এই কাজগুলি করলে ঘুমিয়ে থাকলেও আপনি আয় করবেন।

আপনারা সকলেই জানেন অনলাইন থেকে আয় করার প্রচুর মাধ্যম আছে। তার মধ্যে কিছু মাধ্যম হচ্ছে

একটিভ ইনকাম এবং কিছু হচ্ছে প্যাসিভ ইনকাম। একটিভ ইনকাম হচ্ছে  যখন আপনি কাজ করবেন

ঠিক তখনই পেমেন্ট পাবেন।

যেমন: ফ্রিল্যান্সাররা বিভিন্ন মার্কেটপ্লেসে   বিভিন্ন ক্লাইন্ট বায়ারদের সাথে কাজ করে থাকে।এবং কাজের

পরে তাদেরকে একটি পেমেন্ট দেয় এবং এ পেমেন্ট হচ্ছে অ্যাক্টিভ ইনকাম।

প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটি ইনকাম যেখানে আপনি কিছুদিন সময়ের জন্য কাজ করবেন পরে

কাজ বন্ধ করলেও সেখান থেকে আয় হতে থাকবে সেটি হচ্ছে প্যাসিভ ইনকাম। এই ইনকাম সারা জীবন

আপনার আসতে থাকবে আপনি একবার শুধু আপনার বিজনেসটা গ্রু করে দিবেন।ব্যাস তারপর আস্তে

আস্তে আপনার ইনকাম আসতেই থাকবে।

আপনি কোথাও ঘুড়তে গেলে অথবা ঘুমিয়ে থাকলো আপনার ইনকাম আসতে থাকবে এটি হচ্ছে প্যাসিভ

ইনকাম।

যে কাজগুলি করলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন:

এফিলিয়েট মার্কেটিং:

এফিলিয়েট মার্কেটিং প্যাসিভ আয় করার একটি জনপ্রিয় মাধ্যম । এফিলিয়েট মার্কেটিং করে এখন মানুষ

হাজার হাজার ডলার আয় করছে। বিভিন্ন মার্কেটপ্লেস থেকে । আপনি যদি ভালো কনটেন্ট লিখতে

পারেন তবে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারেন খুব সহজে।এফিলিয়েট মার্কেটিং করার জন্য

 আপনার দরকার হবে একটি ওয়েব সাইট যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান।আপনার ওয়েব

সাইটে বিভিন্ন প্রোডাক্ট এবংতার বিষয়বস্তু  লিখতে পারেন এবং সেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর

অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিতে পারেন। সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে প্রোডাক্ট বিক্রি করতে

পারবেন। এবং আপনার রয়েলটি একটি আফিলিয়েট কমিশন সব সময় পেতে থাকবেন।তাছাড়া প্যাসিভ

ইনকাম করার জন্য আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন ,ওয়েব ডিজাইন টেমপ্লেট তৈরি করা শিখতে

পারেন এবং বিভিন্ন থিম প্লাগিন এই সমস্ত জিনিস গুলো তৈরী করা শিখতে পারেন এবং প্রচুর ইনকাম

করতে পারবেন।

গুগল এডসেন্স:

গুগল এডসেন্স অনলাইন থেকে আয় করার একটি জনপ্রিয়  মাধ্যম এই প্লাটফর্মে প্রচুর পরিমাণে লোক

আছে যারা মাসে গুগল এডসেন্স  হাজার হাজার ডলার ইনকাম করছে। গুগোল অ্যাডসেন্সে কাজ করার

জন্যদরকার হবে আপনার একটি ওয়েবসাইট অথবা একটি ইউটিউব চ্যানেল । যদি  আপনার একটি

ওয়েবসাইট থাকে তাহলে আপনি খুব সহজে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে

মনিটাইজেশন করে আপনি আপনার ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন।আপনার যদি একটি ভাল

ওয়েব সাইট থাকে এবং সেখানে যদি প্রচুর পরিমানে ভিজিটর থাকে তাহলে আপনি আপনার ওয়েব সাইটে

গুগল এডসেন্স এর এড প্রদর্শন করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও

আপনার যদি কোন ওয়েবসাইট না থাকে যদি একটি ইউটিউব চ্যানেল  থাকে এবং সেখানে কাজ করে

আপনার ইউটিউব চ্যানেলটি গুগল এডসেন্স এর সাথে মনিটাইজেশন করতে পারেন এবং আপনার

ভিডিওতে গুগল এডসেন্স এর এড প্রদর্শন করে একটি প্যাসিভ ইনকাম করতে পারেন।আপনার ইউটিউব

চ্যানেলটি গুগল এডসেন্স এর সাথে মনিটাইজেশন করতে পারেন এবং আপনার ভিডিওতে গুগল এডসেন্স

এর এড প্রদর্শন করে একটি প্যাসিভ ইনকাম করতে পারেন।

বন্ধুরা অনলাইনে সব চাইলে সহজ এবং অনেক টাকা আয় করার মাধ্যমটি হলো এফিলিয়েট মাকেটিং

আপনি এ কাজটি একবার শুরু করলে পরে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার আয় হতে থাকবে।বিষয়টি

একটু দেরিতে হলেও একবার শুরু হলে তা চলতে থাকবে সারা জীবন। অনলাইন থেকে আয় করুন ভাল

থাকুন।

Leave a Comment