ইউটিউবে মনিটাইজ পেতে কেমন ভিডিও বানাতে হবে?

আমাদের দেশে অনেক লোক আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করছে।কিন্তু তাদের

মধ্যে কেও সফল হতে পারে আবার কেও পারে না ।কেন তারা পারে না তাদের জন্য আমার আজকের

লেখা। কারণ তারা ইউটিউব সম্পর্কে খুব বেশি একটা ধারনা না নিয়ে ইউটিউবে কাজে নেমে পড়েন।

আরো জানুন: টপ লেভেল ডোমেইন কি এবং ডোমেইন কত প্রকার হয়ে থাকে?

যার কারনে তারা খুব বেশি দূর আগাতে পারেন না। কিছুদিন কাজ করার পরে তারা ব্যর্থ হয়ে চ্যানেলটি

বন্ধ করে দেন।আপনি যদি ইউটিউব এ কাজ করতে চান এবং ইউটিউবে ভিডিও মনিটাইজ করে আয়

করতে চান তবে আপনাকে অবশ্যই নিচে দেওয়া বিষয়গুলো ভালভাবে পড়ে তারপর সামনের দিকে আগা

তে শুরু করবেন। তাহলে আপনি আয় করতে পারবেন।

বিষয়গুলো হলো:

1.ইউটিউবে কোন কপিরাইট কোন ভিডিও আপলোড করবেন না।যে ভিডিও আপলোড করবেন তা

যেন আপনার নিজের সম্পূর্ণ ভিডিও হয়।

2. অন্য কারো ভিডিও থেকে তাদের কনটেন্ট একটু অথবা বেশি অংশ কেটে নেওয়া থেকে বিরত থাকুন।

3. ইউটিউবে শুরু করার আগে ইউটিউবের কপিরাইট রুলস সম্পর্কে বিস্তারিত জেনে  তারপরে ভাল

ভাবে কাজ করা শুরু করুন।

আরো জানুন: ওয়েব পেজ কি? ওয়েব পেজ তৈরি ও ব্যাবস্থাপনার জন্য প্রয়োজনীয় টুলস সমূহ।

4.আজেবাজে ভিডিও ইউটিউবে আপলোড করবেন না। আপনি যদি কোন খারাপ ভিডিও আপলোড

করেন তবে আপনার চ্যানেলটি বন্ধ করে দিতে পারে তাই সাবধান থাকবেন।

5.ভিডিও এর ভিতর এক রকম কনটেন্ট আর ভিডিও এর টাইটেলে  অন্য রকম একটা আকর্ষণীয় বিষয়

লিখে দিয়েছেন। এরকম ভিডিও আপলোড করা যাবে না।তাতে সমস্যা হতে পারে। আপনি যদি এ

ধরনের কাজ করে থাকেন তবে সেই ভিডিটি এখনি বন্ধ করে দেন বা  নতুন করে এডিট করে দিন।

আরো জানুন: “ইউটিউব নাকি ফেসবুক” কোনটা থেকে আয় করবেন

6.ইউটিউবে আপনি যদি কাজ করতে চান তাহলে এমন ভিডিও আপলোড করুন যা মানুষের উপকারে আসে।

7. আপনাকে এমন ভিডিও দিতে হবে মানুষ যেন আপনার ভিডিওটা দেখে। শুধুমাত্র আপনার ভিডিও তে

ক্লিক করলেই হবে না আপনার ভিডিওতে ওয়াচ টাইম থাকতে হবে এমন ভালো ভিডিও যদি  ইউটিউবে

আপলোড করতে পারেন। তাহলে আপনি ইউটিউব থেকে মনেটাইজ পাবেন। তা না হলে  ইউটিউব থেকে

মনিটাইজ পাবেন না।

পড়ুন: ইউটিউবে মনিটাইজ পেতে কেমন ভিডিও বানাতে হবে?
১০টি সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া, যা আপনার কাজ করতে সাহায্য করবে।।

8.ইউটিউবে এখন কার সময়ে ভিউ এর চাইতে ওয়াচ-টাইম এর গুরুত্ব বেশী দিয়ে থাকে কারন মানুষ

থাম্বনেইল নানা ধরনের আকর্ষণীয় ছবি ব্যবহার করে ভিডিও তে ক্লিক আনতে পারে ।কিন্তু ভিডিওটি

যদি ভালো না হয় মানুষ এই ভিডিওটি দেখবে না যার কারণে ইউটিউব বর্তমান সময় ওয়াচ-টাইম এর

উপরে প্রচুর পরিমাণে নজর দিচ্ছে। আপনাকে মনিটাইজ পেতে হলে  অবশ্যই আপনার নিজের কন্টেন্ট

আপলোড করতে হবে।

9.অন্যকারো কনটেন্ট চুরি করলে আপনি মনিটাইজেশন পাবেন না।

আরো জানুন: ইউটিউব ভিডিও কিভাবে র‌্যাঙ্ক করবেন ?

