QlinkGroup এ সাইপ আপ করুন।
QlinkGroup এ অ্যাকাউন্ট খুলুন
CaptchaTypers captcha entry Site:
পৃথিবীর বহু দেশের মানুষ CaptchaTypers এ কাজ করে প্রতি মাসে ২০০০০ এরও বেশি টাকা
ইনকাম করে থাকে। তবে অন্যান্য ওয়েবসাইট থেকে CaptchaTypers এ একাউন্ট তৈরীর প্রক্রিয়াটি
একটু জটিল। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে
(aptchatypers@gmail.com) একটি ইমেইল করতে হবে এবং পরবর্তীতে তারা আপনার লগইন
করার তথ্য আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে।
আরো জানুন:
CaptchaTypers এ কাজ করার জন্য একটি ক্যাপচার টাইম আউট হওয়ার পূর্বেই আপনাকে সেটি
এন্ট্রি করতে হবে নতুবা আপনার একাউন্টটি ৩০ মিনিটের জন্য বাতিল হয়ে যাবে। এ কারণে খুব ভালো
টাইপিং স্পীড না হলে এ ওয়েবসাইটে একাউন্ট না করাটাই ভালো হবে। সময়ের সাথে সাথে Captcha
Typers এ কাজের রেট পরিবর্তিত হয়ে থাকে। তবে রাত ৯টা থেকে সকাল ৯টার মধ্যে কাজের রেট
সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনি যদি CaptchaTypers এ কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে
এখান থেকে CaptchaTypers Software ডাউনলোড করুন।
CaptchaTypers ডাউনলোড করুন
Pix2Profits captcha entry Site:
Pix2Profits আরো একটি ভালো ওয়েবসাইট যারা প্রতি এক হাজার ক্যাপচা এন্ট্রির কাজের জন্য
সর্বোচ্চ পরিমান পারিশ্রমিক প্রদান করে থাকে। তবে দুঃখের বিষয়টি হলো যে এই ওয়েবসাইটটিতে
বর্তমানে নতুন রেজিষ্ট্রেশন বন্ধ রয়েছে। আপনি আগ্রহী হলে নিয়মিত তাদের ওয়েবসাইট ভিজিটের
মাধ্যমে নতুন রেজিষ্ট্রেশন চালু হওয়ার তথ্য পেতে পারেন।
Pix2Profits ভিজিট করুন
সবশেষে বলা যায় যে, বিশ্বস্ত ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট গুলির মাধ্যমে আপনি আজই আপনার
অনলাইন ইনকামের যাত্রা শুরু করতে পারেন। তবে কাজটি শুরু করার আগে কিছু বিষয় অবশ্যই মনে
রাখতে হবে। ক্যাপচা এন্ট্রি এমন কোন কাজ নয় যা থেকে আপনি প্রতি মাসে অনেক বেশি অর্থ আয়
করতে পারবেন। তবে এ কাজ থেকে নতুনদের প্রতি মাসে ৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করার
সুযোগ রয়েছে যা নেহাতই কম নয়। কিছু কিছু ওয়েবসাইটে আপনাকে তাদের সফটওয়্যার ডাউনলোড
করে কাজ করতে হবে সেদিকে লক্ষ্য রাখবেন।
আরো জানুন:
এছাড়া আপনার পারিশ্রমিক নেওয়ার জন্য অবশ্যই কোন ওয়েবেসাইটে কাজ করার পূর্বেই পেপাল বা
পেইজা একাউন্ট খুলতে ভুলবেন না। তাছাড়া আপওয়ার্ক, ইল্যান্সের মত বড় বড় মার্কেটপ্লেসেও এ
ধরণের কাজের চাহিদা রয়েছে। আপনি চাইলে সেখানেও ক্যাপচার কাজের জন্য আবেদন করতে পারেন।
আর যদি শুধু ক্যাপচা নির্ভর ওয়েবসাইটেই কাজ করতে চান তাহলে সব ওয়েবসাইটেই কাজের
অভিজ্ঞতা রাখুন এবং দেখুন কোন ওয়েবসাইট আপনাকে নিয়মিত পারিশ্রমিক দিচ্ছে এবং কোথায় কাজ
করতে আপনি বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।
ভাল লাগলে আপনার বন্ধুদের কে শেয়ার করতে ভূলবেন না ।
ভাল থাকবেন।।