আমরা মানুষ প্রতি নিয়ত স্বপ্ন দেখি কোন না কোন বিষয় নিয়ে, কারন স্বপ্ন বিহীন কোন মানুষ বাচঁতে পারে না । স্বপ্ন মানুষকে বাচিঁয়ে রাখতে সাহায্য করে ।আর এ স্বপ্ন কেও পূরণ করতে পারে আবার কেও একদিনের উপর ছেড়ে দিয়ে হাল ছেড়ে দেয় । এটা কি ঠিক ?
আমরা সকলে একটি নিদিস্ট সময়ের জন্য এ পৃথিবীতে এসেছি । কেও সারা জীবন থাকবে না । আমি ও থাকবো না তাই বলে কি বসে বা ঘুমিয়ে জীবন টা পার করে দিবো না তা হয় না । আমাদের এক এক জনের এক এক রকম মেধা আছে । কেও বেশি বুদ্ধিমান আবার কেও কম ।
এটা আমরা মনে করি আসলে এটা ঠিক না বিধাতা সকল কে একি বুদ্ধি , মেধা দিয়ে সৃষ্টি করেছেন । কিন্তু তা পূরণ করা সম্ভব হয় না এই পৃথিবীর মোহ মায়ায় পড়ে ।
আরো জানুন: সুখী জীবনের জন্য ২০ টি শিক্ষানীয় উপদেশ যা আপনার জীবনকে বদলে দেবে।
আরো জানুন: 10 টি জিনিস আপনি কিনতে পারবেন না।
কারন এখানে কেও গরীব আবার কেও বড় লোক ।যারা বড়লোক তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারে আর যারা গরীব ঘরে জন্ম নেয় তারা স্বপ্ন দেখে কিন্তু অভাবের কারনে তা পূরণ করা সম্ভব হয় না এটায় কারন।তারা কিন্তু হাল ছাড়ে না একদিনের উপর ছেড়ে দেয় ।
এই একদিন কারো জীবনেআসে আবার কারো জীবনে আসে না ।তাই বলে কি গরীব মানুষ স্বপ্ন দেখবেনা।হ্যাঁ দেখবে অবশ্যই দেখবে কারন স্বপ্ন দেখার অধিকার সকলের আছে । আর স্বপ্ন পূরন করা সকল মানুষের পক্ষে সম্ভব হয় না । তাই স্বপ্ন কে আজ অথবা কাল এর উপর ছেড়ে দিয়ে থাকে কিছু মানুষ । যা আসলে কোন দিন পূরণ হবে না ।
আরো জানুন: র্ধৈয্য মানুষকে বদলে দেয়
ধরুন একদিন যদি আজ হয় । তবে তার জন্য আপনি কতটুকু প্রস্তুত আছেন । আমি মনে করি তার জন্য আমরা অনেকেই প্রস্তুত আছি। আমি মনে করি কি জানেন আমাদের এমন স্বপ্ন দেখা উচিত যা আমরা পূরন করতে পারবো ।আমাদের এক একটি স্বপ্ন পূরন হলে আমাদের যে কি আনন্দ হতে পারে তা প্রকাশ করা যাবে না যার পূরণ হয়েছে একমাএ সেই বুঝতে পারে ।
আরো জানুন: চিন্তা আপনার ক্যারিয়ার ধ্বংস করতে পারে
আরো জানুন: কাজ এখনই শেষ করার অভ্যাস গড়ে তুলুন
তাই আসুন আমার সাথে অল্প স্বপ্ন নিয়ে এগিয়ে যায় সামনের দিকে আপনার স্বপ্ন তো পূরণ হবেই এবং যেটা কখনো আশা করেন নি সেটা ও পুরণ হবেই শুধু কিছু সময়ের ব্যাপার। আপনার স্বপ্ন আপনি পূরণকরূন এবং মানুষ কে জানান যেন তারাও উৎসাহ পায় তাদের স্বপ্ন পূরণ করবার জন্য ।
একটি ওয়েব সাইট আপনার স্বপ্নকে যেমন পূরণ করতে পারে তেমন আপনাকে টাকা আয়সাইট আপনার স্বপ্নকে যেমন পূরণ করতে পারে তেমন আপনাকে টাকা আয় করার পথ ও দেখিয়ে দিতে পারে । বিশ্বাস আমি করি । আপনি যদি করেন তবে আসুন এগিয়ে যায় স্বপ্ন পূরণের পথে ।
মনে রাখবেন একদিন কিন্তু আজ ,কাল নাও আসতে পারে, আপনার আমার জীবনে ।
ভাল থাকবেন