কাদের জন্য এই ব্লগিং এবং তারা কারা?
তারা কারা যারা প্রতিনিয়ত বিভিন্ন লেখা তাদের ব্লগে লিখে চলেছে? তারা আপনার মতই একজন মানুষ।
কেও শখের বসে বা অন্য উদ্দেশ্য নিয়ে তারা এই কাজ করে চলেছে। প্রতিদিন লক্ষাধিক মানুষ ব্লগ লিখে
চলেছে। এমন অনেকে রয়েছে যাদের প্রযুক্তিগত জ্ঞান খুবই কম কিন্তু ইন্টারনেটের পাওয়ার ফুল কিছু টুল
ব্যবহার করে তারা ব্লগিং করছে এবং আয় ও করছে অনেক বেশি। চাইলে আজ থেকে আপনিও ব্লগেও
নেমে পড়তে পারেন। সব থেকে সহজ একটি মাধ্যম ইন্টারনেটে আয় করার জন্য।
মানুষ কেন ব্লগিং করছে এবং কি কারনে?
আমি বলব এর উত্তরটা আপনার জানা আছে আশা করি, কারন মানবজাতির স্বভাবেই রয়েছে। আমরা
চাই আমাদের কন্ঠ সারা দুনিয়াতে ছড়িয়ে যাক এবং ইন্টারনেট মাধ্যম ব্যবহারে আজ তা সম্ভব। একটু
কষ্ট করলেই সেই ব্লগার বা ব্যক্তি হাজার হাজার পাঠকের কাছে পৌঁছে যেতে পারবে। অনেকে নিজের
নিত্য কাজ লিখে রাখার কাজে ব্লগ ব্যবহার করে আবার অনেকে তথ্যবহুল পোষ্ট বা ট্রিক এবং টিপস
শেয়ার করে।
ব্লগিং করতে যা যা প্রয়োজন
১. প্রথমে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
২. একটা ইমেইল এ্যাকাউন্ট থাকতে হবে।
৩.নির্দিষ্ট ব্লগের সাইটে আপনার একটা ব্লগ এ্যাকাউন্ট থাকতে হবে।
৪.আপনার কম্পিউটারে অভ্র, বিজয় কিংবা যে কোন বাংলা টাইপিং সফটয়্যার ইনস্টল থাকতে হবে।
৫.বাংলায় টাইপিংস্পিড মোটামুটি সন্তোষজনক হতে হবে।
৬.ব্লগ সাইটের কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে এবং ব্লগের নীতিমালা গুলো জানা থাকতে হবে।
৭. এবং প্রচুর পরিমানে ধৈর্য্য থাবতে হবে। ধৈর্য্য ছাড়া কোন কাজ করতে পারবেন না।
বাংলা ভাষায় জনপ্রিয় কিছু ব্লগ দেখে নিতে পারেন:
২০০৬ সালের প্রথম মাস থেকে শুর হয় বাংলা ব্লগিং এর ইতিহাস। প্রথমে একটি বাংলা ব্লগিংসাইট তার
যাত্র শুরু করার পরপরই আরও একাধিক সাইট অনলাইনে বাংলা ব্লগিং এর সুবিধা নিয়ে উপস্থিত হয়।
এখন বেশ কয়েকটি ব্লগিং সাইট বাংলাভাষী অনলাইন ব্যবহারকারীদের কাছে পরিচিত হয়ে উঠেছে।
নিচে কয়েকটি প্রসিদ্ধ সামাজিক ব্লগ সাইটের ঠিকানা দেয়া হল
http://www.sachalayatan.com/
http://www.somewhereinblog.net/
http://amarblog.com/
http://www.sonarbangladesh.com/blog/
http://www.techtunes.com.bd/
http://www.prothom-aloblog.com/
http://www.nirmaaan.com/blog/
http://www.biggani.com/
http://www.banglablog.bdnews24.com/
http://www.nishorga.com/
http://www.drishtipat.org/bangla/
http://www.bishorgo.com/
http://www.amarbornomala.com
আরো জানুন:-
এগুলোর মধ্যে প্রথম আলো ব্লগ সবচেয়ে বেশী জনপ্রিয়। এছাড়াও আন্তর্জাতিক কয়েকটি কোম্পানী ব্লগিং
সাইট হিসেবে সারাবিশ্বেই তাদের জনপ্রিয়তা অনেক আগেই অর্জন করেছে। বিভিন্ন ফিচার বা সুবিধা
নিয়ে এই ব্লগিং সাইটগুলো বিশ্বে কয়েক মিলিয়নের বেশী ব্লগকে প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি
ভালো আয় করে যাচ্ছে।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।