আপনি ভাল আছেন তো । হ্যাঁ অবশ্যই ভাল আছেন । আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো
তা হলো আপনার দৃস্টিতে কোনটাকে আপনি পেশা হিসেবে বেচে নিবেন। ফ্রীল্যানসিং নাকি এ্যাফিলিয়েট
মার্কেটিং। ফ্রীল্যানসিং এবং এফিলিয়েট মার্কেটিং দুটো ভিন্ন ভিন্ন পেশা তবে দুটো পেশাই তাদের
স্বমহিমায় মহিমান্বিত! তারপর ও তাদের মধ্যে কিছু পাথর্ক্য দেখা যায়।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
তা হলে আসুন আলোচনা করা যাক।
ফ্রীল্যানসিং :
1.ফ্রীল্যানসিং বলতে আমরা মূলত বুঝি মুক্তভাবে বিচরণ করা বা মুক্তভাবে কাজ করা ।অর্থাৎ আপনি
যেখানে খুশি, যেভাবে খুশি কাজ করতে পারবেন,কেউ আপনাকে বাধা দেবে না । কিন্ত আসলে কি তাই
হয়।
2.ফ্রীল্যানসিং একটি একটিভ ইনকাম সোর্স অর্থাৎ আপনি ঠিক যতটুকু কাজ করবেন ঠিক ততটুকুই
উপার্জন করবেন!
3. একটি কাজ পাওয়ার জন্য আপনার কাঙ্খিত বায়ারের পথচেয়ে বসে থাকতে হয় ।
4.মার্কেটপ্লেসে নির্ভর হওয়ার কারনে আপনার কষ্টের উপার্জনের ২০% তাদেরকে দিয়ে দেয়া।এটা কি
ভাল লাগে বলুন তো ।
আরো জানুন: অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করতে চান জেনে রাখুন ৩টি গুরুত্বর্পূণ কৌশল।
5.এছাড়াও মার্কেটপ্লেস এ আপনার মূল্যায়ন নেই বলেই চলে কারণ আমার দেখা একজন সেলার এর
একাউন্ট এ ২০০০০ হাজার+ রিভিউ সহ ব্যান হয়ে যায় কোনোপ্রকার অনুমতি ছাড়াই!
6.এমন অনেক সময় হয় আপনি একজন বায়রের কাজ করলেন ।কাজ শেষে আপনি যখন কাজ জমা
দিলেন । তখন বায়ার আপনার টাকা না নিয়ে অফলাইনে চলে গেল ।তখন আপনি তাকে খুজে পাবেন না
। ফলে কি হবে আপনার কস্ট বিথা গেল ।আপনি সাপোর্ট এ যোগযোগ করার দরুণ উল্টো আমাকে তারা
সাসপেন্ড করে দিলো।
আরো জানুন: অনলাইন ইনকাম: কিভাবে অনলাইনে আয় করবেন তার সংক্ষিপ্ত বিবরন।
7.এখানে আপনার কোন স্বাধীনতা নায় ।বায়ারের হুকুম মত আপনাকে চলতে হবে।
8.আপনি চাইলেও কোথাও ভাল মত ঘুরতে পারবেন না। যখন আপনাকে কাজ দেবে তা সার রাত জেগে
শেষ করে দিতে হবে ।
9.কাজ শেষ হওয়া পর যখন জমা দেন তখন ভয়ে ভয়ে থাকতে হয়।যদি কোন খারাপ ফিডব্যাক দেয় ।
10.সারারাত জেগে বিড করতে হয় । নতুন করে কাজ পাওয়ার জন্য ।
11.যদি আপনার কোনো রানিং প্রজেক্ট থেকে থাকে তাহলে সেটি শেষ করার জন্য সারারাত জেগে কাজ
করতেই হবে!
