কিভাবে Facebook Video Monetization চালু করবেন।

আজকাল সময়ের বহুল প্রচলিত সামাজিক আন্ত:যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে Facebook একটি

অন্যতম প্লাটফর্ম । এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের মধ্যে ম্যাসেজিং, ছবি ও ব্যক্তিগত

তথ্য আদান প্রদান এবং বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারেন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ সৃজনশীল

ব্যবহারকারীদের জন্য YouTube Monetization এর মতো Facebook Video

Monetization করে আয় করার সুযোগ তৈরি করে দিয়েছে। ফেসবুক তাদের পাইলট প্রজেক্ট হিসেবে

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও Facebook Video Monetization সিস্টেমটি চালু

করেছে। এখানে আমরা কিভাবে Facebook Video Monetization এর মাধ্যমে আয় করা যায়

তথা কোন কোন ভিডিও গুলো মনিটাইজ করা যাবে সে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

আরো জানুন:

১. ফেসবুক পেইজে ভিডিও মনিটাইজ করার জন্য প্রথমেই Facebook Creator এই লিংকে প্রবেশ করতে হবে।

২. তারপর যে পেইজটিতে মনিটাইজেশন চালু করতে চান সে পেইজটি সিলেক্ট করে নিতে হবে।

৩. সিলেক্ট করার পর Apply বাটনে ক্লিক করুন।

৪. তারপর Check Eligibility তে ক্লিক করে আপনার পেইজটি মনিটাইজেশনের র্শত পূরণ করেছে কিনা দেখে নিতে পারবেন।

৫. তাছাড়াও দেখতে পারেন পেইজটিতে মনিটাইজেশন অন করতে চান সেই পেইজে গিয়ে Publishing Tools এ ক্লিক করে বাম পাশে Creator Studio তে ক্লিক করুন।    

আরো জানুন:  অনলাইনে আয়ের টাকা বাংলাদেশে কিভাবে পাবেন জেনে নিন আজিই ?

আপনার পেইজে যদি Facebook Video Monetization এর জন্য যে সকল র্শত প্রযোজ্য সে সকল

র্শত পূরণ হয় তবে স্বয়ংক্রিয় ভাবে আপনার ভিডিওতে এ্যাড ব্রেকসের বিজ্ঞাপন প্রদর্শিত হবে। এ জন্য

আলাদা কোন কিছু করার দরকার হবে না।

মনিটাইজেশনের জন্য অযোগ্য ভিডিও :

Facebook পেইজে আপলোড করা সব ভিডিওই মনিটাইজেশনের যোগ্য হবে না। এক্ষেত্রে ইউটিউবের মতো কত গুলো র্শত রয়েছে।

১. কোন স্লাইড শো বা অ্যানিমেটেড ভিডিও Facebook Video Monetization এর জন্য এপ্রুভ করা হবে না।

২. ধর্মীয়, জাতিগত, রাজনৈতিক ও সামাজিক ভায়োলেন্স তৈরি করতে পারে এ্মন কোন ভিডিও মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য হবে না।

৩. কোন এডাল্ট ভিডিওতেও ফেসবুক কর্তৃপক্ষ মনিটাইজেশন দিবে না।

আরো জানুন: Payoneer প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে কিভাবে টাকা তুলবেন সে সর্ম্পকে আলোচনা

৪. কয়েক সেকেন্ডের একটি ভিডিও বার বার ব্যবহার করে অর্থাৎ একই ভিডিও জোড়া লাগিয়ে তিন

মিনিটের ভিডিও হিসেবে পেইজে আপলোড করলে তা মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য হবে না।

৫. ভিডিওর কন্টেন্ট গুলো অবশ্যই আপনার নিজস্ব হতে হবে।

কিভাবে টাকা উত্তোলন করবেন:

Facebook Video Monetization থেকে প্রাপ্ত টাকা আপনি ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন

করতে পারবেন। এক্ষেত্রে আপনার এ্যাকাউন্টে এক শত ডলার জমা হতে হবে। এক শত ডলার জমা না

হলে টাকা উত্তোলন করা যাবে না। কিভাবে Facebook Video Monetization Page এ ব্যাংক

একাউন্ট এড করবেন তা নিয়ে পরবর্তীতে আরেকটি পোষ্ট করব। আশা করি সাথেই থাকবেন।

আরো পড়ুন: প্রিপেইড ডেবিট কার্ড রেফারেল বোনাস $ 25 কিভাবে পেতে পারেন।
Managed VPS Platform. Phone Support. Prices starting at $6.00 per month

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment