মানুষের আশা ই হল তার জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস।
পৃথিবীতে এমন কোনও হতাশা জন্মাইনি যা আশাকে পরাজিত করতে পারে।
আমরা কাজ করতে গিয়ে অসংখ্য বার হতাশ হলেও আমাদের অসংখ্যবার আশা নিয়ে ই বাঁচতে হবে।
আশা হলো অসীম অন্ধকারের মধ্যেও আলো চেনার ক্ষমতা।
মানুষের জীবনে আশা সূর্য কিরণের মতো বারেবারে ফিরে আসে ।
মহৎ আশা মহামানবের সৃষ্টি করে।
মানুষের সব আশা পুরোপুরি সার্থক না হলেও একেবারে ব্যর্থ ও হয়ে যায় না।
একজন ভালো শিক্ষক ই তাঁর ছাত্রদের মধ্যে জীবনের প্রতি সদর্থক আশা রেখে সঠিক শিক্ষার জ্ঞান দিয়ে থাকেন।
যতক্ষণ জীবন আছে ;ততক্ষণ ই জীবিত আছে আশা।
আশা হলো এমন একটি বিশ্বাস, যা মানুষকে তার অভীষ্ট পথের দিকে নিয়ে যায়; আশা ছাড়া জীবন অন্তঃসারশূন্য।
বুকের মধ্যে প্রত্যয় নিয়ে পথ চললে কোনওদিনো আর একা চলতে হবে না।
ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার থেকে আনন্দদায়ক আর কিছু নেই ।
যদি আপনার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, আপনি বিচলিত না হয়ে তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করুন।
আপনার যদি জাহাজ বানাবার প্রকল্প থাকে তবে আপনার কর্মচারীদের কাঠ যোগাড় করতে আর পরিশ্রম করতে তাড়া না দিয়ে বরং তাদের মনে সমুদ্রের মতন অসীম সম্ভাবনার আশা জাগিয়ে তুলুন।