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
12.কাজ করার জন্য মাসিক ভিক্তিতে কিছু ডলার প্র্রদান করতে হয় ।
উপরেউল্লেখিত বিষয়গুলি আমাকে ফ্রীল্যানসিং এর প্রতি অনীহা প্রকাশে বাধ্য করে ছিল এবং তখন থেকে
ই ইচ্ছা ছিল এমন কোনো পেশা বেছে নিবো যেখানে থাকবে না কোনো শাসন-বারণ, থাকবেনা
কোনো পক্ষপাতিত্ব, থাকবে অজস্র সময় ও স্বাধীনতা ঠিক তেমনি একটি পেশা হলো এ্যাফিলিয়েট
মার্কেটিং । তার সম্পর্কে আলোচনা করা হল :
এ্যাফিলিয়েট মার্কেটিং:
1.এ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটি প্যাসিভ ইনকাম সোর্স অর্থাৎ আপনি সরাসরি কাজে যুক্ত না থাকা
সত্ত্বেও যে ইনকাম হয় তাকেই প্যাসিভ ইনকাম বলে!
2.একটি নিজস্ব ওয়েব সাইট থাকতে হয় ।
3.দিন ও রাত মিলিয়ে ৪ ঘন্টা সময় দিলে চলে ।
4.অনেক সময় পাওয়া যায় । তখন আপনি বন্ধুবান্ধব ও আমার পরিবারকে সময দিতে পারবেন।
5.পরিবার কে নিয়ে বেড়াতে যেতে পারবেন ।
6.এ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি বস ।কারণ এখানে আপনি পুরোপুরি স্বাধীন এখানে আপনাকে হুকুম
দেয়ার মতো কেউ নেই ।
আরো জানুন: ৫ টি সেরা আউটসোর্সিং ওয়েবসাইট থেকে আয় করুন হাজার হাজার ডলার।
7.ইনকাম ও ভাল ।একটি নিদিষ্ট সময় পর আপনাকে তেমন পরিশ্রম করতে হয় না ।
8.প্র্রথম আয়টা আসতে একটু সময় লাগলেও ভবিষৎ কিন্তু অনেক ভাল।
9.এছাড়াও আরো অনেক গুনাগুন আছে এফিলিয়েট মাকেটিং এর যা আসলে বলে শেষ করা যাবেনা ।
আমার এ লেখা পড়ার পর হয়তো আপনি নিশ্চয় বুঝতে পারবেন কোন পেশাটি আপনার জন্য প্রয়োজন ।
এবং কোন কাজ টি করা উচিত। অনলাইনে একটি সুন্দর ক্যারিয়ার গড়ার জন্য, সুতরাং আর দেরি
কেন আজই শুরু করুন আপনার এ্যাফিলিয়েট মার্কেটিং এ শুভযাত্রা ।

আপনি যদি অনলাইনে এ্যাফিলিয়েট মাকের্টিং এর কাজ করতে চান । তবে অনলাইনে বেষ্ট ডোমেন
ও হোষ্টিং সাইট থেকে আপনি আপনার ডোমেন ও হোষ্টিং কিনতে পারেন ।
আরো জানুন: ডোমেইন এবং হোস্টিং বলতে কি বুঝ? সে সর্ম্পকে আলোচনা কর?
সাইটটির নাম হলো Namecheap কোম্পানী ।
এ সাইটে বিভিন্ন সময় বিভিন্ন ডোমেন ও হোষ্টিং ছাড় দিয়ে থাকে । তা হলো :
নেমচিপ Stellar হোস্টিং ৫০% ডিসকাউন্ট দিচ্ছে
Stellar Plus হোস্টিং ২৬% ডিসকাউন্ট দিচ্ছে
Stellar Business হোস্টিং ২০% ডিসকাউন্ট দিচ্ছে
.Com ডোমেইন মাত্র ৮.৮৮ ডলার দিচ্ছে
উক্ত লিংকসমূহে ক্লিক করে পেয়ে যান এই অভাবনীয় ছাড়সমূহ।
আপনি যদি অনলাইনে আপনার ভবিষৎ গড়তে চান । তাহলে আমি বলবো Namecheap কোম্পানী
আপনার প্রথম চয়েজ হওয়া উচিত । আজিই ক্রয় করুন আপনার পছন্দের ডোমেইন ও হোষ্টিং ।