ভালো আছেন আশা করি। আজ আমি আলোচনা করবো
“কিভাবে বুঝব আমার সাইট এডসেন্স উপযোগী কিনা?”
আপনার সাইট ভালো হলে গুগল আপনাকে এডসেন্স দিয়ে দিবে অথবা কি সমস্যা আছে সেটা বলে দিবে।
আমিও কিন্তু এভাবেই এডসেন্স পেয়েছিলাম। ভালো মানের কন্টেন্ট লিখুন অবশ্যই এডসেন্স পাবেন।
গুগল শুধুমাত্র কন্টেন্টই দেখে, ডিজাইনটা দেখে না। অনেকেই বলে যে, ভাই আমার সাইটের ডিজাইনটা
দেখেন। আরে ভাই, ভিজিটর এসে কি বসে বসে আপনার ডিজাইন দেখবে? ডিজাইন এর পিছনে সময়
নষ্ট না করে প্রচুর এবং ভালো কুয়ালিটির আর্টিকেল লিখুন।
এডসেন্স একাউন্ট এপ্রুভ হওয়ার প্রধান শর্ত গুলো হলো:-
১.অবশ্যই আপনার একাউন্টে ১০-১৫ টি ভালোমানের কন্টেন্ট থাকতে হবে।
২.পপ-আপ উইন্ডো যেমনঃ ফেসবুক লাইক বক্স থাকা যাবে না।
৩.দেখবেন যেন অন্য কোন কোম্পানির এড না থাকে।
৪. কোন রকম কপি-পেস্ট কন্টেন্ট থাকা যাবে না।
৫. কপিরাইট আইন ভঙ্গ করে এমন কিছু রাখা যাবে না।
৬.এডাল্ট, হ্যাকিং, কোন জাতি বা গোষ্ঠীকে নিয়ে ব্যাঙ্গ করা হয়েছে এমন কোন কন্টেন্ট থাকা যাবে না।
৭.অনেকে বলেন ভালো ভিজিটর থাকতে হবে। আমি বলি না, কোন ভিজিটরের প্রয়োজন নেই
৮ গুগল সমর্থন করে না এমন কোন ভাষার কন্টেন্ট থাকা যাবে না।
৯. টপ লেভেল ডোমেইন হতে হবে। অর্থাৎ সাব-ডোমেইন হলে একাউন্ট এপ্রুভ হবে না।
এই বিষয় গুলি মেনে চললেই আপনি পেয়ে যেতে পারেন এডসেন্স একাউন্ট। আর নিয়মিত পরিশ্রম করলে
একদিন আপনিও মাসে আয় করতে পারবেন হাজার হাজার ডলার। আশা করি আমার লেখাটি
আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি ।
ভালো থাকবেন।।
- আশা নিয়ে বিখ্যাত উক্তি।Best Bengali Quotes on Hope ।
- Bengali Lines & Captions about Hope. আশা নিয়ে কিছু কথা ।
- জীবন নিয়ে কিছু বাণী *Bengali Life Quotes*
- শাড়ি নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন।(Bengali Quotes and captions about Saree).
- 100+ Bengali Smile Quotes and Captions. (বাংলা হাসি নিয়ে উক্তি ও ইনস্টাগ্রাম ক্যাপশন।)