10.আপনি যদি ভিডিও তৈরি করতে পছন্দ করে থাকেন এবং এটা করতে আপনার ভালো লাগে তবে

আপনি এ কাজে আসতে পারেন।কারন আপনি অনলাইনে যে কাজটি করতে আসেন না কেন সেই কাজটি

প্রতি আপনার একটা আগ্রহ থাকতে হবে তাহলে আপনি ওই কাজটা করে সফল হতে পারবেন।

11.এখন ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাই আপনাকে এখানে অনেক কষ্ট করতে হবে এবং

পারলে প্রতি দিন নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে।

আরো জানুন: ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করবেন ? এবং সেই টাকা কিভাবে উঠাবেন?

12. ইউটিউব এ কাজ করতে হলে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিছুটা শক্তিশালী হতে হবে।

যেমন ফেসবুকে ,টুইটারে, গুগল প্লাস এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকতে

হবে এবং সেই অ্যাকাউন্ট গুলোতে ইউটিউব এর ভিডিও  শেয়ার করতে হবে যেন মানুষের সামনে

আপনার ভিডিও গুলো পৌঁছায়।আপনি যখন নতুন চ্যানেল করবেন ।

আরো জানুন: ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন তার র্সম্পকে আলোচনা ?

তখন আপনার কোন সাবস্ক্রাইবার থাকবে না তাই আপনাকে মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছানোর

জন্য আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করতে হবে। আর অবশ্যই ফেসবুকে একটি গ্রুপ এবং

একটি পেজ তৈরি করে নিতে হবে আপনার ভিডিও গুলো শেয়ার করার জন্য।তাহলে আপনার চ্যানেলের

জন্য বেশ ভাল হবে।

11. ইউটিউবের নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে 1 হাজার সাবস্ক্রাইবার

এবং 4000 মিনিট ওয়াচ টাইম  হতে হবে।তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ এর জন্য এপ্লাই করতে

পারবেন।

আরো জানুন: ইউটিউবে কিভাবে অ্যাডসেন্স যুক্ত করবেন ?

12. যদি মনিটাইজেশন পাওয়ার যোগ্য না থাকে সেই প্রবলেম গুলো আপনাকে ইউটিউব জানিয়ে দেবে

এবং পরবর্তীতে এপ্লাই করার জন্য আবার সময় দেওয়া হবে একমাস পরে আপনি আবার পুনরায়

আবেদন করতে পারবেন যে সমস্যা গুলো ইউটিউব আপনাকে বলে দেবে আপনার সেই সমস্যার সমাধান

করে পুনরায় একমাস পরে আবেদন করলে আপনার চ্যানেল টি যদি ঠিকঠাক ভাবে সমাধান করতে

পারেন তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন।

আরো জানুন: ইউটিউব চ্যানেলে কি কি ভিডিও দেওয়া যায় ?

13.ইউটিউবে কাজ করতে চাইলে আপনাকে অনেক সততার সাথে কাজ করতে হবে। যেন আপনার

ভিডিও তে অসৎ কিছু না থাকে।সাবধান থাকবেন।

ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একবার কাজ করা শুরু করলে এবং ভালভাবে ‍যদি

মনিটাইজেশন পেয়ে যান এবং সফলভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে  একটি ইউটিউব

চ্যানেল দিয়ে সারা জীবনি আয় করতে পারবেন।তাই বলছি আপনার যদি ইচ্ছা থাকে অনলাইনে কাজ

করে আয় করবেন তাহলে আমি বলবো একটি  ইউটিউব চ্যানেল খুলুন । এবং ভালভাবে কাজ শুরু

করুন। ইউটিউবে কাজ করার জন্য আপনাকে প্রচুর পরিমানে ধর্য্য থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে

আরো জানুন: ইউটিউব থেকে টাকা আয়ের থেকেও গুরুত্বপূর্ণ ভিডিও-এর মান সর্ম্পকে আলোচনা ।

তাহলে  ইউটিউব এর সফলতা অর্জন করতে পারবেন তা না হলে আপনাকে কিছুদিন কাজ করার পরে

পিছনে ফিরে চলে আসতে হবে। পোষ্টটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন।এবং কিছু

বলার থাকলে কমেন্ট করে জানাতে ভূলবেন না।

 ধন্যবাদ…

ভাল থাকবেন

Leave a Comment