২০১৯ সালের পূর্বে ইউটিউবে গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে আয় শুরু করার ক্ষেত্রে কোন ধরা বাধা
নিয়ম ছিল না। কিন্তু ইউটিউব পরে তাদের নতুন পলিসি অনুসারে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার
জন্য আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও এক বছরে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে
হবে। অতএব ইউটিউবে এক বছরে মিনিমাম ১০০০ ঘন্টা ভিডিও ভিউ হওয়ার পর আপনি ইউটিউব
থেকে টাকা আয় করা শুরু করতে পারবেন।
পড়ুন:- আউটসোর্সিং: কি? কেন? এবং কিভাবে? আউটসোর্সিং এর A to Z গাইড লাইন।
ইউটিউব কিভাবে টাকা দিয়ে থাকে:-
অনেকে মনে করে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার বিষয় একটি হাস্যকর ও
নিছক গল্প ছাড়া আর কিছুই না। কিন্তু এটা চরম সত্য যে, আপনি ঘরে বসে ইউটিউবে কাজ করে গুগল
এর কাছ থেকে ফরেন রেমিটেন্স নিয়ে আসতে পারবেন। আমার চেনা কয়েকজন বাংলাদেশী ইউটিউবার
রয়েছে যারা শুধুমাত্র ইউটিউবে টাকা ইনকাম করে তাদের পুরো পরিবারের সাংসারিক খরচ বহন করে
যাচ্ছে। সেই সাথে টাকা ইনকাম করার পাশাপাশি নিজের পড়ালেখা বা পেশাগত কাজও চালিয়ে যাচ্ছে।
আরো জানুন:- Fiverr সর্ম্পকে কিছু গুরুত্বর্পূণ টিপস কাজের অর্ডার পাওয়া জন্য।
সাধারণত ইউটিউবে যখন আপনার ইনকাম ১০ ডলার পূর্ণ হবে তখন গুগল এ্যাডসেন্স টিম আপনার
ঠিকানা, ব্যাংক একাউন্ট ও গুগল এ্যাডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করে নেওয়ার জন্য বলবে। আপনি
যখন এ্যাডসেন্স এর সেটিংস অপশন হতে আপনার ঠিকানা, ব্যাংক একাউন্ট ও এ্যাডসেন্স একাউন্ট
ভেরিফিকেশন করার জন্য আবেদন করবেন তখন গুগল আপনার স্থানীয় ঠিকানার পোস্ট অফিসে একটি
চিঠি পাঠাবে। সেই চিঠিতে গুগল এ্যাডসেন্স এর অফিসিয়াল সীলমোহর করা থাকবে। এ্যাডসেন্স এর
চিঠি খোলার পর আপনি একটি পিন নম্বর দেখতে পাবেন। উক্ত পিন নম্বরটি ব্যবহার করে আপনার
ঠিকানা, ব্যাংক একাউন্ট ও এ্যাডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করে নিতে পারবেন।
আরো জানুন:- Portfolio কি, এ সর্ম্পকে বিস্তারিত আলোচনা কর?
তখন থেকে আপনার এ্যাডসেন্স একাউন্টটি ভেরিফাইড শো করবে এবং ভেরিফাইড এ্যাডসেন্স
একাউন্টকে গুগল অনেক গুরুত্ব দিয়ে থাকে।
তারপর ইউটিউবে যখন আপনার ইনকাম ১০০ ডলার পূর্ণ হবে তখন আপনি সেই টাকা উত্তোলন করার
অপশন পাবেন। গুগল এ্যাডসেন্স একাউন্ট থেকে টাকা উত্তোলনের আবেদন করার পর গুগল আপনার
টাকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংক সেই টাকা আপনার কাঙ্খিত ব্যাংক একাউন্টে
পাঠাবে। মূলত এইভাবে ইউটিউব আপনার উপার্জিত টাকা হাতে পৌছে দিয়ে থাকে।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Niccolo Machiavelli Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Napoleon Bonaparte Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Maya Angelou Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
Subscribe বাড়লে কি টাকা দেয়:-
আপনি ইউটিউবে ভিডিও দেখাকালীন প্রায় সময় শুনে থাকেন যে, ইউটিউবাররা তাদের ভিডিও এর
শুরু ও শেষ অংশে বলে থাকে “আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি Subscribe করে
নিবেন বা Subscribe করে নিতে ভূলবেন না”। এই কথা শুনে আমরা মনেকরি ইউটিউব চ্যানেল
সাবস্ক্রার করলে ইউটিউব মনেহয় টাকা দিয়ে থাকে। আসলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে
ইউটিউব কোন টাকা দেয় না। এ কথা শুনার পর আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে সবাই চ্যানেল
সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কেন বলছে? সাবস্ক্রাইব করে নেওয়ার অর্থ হচ্ছে আপনি যখন একটি
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিবেন তখন সেই চ্যানেলের নতুন ভিডিওগুলো সহজে আপনার কাছে
পৌছ যাবে। যখন ভিডিও আপনার আমার কাছে পৌছবে তখন অবশ্যই একবার হলেও ভিডিওটি
দেখব। মূলত ভিডিও এর ভিউ বাড়িয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাই করতে বলা হয়।
পিপল পার আওয়ারে কাজ করার আগে যে বিষয় সর্ম্পকে জানা দরকার।
পিপল পার আওয়ারে কাজ কিভাবে শুরু করবেন
ফ্রিল্যান্স কাজ পাওয়ার জন্য লেখকদের জন্য সেরা ওয়েবসাইট
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।