কিভাবে দিগুন বৃদ্ধি করবেন গুগল এডসেন্স এর আয় তা জানুন

আপনি যখন  একটি ব্লগ বা ওয়েবসাইট ভালো কাজ করতে শুরু করবেন। তখন দেখবেন ভালো পরিমাণ

ভিজিটর আসবে আপনার ওয়েবসাইটে। তখন আপনি খুব সহজেই আপনার ঐ সাইট বা ব্লগ সাইট থেকে

ভালো আয় করতে পারবেন। ব্লগ সাইট থেকে বিভিন্ন ভাবে আয় করা যায়। কেউ গুগল এডসেন্স থেকে

আয় করে, কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং আবার কেউ বিজ্ঞাপন দিয়ে আয় করে থাকে। আপনি যদি

এডসেন্স এর মাধ্যমে আপনার ব্লগ থেকে আয় করে থাকেন, এবং আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী আয়

করতে পারছেন না। কিন্তু কিছু সহজ কৌশল অবলম্বন করলেই আপনি এডসেন্স থেকে খুব ভালো

পরিমাণ আয় করতে পারবেন, মাত্র এক মাসের মধ্যে গুগল এডসেন্স থেকে আয় ৩ গুন পরিমাণ বৃদ্ধি

করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে গুগল এডসেন্স এর আয় দিগুন বৃদ্ধি করবেন।

আরো পড়ুন: জি-মেইলের গুরুত্বর্পূণ ১০টি ব্যবহার সর্ম্পকে জানুন ।

আয় দিগুন বৃদ্ধি করবেন যেভাবে:

১.গুগল এডসেন্স থেকে বেশি পরিমাণ আয় করার জন্য ব্লগ বা সাইট এর ডিজাইন অনেক গুরুত্ব বহন

করে। আপনার ব্লগ যত বেশী ইউজার-ফ্রেন্ডলী হবে, আপনি এড এ তত বেশী ক্লিক পাবেন আর এড এ

যত বেশী ক্লিক পাবেন আপনার আয় তত বেশী হবে।

২.আপনার ব্লগ এর ডিজাইন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভিজিটর যাতে খুব সহজেই তাদের দরকারী তথ্য

পেতে পারে এবং এড এর জন্য নির্দিষ্ট জায়গা রাখুন যেখানে ভিজিটর বেশীরভাগ সময় অবস্থান করবে।

আরো জানুন: চাকুরীর পাশাপাশি আয়ের বড় মাধ্যম এ্যাফিলিয়েট মাকের্টিং।

৩. এডসেন্স থেকে ভালো পরিমাণ আয় করার জন্য এড সাইজ অনেক বেশী গুরুত্বপূর্ণ। একমাত্র সঠিক

এড সাইজ ব্যবহার করার মাধ্যমেই আপনি সর্বোচ্চ পরিমাণ আয় করতে পারবেন। বড় সাইজের এড

ইউনিট ব্যবহার করলে ভালো পরিমাণ সি.পি.সি. পাওয়া যায়।

৪.আপনি হয়তোবা যেকোন একটি ধরনের এড (টেক্সট বা ইমেজ এড) ব্যবহার করে থাকেন যা আপনার

এডসেন্স থেকে আয়ের পরিমাণ কমিয়ে দেয়। বেশী পরিমাণ আয় করার জন্য অবশ্যই আপনাকে উভয়

ধরনের (টেক্সট এবং ইমেজ) এড ব্যবহার করতে হবে।

আরো জানুন: মাএ ৪ ঘন্টা কাজ করে বাকি ২০ ঘন্টা আরাম আয়সে কাটান।

৫.ব্লগের বিভিন্ন যায়গায় যেমন (হেডার, টিউন এর টাইটেল এর নিচে, টিউন এর মাঝখানে, টিউন এর

একদম নিচে, ফুটারে, সাইডবার এর উপরের দিকে, মাঝখানে এবং নিচে) এড স্লট ব্যবহার করে

দেখবেন, কোথায় এড স্লট বসালে সর্বোচ্চ পরিমাণ ক্লিক পাওয়া যায়।

৬. বেশী পরিমাণ সি.পি.সি. (Cost per Click) পাবার জন্য আপনার ব্লগ বা সাইট এর কন্টেন্ট অবশ্যই

মানসম্মত হতে হবে। প্রতিটা কন্টেন্ট লেখার আগে কীওয়ার্ড রিসার্চ করে নিন। এতে করে আপনি খুব

সহজেই কন্টেন্ট এর জন্য এমন কিছু কীওয়ার্ড খুঁজে পাবেন যেগুলোর সি.পি.সি. অনেক বেশী।

আরো জানুন: জেনে নিন ফাইভারে কি কি ফ্রি-ল্যান্সিং কাজ আছে।

৭. ব্লগ বা সাইট এর কোথায় এড বসাবেন তার উপর নির্ভর করবে আপনি এডসেন্স থেকে কত পরিমাণ

আয় করবেন। সব সময় চেষ্টা করবেন পেজ বা টিউন এর উপরের দিকে এড স্লট বসানোর জন্য।

হেডারে এড বসালেও তার থেকে অনেক বেশী পরিমাণ ক্লিক পাওয়া যায়। এছাড়া সাইডবার এ একটি

বড় এড স্লট (১৬০*৬০০) বসাতে পারেন যা থেকে অনেক বেশী পরিমাণ আয় করা সম্ভব।

৮. আপনার ব্লগ এর ডিজাইন এবং ফ্রন্ট এর কালার এর সাথে মিলিয়ে এডসেন্স এড এর কালার ঠিক

করুন এবং সেটি আপনার ব্লগে ব্যবহার করুন। এতে করে অনেক বেশি পরিমাণ ক্লিক পাবেন।

আরো জানুন: জেনে নিন ফাইভারে কি কি ফ্রি-ল্যান্সিং কাজ আছে।

৯. আপনার ব্লগে যদি অর্গানিক সার্চ থেকে ভিজিটর আসে এবং তারা যদি এড এ ক্লিক করে তাহলে

আপনি অনেক বেশী পরিমাণ সি.পি.সি. পাবেন। তাই এস.ই.ও. এর মাধ্যমে ব্লগে অর্গানিক ট্রাফিক

বাড়ানোর প্রতি গুরুত্ব দিন।

১০. যে সব পাবলিশার সাইটগুলো কম সি.পি.সি. দেয় সেই সাইটগুলোর এড বন্ধ করে দিন। আপনার

এডসেন্স একাউন্ট এর ড্যাশবোর্ড থেকে খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন।

আরো জানুন: Fiverr কাজ করার কিছু বেসিক নিয়ম-কানুন জেনে নিন।

১১.আপনি খুব সহজেই আপনার ব্লগে সার্চ অপশন এর সাথে এডসেন্স ব্যবহার করতে পারেন। গুগল

এডসেন্স সহ গুগলের একটি সার্চ বক্স আপনার ব্লগে ব্যবহার করুন। এতে করে ভিজিটর যখন আপনার

ব্লগে কোন কিছু সার্চ করবে তখন সার্চ রেজাল্ট এর উপরে/নিচে/সাইডে এডসেন্স এর এড দেখাবে যেখানে

ভিসিটররা ক্লিক করলে আপনি ভালো আয় করতে পারবেন।

১২. ব্লগ বা সাইটে বেশি পরিমাণ এড ইউনিট ব্যবহার করা ভালো না, এতে করে সি.পি.সি. কমে যায়।

তাই যত কম সম্ভব এড ইউনিট ব্যবহার করা যায় সেই দিকে নজর রাখবেন। গুগল এডসেন্স

অফিসিয়ালি একটি পেজ বা টিউন এ সর্বোচ্চ ৩টি এড ইউনিট ব্যবহার করার জন্য রিকোমান্ড করে

থাকে।

Read More:

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment