নদী মাতৃক দেশ আমাদের এ বাংলাদেশ । আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি ।
তাই দরিদ্রতা আমাদের দেশে অনেক, আমরা একে ছাড়তে চাইলে ও, সে আমাদের কে ছাড়ে না । এদেশে
এখন শিক্ষিত মানুষের হার অনেক বেশি , কিন্তু কর্মসংস্থান অনেক কম । এজন্য প্রতি বছর অনেক মানুষ
শিক্ষিত হাওয়া স্বত্বেও কাজের অভাবে বেকার হয়ে ঘরে বসে আছে । কিন্তু ডিজিটাল সময়ে আপনি যদি
বলেন ,আমি বেকার, কোন কাজ পাচ্ছি না।অনেক খুজেছি কেও কাজ দিতে চাই না । আবার বলেন যে
কাজ পেতে হলে মামাদের প্রয়োজন হয়।এখন কিন্তু এসব অজুহাত চলে না । কারন এখন অনলাইনে
অনেক কাজের ব্যাবস্থা আছে ।আপনি চাইলে তা করতে পারেন । এবং ঘরে বসেই কাজ করতে পারেন ।
কোন বস ছাড়াই নিজে আয় করবেন । নিজের মত চলবেন ।এটার মত শান্তি আর কি হয় বলুন তো ।
আপনি চাইলে অনলাইনে ইনভেস ছাড়াই আয় করতে পারেন । যেমন: O desk, Freelancer,
Upper work, People per work etcs.আবার চাইলে ও অল্প কিছু টাকা ইনভেস্ট করে
আয় করতে পারেন ।অনেক টাকা যা আপনার কল্পনার চাইতে অনেক বেশি ।
সুতরাং বেকার বলে নিজেকে দোষারোপ না করে আসুন আয় করি অনলাইনে কাধে কাধ মিলিয়ে ।সকল
সমস্যা হবে দুর ,মনে আসবে শান্তি। এখন আমাদের সরকার ও বেকার সমস্যা দুর করার জন্য
অনলাইনে ফ্রি কোর্সের ব্যাবস্থা করেছে । তাছাড়া বিভিন্ন এনজিও ও প্রাইভেট কোম্পানি গুলোতে অল্প
টাকা নিয়ে অনলাইনে কিভাবে আয় করা তা শিক্ষিয়ে থাকে । অতএব আর বসে থাকবেন না । আপনি
আয় করলে আপনি ভাল থাকবেন ।পাশাপাশি আপনার পরিবার ও ভাল থাকবে।
সুতরাং আসুন অনলাইনে করি আয় । বেকার সমস্যা কে জানাই বিদ।য় ।
