মাস শেষে বেতন পেয়ে লোকটি ছেঁড়া জুতার দিকে তাকিয়ে এক জোড়া ভালো জুতা কেনার চিন্তা করলো। হঠাত তার স্ত্রীর কল, “ছেলের বায়না করা স্মার্টফোনটা কি এবার কিনে দিতে পারবে?” অতঃপর মুচির কাছে জুতা সেলাই করে হাসিমুখে ছেলের স্মার্টফোনটা কিনেই সে বাসায় ফিরলো।
একজন পিতার তার সন্তানকে বলা সবচেয়ে দামী কথা: সবসময় চেষ্টা কারো আমার উপদেশ অনুসরণ করার..
তার কারণ এটা নয় যে আমি সবসময় ঠিক.. তার কারণ এটা যে জীবনে ভুল পদক্ষেপ নেওয়ার অভিজ্ঞতা তোমার চেয়ে আমার বেশি.. একজন ভালো মা আর একজন ভালো স্ত্রী পাওয়াটা আসলে স্বর্গ থেকে আসা একটা বর-এর মতন… যে পেয়েছে সে প্রকৃত ধনী…
একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে, কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে একেকজন রাজকন্যা।
একটা অদ্ভুত সত্য:
প্রত্যেক মা ভাবেন, তাঁর স্বামীর থেকে অনেক ভালো স্বামী যেন মেয়ের ভাগ্যে থাকে..
কিন্তু এই ব্যাপারে তিনি নিশ্চিত থাকেন যে তিনি যত ভালো স্ত্রী হয়ে উঠেছেন.তাঁর ছেলে চেষ্টা করলেও তেমন স্ত্রী ঘরে আনতে পারবে না.. একটি পরিবার তখনি সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে থাকেন একজন মাতৃরুপী কেউ যিনি সবাইকে আগলে রাখবেন…
একটি মেয়ে একটি ছেলেকে ভালবাসত.. কিন্তু শেষ অবধি তার বাবা মা ছেলেটাকে মেনে নিল না..
তারা সিদ্ধান্ত নিল পালিয়ে গিয়ে বিয়ে করার! কোর্টে পৌঁছে মেয়েটা যখন সাইন করতে গেল, দেয়ালে ঝোলানো একটা পোস্টার দেখে তাকে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে হল! দেয়ালে একটা বাচ্চা মেয়ের ছবি ছিল,
নিচে লেখা ছিল, এই জন্যে মেয়ে জন্ম দিতে ভয় পেতাম!
একটি মেয়ের সেরা উত্তর:
বাবা: তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে না তোমার স্বামীকে?
মেয়ে: কি জানি..বুঝতে পারি না..
যখন আমি তোমাকে দেখি, আমি ওকে ভুলে যাই,
আর যখন আমি ওকে দেখি আমার তোমার কথা আরো বেশি করে মনে পড়ে..
Hello Friends,
This is my YouTube Channel. ”Simon Pan Motivation” Please Visit My Channel and One Request
‘‘ Subscribe ” My Channel.
This is my channel Link; https://www.youtube.com/channel/UCtO2net2KJkestBtEF0WJMQ