আমাদের দৈনন্দিন জীবনকে সহজ থেকে সহজতর করে চলেছে ইন্টারনেট । ইন্টারনেট বর্তমান সময়ে
আমাদের আয়ের ব্যাপার গুলো প্রায় সহজ করে তুলেছে। যে কোন মানুষই একটু চেষ্টা করলেই বিভিন্ন
উপায়ে ইন্টারনেট থেকে আয় করতে পারেন। এর আগেও আমরা অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে
আলোচনা করেছি। আজকে আমরা অনলাইনে আয়ে সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি নিয়ে কথা বলবো যার
নাম হলো ইউআরএল শর্টনিং।এই পদ্ধতিটির সবচেয়ে সুবিধা এই যে, ইউআরএল শর্ট করে আয় করার
জন্য আপনার আগের থেকে কোন অভিজ্ঞতা না থাকলেও চলবে।
আপনি ইন্টারনেটে অবশ্যই কোথাও না কোথাও শর্ট করা ইউআরএল দেখেছেন। ইউআরএল শর্টনিং
সার্ভিস থেকে আপনি খুব সহজেই একটি বড় ইউআরএল কে ছোট ইউআরএল বা লিংকে পরির্বতন
করতে পারেন। এবং সেখান থেকে আয় করতে পারেন।
আসুন সবচেয়ে বিখ্যাত কিছু ইউআরএল শর্টনার সর্ম্পকে আলোচনা করি।
Shorte.st সাইট:
Shorte.st সাইট একটি ভালো এবং বিশ্বস্ত সাইট। এ সাইটটি বাংলাদেশ থেকে প্রতি ১ হাজার ভিউতে
তারা ০.৫৮ ডলার পেমেন্ট দিয়ে থাকে যা আসলেই অনেক কম। তবে রেফারেল প্রোগ্রামে তাদের
কমিশননের পনিমান অনেক বেশি। Shorte.st এ কাউকে রেফার করলে আপনি তার আয়ের ২০%
কমিশন পাবেন।
আপনি যদি এখানে এ্যাকাউন্ট খুলতে চান তবে এখানে সাইন আপ করুন
Adf.ly সাইট:
ইউআরএল শর্টনিং সার্ভিসে পুরো পৃথিবীতে বিশ্বস্ত কোম্পানীর মধ্যে এক নাম্বারে আছে Adf.ly সাইট।
এদের পেমেন্ট ব্যবস্থা অনেক ভালো। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে Adf.ly এর কার্যক্রম
চালু রয়েছে। প্রতি ৮ হাজার ভিউ এর জন্য Adf.ly ৮ ডলারের মত পেমেন্ট দিয়ে থাকে। কাজ করতে
চাইলে এখানে ক্লিক করে Adf.ly সাইন আপ করুন।
LinkShrink সাইট :
ইউআরএল শর্ট করে আয় করার জন্য দ্বিতীয় বিশ্বস্ত ওয়েবসাইটটি হচ্ছে LinkShrink। কিন্তু এই
ওয়েবসাইটটি পেমেন্ট রেট বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন রেট করে থাকে। আমেরিকার জন্য যেখানে
তারা প্রতি ১ হাজার ভিউ এর জন্য ৪ ডলার পেমেন্ট দিয়ে থাকে, সেখানে বাংলাদেশের জন্য তাদের রেট
মাত্র ০.৮৫ ডলার। এবং রেফারেল এর আয়ের ১৫% দিয়ে থাকে।
এ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করে LinkShrink এ সাইন আপ করুন।
BC.VC
ইউআরএল শর্ট করে আয় করার জন্য BC.VC অনেক ভালো মানের একটি নেটওয়ার্ক। এটি সিপিএম
এবং টপ ব্যানার এ্যাড এই দুই ক্যাটাগরিতে বিজ্ঞাপন দিয়ে থাকে। আমাদের দেশে ২.২৫ ডলারের মত
পেমেন্ট দিয়ে থাকে। যদিও এর টপ ব্যানার জন্য এর কোন পেমেন্ট দেবে না। সাইটটি ২০% রেফারেল
কমিশন দিয়ে থাকে।
এ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করে BC.VCএ সাইন আপ করুন।
Adfoc.us
Adfoc.us সাইটি ইউআরএল শর্টনিং সার্ভিস অন্যন্য সাইটগুলোর মত খুব বেশি পেমেন্ট দিয়ে থাকে না।
আমাদের দেশে প্রতি ১ হাজার ভিউ এর জন্য তারা ০.৬০ ডলার পেমেন্ট দিয়ে থাকে। সাথে রয়েছে ২০%
রেফারেল কমিশন।
এখানে ক্লিক করে Adfoc.us সাইন আপ করুন।
সহজ ভাষায় বলতে হলে আপনি যদি একটি ওয়েবসাইট বা ব্লগের মালিক হয়ে থাকেন এবং তাতে যদি
ভালো ভিজিটর থাকে তাহলে আপনি আপনার ভিজিটরদের অন্য কোন ওয়েবসাইট বা লিংকে পাঠানোর
জন্য উপরের যে কোন একটি ইউআরএল শর্টনিং সার্ভিস ব্যবহার করতে পারেন।আমি অনেক ওয়েব
সাইটে দেখেছি তারা একই লিংকে একাধিক ইউআরএল শর্টনিং সার্ভিস ব্যবহার করে থাকে। তবে আমি
আপনাদের এটি করতে বারন করবো কারণ একটি লিংকে পৌছানোর জন্য ভিজিটরকে যদি একের পর
এর বিজ্ঞাপন বা অন্য কিছু দেখে যেতে হয়, তাহলে তারা দ্বিতীয়বার আপনার ওয়েবসাইটে আর আসবে
না। তাই উপরের থেকে আপনার কাছে যেটি উপযুক্ত মনে হয়, সেটি বেছে নিয়ে আপনার ওয়েবসাইটের
প্রতিটি লিংক থেকে আয় করা শুরু করুন।
ভাল থাকবেন।।