ইউটিউব ভিডিও মনিটাইজ করার জন্য ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা
ওয়াচ টাইম থাকতে হবে। একসময় ইউটিউব মনিটাইজ করে খুব সহজে ইউটিউব থেকে আয় করা
সম্ভব হত। কিন্তু কালক্রমে ইউটিউব এর জনপ্রিয়তা বৃদ্ধির কারনে ইউটিউব ভিডিও এর মাধ্যমে আয়
করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেসটিকশন নিয়ে আসছে। এক সময় ছিল যখন ইউটিউবে মাত্র একটি
ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেল দিয়ে এডসেন্স অনুমোদন করে নেওয়া যেত।
নতুনদের জন্য:-
আপনি যদি একজন নতুন ইউটিউবার হন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ১০০০
সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এর মাইল ফলক পুরন করা খুবই জরুরী। কারণ এই লক্ষ্য পুরণ
না করা পর্যন্ত আপনি ইউটিউব এর মাধ্যমে অনলাইন হতে টাকা আয় করতে পারবেন না। আপনি
একজন ইউটিউবার হয়ে থাকলে আজকের পোস্টটি আপনার জন্য বেশ উপকারে আসবে।
৪০০০ ঘন্টা ইউটিউব ওয়াচ টাইম কি:-
অধিকাংশ নতুন ইউটিবার ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ও ১০০০ সাবস্ক্রাইবার এর সঠিক অর্থ বুঝতে পারে
না।ইউটিউব ভিডিও মনিটাইজ করে এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করার জন্য প্রত্যেক ইউটিউবারকে
তার চ্যানেলে সর্বশেষ এক বছরের মধ্যে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ও ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
অর্থাৎ আজকের দিন থেকে গত ৩৬৫ দিনে আপনার চ্যানেল ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ও ১০০০
সাবস্ক্রাইবার না থাকলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন Enable হবে না।
ইউটিউব চ্যানেলে সর্বমোট ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ও ১০০০ সাবস্ক্রাইবার হওয়ার পর যখন মনিটাইজ
একটিভ হয় না, তখন বিষয়টি না বুঝার কারনে হতাশ হয়। অনেকে আছে যারা বিষয়টি না বুঝার
কারনে ইউটিউবকে দুষারুপ করে। আসলে এখানে ইউটিউবের কোন ভূল নেই, ভূল আপনি নিজেই
করছেন।
ইউটিউব ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরন করার সহজ হিসাব:-
৪০০০ ঘন্টা ওয়াচ টাইমকে মিনিটে কনভার্ট করলে সর্বমোট ২,৪০,০০০ মিনিট হয়। এই বিশাল সংখ্যাটি
দেখে আপনি হয়ত আরো বেশি অবাক হচ্ছেন। এখানে অবাক হওয়ার কিছুই নেই। একটি উদাহরনের
মাধ্যমে কঠিন বিষয়টিকে আরো সহজ করে দিচ্ছি। যেমন-
আপনার চ্যানেল যদি ২৪০ টি ভিডিও থাকে এবং প্রতিটি ভিডিও ১০ মিনিট করে ১০০ বার ভিউ হয়,
তাহলেও সহজে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরণ হয়ে যাবে এবং এই কাজটি চাইলে যেকোন ইউটিউবার
সহজে করতে পারবে।
কিভাবে ৪০০০ ঘন্টা ইউটিউব ওয়াচ টাইম পাবেন:
প্রতিযোগিতামূলক এই বিশ্বের সর্বক্ষেত্রে যেমন প্রতিযোগি রয়েছে তেমনি ইউটিউবে এখন তুমুল
প্রতিযোগিতা তৈরি হয়েছে। এখন অধিকাংশ লোক যেকোন পেশা ও কাজের পাশাপাশি ইউটিউব হতে
টাকা আয় করার জন্য ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করছে। কাজেই ইউটিউবে এখন মেধাবি
লোকের অভাব নেই। আপনার কাজের দ্বারাই এখন ইউটিউবে যোগ্যতার প্রমান দিতে হবে। নিচের
কয়েকটি যোগ্যতা থাকলে এবং টিপস অনুসরণ করলে আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের
১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরণ করতে পারবেন।
১। ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস
২। ধৈর্য ক্ষমতা
৩। কনটেন্ট কোয়ালিটি
৪। রেগুলারিটি – নিয়মিত ভিডিও আপলোড
৫। ভিডিও এর এসইও করা
উপরের এই পাঁচটি বিষয় মেনে ইউটিউবে কাজ চালিয়ে গেলে আপনি খুব অল্পদিনে ইউটিউব চ্যানেলের
১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরণ করে নিতে সক্ষম হবেন। সেই সাথে নিচের
কয়েকটি টিপস ফলো করলে ইউটিউবের মাইল ফলকটিতে পৌছতে আপনার জন্য আরো সহজ হবে।
- ১। ট্রেন্ডিং টপিক
- ২। ফ্যানি ভিডিও
- ৩। বড় ইউটিউবারদের সাথে বন্ধুত্ব রাখা
- ৪। বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও তৈরি করা
- ৫। বন্ধুদের মোবাইল থেকে চ্যানেল সার্চ
- ৬। ভিডিও Playlists তৈরি করা
- ৭। ভিডিওতে আই বাটন ও কার্ড যুক্ত করা
- ৮। সোশ্যাল মিডিয়া শেয়ার
- ৯। কমেন্টে হেস ট্যাগ ব্যবহার
- ১০। গুগল এডওয়ার্ডের মাধ্যমে ভিডিও প্রমোট
সুতরাং বলা যায় যে:-
আপনি উপরের সবগুলো বিষয় ভালোভাবে অনুসরণ করে ইউটিবে কাজ চালিয়ে গেলে আমার বিশ্বাস
যে, একজন ইউটিউবার মাত্র ৪-৬ মাসের মধ্যে তার ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০
ঘন্টা ওয়াচ টাইম পুরণ করে নিতে সক্ষম হবে। ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস, ধৈর্য ধারণ, কনটেন্ট কোয়ালিটি
এবং রেগুলারিটি মেনটেইন করে ইউটিউবে কাজ করে গেলে আপনি খুব অল্পদিনে একজন সফল
ইউটিউবার হয়ে উঠতে পারবেন।
ভালো থাকবেন।।
- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).