ওয়েবসাইটে বাংলা আর্টিকেল কিভাবে আয় করবেন তার বিষয়ে আলোচনা

কিভাবে বাংলা ওয়েবসাইট থেকে বেশি টাকা আয় করা যায়? তার বিষয়ে জানতে আজকের পোস্টটি,

আশা করি আপনার উপকারে আসবে। এই পোস্ট পড়ার পর একটি বাংলা ব্লগে আর্টিকেল লিখে মাসে কি

পরিমান টাকা আয় করা যায় তার বিষয়ে আপনি ভালোভাবে ধারণা পাবেন। আজকের পোস্টে বাংলা

ব্লগিং এর আয়ের প্রকৃত রহস্য আপনাদের সামনে তুলে ধরব।

১। গুগল এডসেন্স করে আয়:

বাংলা ভাষার ব্লগারদের প্রধান আয়ের উৎস হচ্ছে গুগল এডসেন্স। ২০১৭ সালের পূর্বে এডসেন্স বাংলা

ভাষা সাপোর্ট করত না বিধায় তখন বাংলা ব্লগে গুগল এডসেন্স বিজ্ঞাপন ব্যবহার করা সম্ভব হত না।

সেই সময় গুগল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট না করার কারনে ২০১৭ সালের পূর্বে অনলাইনে বাংলা ব্লগ

খোঁজে পাওয়া যেত না বললেই চলে। কিন্তু ২০১৭ সালে গুগল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করার পর

থেকে বাংলা আর্টিকেল দিয়ে ব্লগ তৈরি করার প্রতিযোগিতা শুরু হয়। বর্তমানে গুগলে সার্চ করলে অনেক

ভালোমানের বাংলা ব্লগ খোঁজে পাওয়া যায়। মূলত গুগল এডসেন্সকে টার্গেট করে এখন বেশিরভাগ ‍নতুন

বাংলা ব্লগ লঞ্চ হচ্ছে। কাজেই আপনার ব্লগের আর্টিকেল বাংলা হয়ে থাকলে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন

আপনার ব্লগে ব্যবহার করে মাসে মাসে অনলাইন হতে টাকা আয় করতে পারবেন।

২। এফিলিয়েট মার্কেটিং করে আয়:

অনলাইনে অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নেওয়াকে সংক্ষেপে এফিলিয়েট মার্কেটিং বলে।

এফিলিয়েট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের ব্লগে এফিলিয়েট সংক্রান্ত পোস্টটি পড়ে নিবেন।

কারণ এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা না থাকলে এফিলিয়েট মার্কেটিং করে সফল হতে

পারবেন না।

বাংলাদেশে কিছু কিছু অনলাইন মার্কেট আছে যারা এফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে। আপনি সেই সকল

অনলাইন মার্কেটের প্রোডাক্ট এর এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। যেমন- বিডিশপ, দারাজ, ঝাক্কাস,

বাংলা শপার, বহুব্রিহি ও বিভিন্ন ডোমেই হোস্টিং কোম্পানি রয়েছে যাদের এফিলিয়েট প্রোগ্রাম চালু

আছে। আপনি চাইলে এই সকল মার্কেটপ্লেসে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। সাধারণত এই

কোম্পানিগুলো ৭-১৫% পর্যন্ত কমিশন দিয়ে থাকে।

৪। প্রোডাক্ট রিভিউ করে আয়:

অনলাইনে বিভিন্ন ব্লগে প্রোডাক্ট এর রিভিউ তৈরি করা ডিজিটাল মার্কেটিং এর বড় একটি অংশ।

আপনার বাংলা ব্লগে মোটামুটি ট্রাফিক থাকলে আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এর বাংলা রিভিউ

লিখে কোম্পানির নিকট থেকে টাকা আয় করতে পারেন।

সাধারণত বিভিন্ন কোম্পানির মার্কেটিং সেক্টর থেকে তাদের কোম্পানির প্রোডাক্ট ব্লগে রিভিউ লেখার

জন্য জনপ্রিয় ব্লগগুলোর এ্যাডমিন এর সাথে যোগাযোগ করা হয়। বাংলা ব্লগে প্রোডাক্ট এর রিভিউ

লেখার অনেক ডিমান্ড রয়েছে এবং প্রোডাক্ট রিভিউ এর জনপ্রিয়তা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।

৩। নিজের প্রোডাক্ট বিক্রি করে আয়:

আমাদের দেশের শিক্ষিত ও সচেতন অনেক মানুষ অনলাইনে কেনাকাঠা করে। ডিজিটাল মার্কেটিং এর

জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার যদি কোন ডিজিটাল প্রোডাক্ট এর দোকান থাকে, তাহলে ব্লগে

সেই প্রোডাক্ট এর রিভিউ বাংলাতে লিখে আপনার প্রোডাক্ট অনলাইন মার্কেটিং করতে পারেন।

বিশেষকরে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা ও ডিজিটাল একসেসোরিজ এর শপ থাকলে

সেগুলো সহজে আপনার ব্লগের মাধ্যমে বিক্রি করে বাংলা ব্লগ টাকা আয় করতে পারেন।

৫। ডাইরেক্ট এড (বিজ্ঞাপন) থেকে আয়

এ ধরনের বিজ্ঞাপন শুধুমাত্র ভালোমানের ব্লগগুলো পেয়ে থাকে। আপনার ব্লগটির ট্রাফিক প্রচুর পরিমানে

হলে আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এর বিজ্ঞাপন বাংলা ব্লগে ব্যবহার করে টাকা আয় করতে

পারবেন। ডাইরেক্ট বিজ্ঞাপন এর রেট অনেক বেশি হয়। এ ধরনের বিজ্ঞাপন পাওয়ার জন্য প্রথমে

আপনার ব্লগের ভিজিটর বৃদ্ধি করার পাশাপাশি ব্লগের জনপ্রিয়তা ও পরিচিতি বৃদ্ধি করে নিতে হবে।

অন্যথায় নরমাল ব্লগে ডাইরেক্ট বিজ্ঞাপন পাওয়া যায় না।

 এগুলো ছিলো খুব গুরুত্বর্পূণ বিষয় বাংলা কন্টেন্ট লিখে নেট থেকে আয় করার জন্য এছাড়াও আপনি

আরো অনেকভাবে আয় করতে পারবেন। কিন্তু এগুলোর মাধ্যমে বেশি করে আয় করতে পারবেন

আপনি।

আরো পড়ুন:

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment