ইন্সট্যান্ট আর্টিকেল লিখে আয় করুন ফেইসবুক থেকে ।

ফেইসবুক থেকে আয় করা যায় এ বিষয়ে আমরা সকলে জানি। ফেইসবুক থেকে আয় করা সম্ভব, এবং

প্রচুর পরিমাণে টাকা। কোন রকম দক্ষতা ছাড়াই আপনি আয় করতে পারবেন। এখানে অনায়াসে বলা

যায়, একজন ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনার থেকেই বেশি ইনকাম করা সম্ভব, এবং অনেকেই

করছে। আপনি ও চাইলে করতে পারেন। তার জন্য যেটি প্রয়োজন তা হলো সঠিক পথ দিক র্নিদেশনা।

আজ আমি আপনাদের সামনে আজ ফেইসবুক থেকে আয় করার একটা অন্যতম মাধ্যম ইন্সট্যান্ট

আর্টিকেলনিয়ে  আলোচনা করবো।

ইন্সট্যান্ট আর্টিকেল:

আমরা সাধারনত একটি ওয়েব সাইট হতে ফেইসবুকে যে আর্টিকেল শেয়ার করি, সেই আর্টিকেল যদি

ফেইসবুক এডভাইস সিস্টেম অনুযায়ী শেয়ার করি তাহাকেই ইন্সট্যান্ট আর্টিকেল বলে।

আরো সহজ ভাবে বলতে পারি তা হলো:- ফেইসবুক অফিসিয়াল মোবাইল এপ্যাসের মাধ্যমে বিভিন্ন

ওয়েব সাইটের আর্টিকেল সহজেই ক্লিক করার মাধ্যমে, সাইটে না গিয়ে ফেইসবুকেই সম্পূর্ণ আর্টিকেল পড়া

যায় ইহাকেই ইন্সট্যান্ট আর্টিকেল বলে।

Facebook ইন্সট্যান্ট আর্টিকেল সেটআপ:

Facebook Instant articles সেট আপ করতে সাধারণত দরকার হবে,একটি ওয়েব সাইট এবং

একটি ফেইসবুক পেইজ। ফেইসবুকের নির্দিষ্ট সেট আপ কোড থিমের মধ্যে বসাতে হয় এবং ওয়ার্ডপ্রেস

প্লাগইন এর মাধ্যমে ওযেব সাইট টু পেইজ কানেক্ট করা হয়।

ওয়েব সাইটে পাবলিশকৃত আর্টিকেল গুলো ফিড এর মাধ্যমে ফেইসবুক পেইজে আসে, এবং ডেভলপমেন্ট

এর মাধ্যমে ইন্সট্যান্ট আর্টিকেল হিসেবে তৈরী হয়।

আরো পড়ুন: ফ্রিল্যান্সিংকরে সফল হবে কি কি কাজ করলে?

Facebook –ইন্সট্যান্ট আর্টিকেলে আয় কেমন হয়:

Facebook instant articles এর ইনকাম অনেকটা গুগল এডসেন্স এর মত। তবে এডসেন্স থেকে

ভালো পেমেন্ট করে ফেইসবুক। আর ফেইসবুকে মানুষ সাধারণত অনেক সময় ব্যয় করে। এর কারণে

ফেইসবুক ট্রাফিক পাওয়া সহজ এবং আনিং বেশি। সাধারণত আমার ইনকাম 150-200$ ডলার

ইনকাম হয়। যদিও যথাযথ সময দেই না। আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের মাসিক 2000$ এর

উপরে ইনকাম্। আপনি চাইলে এ কাজটি খুব সহজে করতে পারেন।

Facebook instant articles থেকে পেমেন্ট কিভাবে গ্রহন করবেন:

Facebook instant articles এর পেমেন্ট আপনি ব্যাংক এর মাধ্যমে পাবেন। 100$ এর উপরে

হলে অটোমেটিক আপনার ব্যাংক একাউন্টে ডলার ঢুকে যাবে। এছাড়াও রিসেন্টলি পেঅনারে পেমেন্ট

নেওয়ার সিস্টেম চালু করেছে ফেইসবুক।

আরো জানুন: ফ্রিল্যান্সিং শিখতে হলে যা জানতে হবে জেনে রাখুন

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Leave a Comment