আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটিডোমেইন
তারপর সেই ডোমেইনটি হোস্ট করার জন্য দরকার হেবে ভালো মানের একটি হোস্টিং সার্ভার। বিশ্বের
বিভিন্ন দেশে এমনকি আমাদের বাংলাদেশেও অসংখ্য ডোমেইন এবং হোস্টিং কোম্পানি রয়েছে যারা
কিনা ভালো মানের ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদান করে থাকে। আপনি যদি ডোমেইন ও হোস্টিং
সম্পর্কে ভালো ভাবে জানতে চান তবে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করে দেখে নিতে পারেন।
বিভিন্ন ক্যাটাগরি নেমচিপ কোম্পানির ডোমেইনের দাম সম্পর্কে আলোচনা?
ডোমেইন কিনবেন যেভাবে তার গাইড লাইন?
নিশ সাইট শুরু করতে হলে, ৭টি বিষয় মনে রাখবেন?
ডোমেইন এবং হোস্টিং বলতে কি বুঝ? সে সর্ম্পকে আলোচনা কর?
আপনি জেনে শুনে তারপর সঠিক একটি প্রতিষ্ঠান থেকে ডোমেন ও হোষ্টিং কিনবেন। তা নাহলে
পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। নিচে ঠিক এরকমই কতগুলো বিষয় নিয়ে
আলোচনা করা হলো, আশাকরি এই বিষয়গুলো ভালোভাবে জেনে ও বুঝে নিলে পরবর্তীতে এ নিয়ে আর
কোনো ঝামেলা পোহাতে হবে না
একটি ভালো মানের ডোমেইন কিনবেন যেভাবে:
ডোমেইন কি? সেটা আমরা সবাই জানি। আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের আগের লেখা
পোস্টে ভিজিট করে দেখে নিতে পারেন। এখানে ক্লিক করুন
*** ডোমেইন কিনবেন যেভাবে তার গাইড লাইন?
***ডোমেইন এবং হোস্টিং বলতে কি বুঝ?
অন্যান্য সাইট রেজিস্ট্রেশন করার মতই ডোমেইন রেজিস্ট্রেশন করাটাও একটি সহজ কাজ। এক্ষেত্রে
আপনাকে শুধু কয়েকটি স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। কিভাবে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন এ নিয়ে
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:
*** কিভাবে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন তার গাইড লাইন নিয়ে আলোচনা?
বর্তমানে ইন্টারনেট ব্যবহার কারি বেড়েই চলেছে সেই সাথে বাড়ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট ।
তাই আপনার পছন্দের ডোমেইন নামটি যদি ইতিপূর্বে কেউ রেজিস্ট্রেশন করে ফেলে তাহলে আপনি কি
করবেন। নো টেনশন! ডোমেইনটি খালি আছে কিনা তা চেক করার পর যদি দেখেন খালি নেই বা অন্য
কেউ কিনে ফেলেছে তাহলে কাঙ্খিত ডোমেইন নামের আগে পরে কিছু যুক্ত করে দেখতে পারেন। আশা
করি আপনি আপনার কাঙ্খিত ডোমেইন কিনতে পারবেন।
আরো জানুন:
আবার আপনি .com এক্সটেনশন পরিবর্তন করেও আপনি .org .info .net .bd etc সহ আপনার
টারগেটেড Niche সিলেক্ট করেও নির্ধারিত এক্সটেনশন নিতে পারবেন। যেমন .health; .club;
.fun; .cat; .design; .shop; .service ইত্যাদি।
ভাল মানে কোম্পানির কথা বলতে চাইলে আমি বলবো Namecheap, Godday,
Domain.com এখান থেকে আপনি আপনার পছন্দমতো ভালো মানের ডোমেন ও হোষ্টিং
খুব সহজে ও কম দামে কিনতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই।
একটি ভালো মানের হোস্টিং কিনবেন যেভাবে:
কিভাবে একটি ভালো মানের হোস্টিং কিনবেন তার সর্ম্পকে জানতে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করে
দেখে নিতে পারেন।
ওয়েব হোস্টিং কি? দেশীয় হোস্টিং কেনার সময় যে বিষয় গুলি জানা খুব দরকারী?
ভিপিএস হোস্টিং কি? এর সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর?
এসএসডি হোস্টিং কি ? ওয়েবসাইটের জন্য এসএসডি হোস্টিং কেন থাকা প্রয়োজন?
রিসেলার হোস্টিং কি? এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর?
ওয়ার্ডপ্রেস কি? কিভাবে বেস্ট ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি হোস্টিং সার্ভিস নির্বাচন করবেন?
ডোমেইন এবং হোস্টিং বলতে কি বুঝ? সে সর্ম্পকে আলোচনা কর?
ভাল মানে কোম্পানির কথা বলতে চাইলে আমি বলবো Namecheap, Godday,
Domain.com এখান থেকে আপনি আপনার পছন্দমতো ভালো মানের ডোমেন ও হোষ্টিং
খুব সহজে ও কম দামে কিনতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই।
আশা করি উপরের আলোচনা গুলো মাথায় রাখলে আপনি সহজেই সঠিক প্রতিষ্ঠান থেকে একটি ভালো
মানের ডোমেইন ও হোস্টিং কিনতে পারবেন। যদি এ বিষয়ে আপনার মনে আরও প্রশ্ন থেকে থাকে তাহলে
নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সব গুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।