ওয়েবসাইট কি? জেনে নিন ওয়েবসাইটের ১০ টি গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ।

আজ আলোচনা করবো ওয়েবসাইট থাকার ১০ টি গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ, এটি কিভাবে কাজ করে এবং

কি কি ধরনের ওয়েবসাইট হতে পারে। এ বিষয় নিয়ে। চলুন জেনে নিয়ে যাক:-

ওয়েবসাইট :

ওয়েবসাইট হলো কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোড কৃত ছবি,

অডিও, ভিডিও ও অন্যান্য বিষয় যেমনঃ Infographic, GIP, Animation ইত্যাদি ডিজিটাল

তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যন্য স্মার্ট

ডিভাইসের এর মাধ্যমে এক্সেস করে দেখতে পারি।

ওয়েবসাইট থাকার ১০ টি গুরুত্বপূর্ণ সুবিধা সমূহঃ-

১. খুব কম খরচে যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওয়েবসাইট ব্যাবহার করে তাদের ব্যবসার প্রসার

সাধন করতে পারে।

২. যে কোন স্থান থেকে যে কেউ ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোন সময় দেখতে পারে।

৩. নির্দিষ্ট প্রসেস এর মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষনিক তথ্য প্রকাশ করা যায়।

৪. ওয়েবসাইটে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা সহ এছাড়াও আরও

অনেক কাজ করা যায়।

৫. ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য (যেমনঃ বিভিন্ন ছবি, অডিও, ভিডিও, পিডিএফ ফাইল)

ডাউনলোড করা যায।

আরো জানুন: ওয়েবসাইট: সারা জীবনের স্থায়ী উপার্জনের ক্ষেত্র হতে পারে একটি ওয়েবসাইট।

৬. সাধারনত প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় ও ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি

করা যায়।

৭. বড় বড় কর্পোরেশন ও আর্থিক প্রতিষ্ঠান গুলো আন্তর্জাতিকভাবে তাদের ব্যবসায়িক লেনদেনের ও

পরিচিতি লাভের জন্য ওয়েবসাইটকে তাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।

৮. একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত ও সহজেই যেকোন ব্যবসা মানুষের কাছে পরিচিতি পাচ্ছে ও

আস্থা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।

৯. বিভিন্ন সরকারি ওয়েবসাইট থাকার ফলে আমরা সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জানতে পারি ।

যেমনঃ বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট, ভুমি বা জমি-জমা সংক্রান্ত তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি ইত্যাদি।

আরো জানুন: বই লিখেছেন পাবলিশ করতে পারছেন না? চিন্তা নায় ।

১০. আজ ওয়েবসাইটের ব্যবহার আছে বলেই Amazon, Aliexpress, Ebay এর মত বড় বড়

ই-কমার্স সাইট প্রতিষ্ঠিত হয়েছে এবং সেগুলো হতে আফিলিয়েশন এর মাধ্যমে নিশ সাইট গড়ে তুলে আজ

মানুষ অনেক টাকা ইনকাম করছে।

আশা করি পোস্ট টি পড়ার বুঝতে পারছেন একটি ওয়েবসাইট  আপনাকে কি কি সুবিধা দিতে পারে।

লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না । আর এ বিষয় নিয়ে আপনার মনে যদি

কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আমি উওর দিবো আশা

রাখি।

ভাল থাকবেন।

Leave a Comment