কিভাবে ইউটিউব থেকে আয় করবেন তার সুন্দর সমাধান

আজ আমি আপনাদের কে দেখাব অনলাইনে আয়র অনেক দিক  আর শত পথ বেছে নেবার দায়িত্ব

আপনার, স্বাবলম্বি হবার দায়িত্ব আপনার, কারন এটা আমি কখনই আশা করি না যে আপনি আয়

করবেন আর সেখান থেকে আমাকে কিছু অংশ দিবেন, বরং সামান্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমার 

এই ক্ষুদ্র প্রচেষ্টা। যাই হোক এবার কথাবাদ দিয়ে আমি আজকে আপনাদের দেখাব Youtube.com

থেকে কিভাবে আয় করা সম্ভব, কত আয় করবেন, কিভাবে,  এবং কোথা থেকে আয় করবেন।

Youtube.com এর পরিচয় :

এটা আমার থেকে আপনি খুব ভাল করেই জানেন কারন কম্পিউটারে  সব চেয়ে সহজ কাজ মুভি, সিনেমা

দেখা, এবং সবার কাছেই প্রিয় আর ঠিক এই সুযোগটাই youtube কাজে লাগানো হয় বিভিন্ন হাসি, রম্য,

একশন, আনিমেশন, টিউটোরিয়াল, মুভি অংশ বিশেষ প্রচার করে তাদের নিজ নিজ ব্যবসায়িক

প্লাটফরম গুলোর যেমন ওয়েবসাইট, মার্কেটপ্লেস, শপিং সাইট গুলোর প্রচারনা খুব সুন্দর ভাবে উপস্থাপন

করে থাকে।এটা কে ভিডিও মার্কেটিং বলে, অনেকেই লেখা পড়তে বিরক্তি বোধ করেন তাই ভিডিও

বেশি পছন্দ করেন বা বাস্তব প্রমান দেখতে অনেকেই চান, আর ভিডিও এর মাধ্যমে খুব সহজেই যেকোন

জিনিস উপস্থাপন করা যায় সেটা হোক কোন মুভি বা টিঊটোরিয়াল, রিভিঊ যায় হোক না কেন।

Youtube.com কিভাবে ব্যবহার করেন :

আপনি হয়তো মুভি দেখেই শেষ করতে পারেন না সারা বেলা ভিডিও দেখে, কিন্তু অনেকেই আরো ভিন্ন

ভাবে ব্যবহার করছেন নিজ নিজ প্রয়োজনে।আপনি নিজের জন্য বা ব্যবসায়ের জন্য Youtube ব্যবহার

করতে পারেন। সেটা আপনার প্রয়োজনের উপর র্নিভর করে।

টিউটোরিয়াল বিক্রি করে আয়:

অনলাইন বিষয়ক যেকোন বিষয় আপনার জানা আছে নিশ্চয়ই সেটা হোক একাউন্ট তৈরী করা বা

প্রফেশনাল সফটোয়ার ব্যবহার বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল, এর অংশ বিশেষ প্রচার করেতে

পারেন Youtube.com এবং পুর্নাংগ অংশ শুধুমাত্র বিক্রি করার জন্যে সকলে জানাতে পারেন ।

কোন প্রডাক্ট এর রিভিঊ প্রকাশ করে থাকে:

আপনার নিজের যদি কোন অনলাইন শপিং সাইটে থাকে বা জনপ্রিয় শপিং সাইটে আপনি যদি কিছু

বিক্রির করে থাকেন,তাহলে সেই কাজেও আপনি আপনার প্রডাক্ট এর রিভিউ প্রকাশ করে ক্রেতাদের

নজর বা দৃষ্টি আকর্ষন করতে পারেন।তা হতে পারে  প্রডাক্ট টির গুনাগুন, ব্যবহার বিধি, দরদাম,

কাস্টমার আলোচনা ইত্যাদি।

গুগল এডসেন্স ব্যবহার করতে পারেন:

আপনার ভিডিও যদি ইউনিক হয়ে থাকে এবং বেশ ভাল সংখ্যক ভিউ পেয়ে থাকেন তাহলে সে ভিডিও

গুলোর জন্যে এডসেন্স এর জন্যে আবেদন করে এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন। খুব সহজ

উপায়ে।

ভিডিওতে কমেন্ট করে আয়:

ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলোতে ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক কাজ পাওয়া যায়, যেখানে ভিডিও

সম্পর্কিত কমেন্ট করতে হয়, আপনি এটা করে আয় করতে পারেন।

ভিডিও তে লাইক করে আয়:

ভিডিও গুলো ভিজিটর দের কাছে পছন্দনীয় প্রচার করতে লাইক করা হয়, তাই যে ভিডিওতে যত বেশি

লাইক থাকে সাধারন ব্যবহার কারী সেটি কে ভাল বলে ধারনা করে থাকে।

ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে আয় :

চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে যেকোন ভিডিও আপডেট করলে সাথে সাথে সাবস্ক্রাইব কারীদের কাছে

পৌছে যায়, এবং ভিডিওর প্রদর্শন বেড়ে যায়, এই কাজে বায়ার এর দেওয়া চ্যানেল গুলোতে সাবস্ক্রাইব

করতে হয়

ভিডিও গুলো প্রিয়তে যোগ করে আয়:

এই কাজে ভিডিও গুলো আপনার প্রিয় হিসেবে রাখতে হয়।

Youtube থেকে কত আয় করা যায়:

এই কাজ গুলো প্রতি হাজারে হিসেব হয়, এবং প্রতি হাজার লাইক, কমেন্ট, প্রদর্শন এর জন্যে ১০০০-৩০০০

টাকা বা তার বেশিও পাওয়া যায়, এছাড়া লং টার্ম কাজ করতে হলে বায়ার এর সাথে আলোচনা সাপেক্ষে

হয়ে থাকে।

Youtube থেকে কত সময় ব্যায় হয় :

সাধারণত প্রতি কমেন্ট এ ১০ থেকে ২০ টি শব্দ এর মধ্যে করতে হয়, এবং প্রতি লাইক করতে ২০ সেকেন্ড এর কম সময় লাগে

Youtube সর্ম্পকিত কাজ কোথায় পাবেন :

ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমানে কাজ পাওয়া যায় শুধুমাত্র কমেন্ট, লাইক, প্রিয়, এবং

প্রদর্শন এর জন্যে, এক কথায় ফ্রীল্যান্স মার্কেটে প্লেস গুলতে চলে যান. আর একটূ কষ্ট করে খুজতে থাকুন।

আশা করি কাজ পেয়ে যাবেন।

পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ।

আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে

থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো

পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

আরো জানুন: Youtube এ্যাকাউন্ট খুলবেন কিভাবে?

Leave a Comment