ওয়েব সাইটের জন্য ডোমেইন রেজিস্ট্রেশনের সময় যে বিষয় গুলো জেনে রাখবেন।

ওয়েব সাইটের জন্য ডোমেইন রেজিস্ট্রেশনের সময় যে বিষয় গুলো জেনে রাখবেন। আপনি ডোমেইন সরাসরি রেজিস্ট্রার

করুন বা বাংলাদেশী কোন রিসেলারের কাছ থেকে কিনুন, কেনার পূর্বে অবশ্যই আরও কিছু বিষয়ে জেনে নিবেন। আমি

সংক্ষেপে পয়েন্ট আকারে লিখছি।

.

আরো পড়ুন:-
What is Grammarly? Why use Grammarly? and Why I use Grammarly?
Domain names for just 88 cents!

.

১. ডোমেইনের জন্য আপনাকে ফুল কন্ট্রোল প্যানেল দিবে কিনা তা জেনে নিবেন।

.

২. যদি কখনও ডোমেইন ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আপনি সরাসরি ট্রান্সফার করতে পারবেন কিনা। নাকি তাদের

কাছে যেতে হবে।

.

৩। যদি আপনি সরাসরি ট্রান্সফার করতে না পারেন তাহলে ডোমেইন কেনার ব্যাপারে সতর্ক থাকুন।

.

৪. ডোমেইন ট্রান্সফার আউট করলে তাদের কোন চার্জ দিতে হবে কিনা। এক্ষেত্রে কোন চার্জ লাগে না। জেনে নিবেন।

.

৫. ডোমেইন লক অপশন রয়েছে কিনা তা জেনে নিন।

.

৬. ডোমেইন ট্রান্সফার অথেনটিকেশন কোড সরাসরি আপনি কন্ট্রোল প্যানেল থেকে নিতে পারবেন কিনা তা জেনে নিন।

যদি কোড তাদের কাছে থাকে তাহলে তাদের কে বাদ দিতে হবে।

.

Bulletproof your Domain for $4.88 a year!

.

৭. ডোমেইন রেজিস্ট্রেশনের সময় অবশ্যই সতর্ক থাকুন ডোমেইনে ব্যবহৃত সকল তথ্য আপনার কিনা।

.

৮. বিভিন্ন বিষয়ের ব্যাপারে ভালো মতো জেনে বুঝে কোন বিভ্রান্ত না হয়ে ভালোভাবে খোঁজ নিয়ে তারপর ডোমেইন

নিবন্ধন করুন।

.

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার

একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি

আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment