কিছু সময়ের স্রোত

   কিছু সময়ের স্রোত
        এস পান দাদা

কিছু সময় বলে দেয় আবেগে জড়ানো কিছু বাস্তব অনুভূতির কথা,

কিছু সময় বলে দেয় মনের ভিতর লুকানো ভাললাগার কথা,

কিছু সময় বলে দেয় মন দেওয়া-নেওয়ার কথা

কিছু সময় বলে দেয় ফেলে আসা দিনগুলির কখা।

কিছু সময় বলে দেয় তোমাকে স্মৃতির কোঠায় লুকিয়ে রাখার কথা,

কিছু সময় বলে দেয় তোমাকে ছেড়ে একাকী নিঃসঙ্গ থাকার কথা,

কিছু সময় বলে দেয় ভুল বুঝে দূরে সরে থাকার কথা,

কিছু সময় বলে দেয় একাকী নীরব পথ হেটে চলার কথা।

 কিছু সময় বলে দেয় দুঃখের গান গেয়ে যাবার কথা,
কিছু সময় বলে দেয় অভিমান লুকিয়ে রাখার কথা
কিছু সময় বলে দেয় প্রেমের ও ভালবাসার কথা,
কিছু সময় বলে দেয় তোমাকে কাছে পাওয়ার কথা

কিছু সময় বলে দেয় মনে ভিতর থেকে আসা যন্ত্রনার কথা
কিছু সময় বলে দেয় তোমাকে ভালবাসার কথা
কিছু সময় বলে দেয় নিজের অজান্তে চোখে জল আসার কথা,
কিছু সময় বলে দেয় তোমাকে ভূলে নিজেকে শান্তনা দেবার কথা।

কিছু সময় বলে দেয় দুঃখকে পরাজিত করার কথা
কিছু সময় বলে দেয় তোমাকে ভুলে যাওয়ার কথা
কিছু সময় বলে দেয় তুমি থাকবে স্মৃতির পাতায়,
কিছু সময় বলে দেয় নতুন ভাবে জীবন শুরু করার কথা

কিছু সময় বলে দেয় অভিমানের কথা

কিছু সময় বলে দেয় ভালোবাসার কথা

কিছু সময় বলে দেয় ভুল বুঝে দূরে সরে থাকার কথা

কিছু সময় বলে দেয় তোমার কাছে পাওয়ার কথা

কিছু সময় বলে দেয় আবেগের বসে তোমাকে জড়িয়ে ধরার কথা

কিছু সময় বলে দেয় সঠিক বাস্তবতার কথা

কিছু সময় বলে দেয় তোমাকে না পাওয়ার যন্ত্রনার কথা

কিছু সময় বলে দেয় তোমাকে পাওয়ার আনন্দের কখা

Leave a Comment