অনলাইন ইনকাম করতে চান এমন মানুষের অভাব নেই।আর্টিকেল লিখে আয় করা হচ্ছে অনলাইন
আয়ের একটি অন্যতম সহজ উপায়। কারন আর্টিকেল লিখে টাকা আয় করা হচ্ছে অনলাইন ইনকামের
সবচেয়ে সহজ উপায়। বাংলা আর্টিকেল লিখে টাকা আয় আয় করা যায় দুইটি উপায়ে।উপায় গুলো হলো
নিজের ব্লগে লিখে আয় বা অন্যের ব্লগ লিখে আয়।তবে ইন্সট্যান্ট আয় করতে চাইলে অবশ্যই অন্যের ব্লগে
লেখালেখি করার মাধ্যমে আয় করতে হবে।কিন্তু নিজের সাইটে লিখলে একাবার আয় শুরু হলে তার
থেকে আপনি সারা জীবন আয় করতে পারবেন।
বাংলা আর্টিকেল লিখে টাকা আয় কিভাবে করবেন সে বিষয়ে আজ আমরা আলোচনা করবো। এবং
বাংলায় লিখে টাকা আয় করার জন্য আপনার কোন কোন দক্ষতা থাকতে হবে। কিভাবে আপনি বাংলায়
লিখে টাকা আয় করবেন তার নিয়মকানুন ও কোন কাজ গুলো করবেন কোন কাজ করবেন না সে
সম্পর্কে ই বলবো।
আর্টিকেল লিখতে অনেক গুলো নিয়ম মানতে হয়।তা না হলে আশানুরূপ সাড়া পাবেন না।তাই আর্টিকেল
লেখার নিয়ম গুলো জেনে নেই। বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো হলো-
কোন বিষয়ের শিরোনাম নির্বাচন:
একটি আর্টিকেল এর প্রধান বিষয় হলো এর শিরোনাম বা হেডলাইন। কারন আপনার আর্টিকেল টি পাঠক
পড়ার জন্য নির্বাচন করবে তার হেডলাইন বা শিরোনাম দেখে।তাই আকর্ষণীয় হেডলাইন দিন।যার
ফলে লেখাটি পড়তে ভিজিটর সম্মোহিত হয়।তবে খেয়াল রাখতে হবে কখন অপ্রাসঙ্গিক হেডলাইন কখনো
ব্যাবহার করা যবে না।এর ফলে যদি আপনার লেখা এবং হেডলাইনের ভিতর অসঙ্গতি সৃষ্টি হয় তাহলে
এটি হবে ধোঁকাবাজি।
পূর্নাঙ্গ তথ্য পূর্ণ পোষ্ট লিখতে হবে:
আপনি যে বিষয় আর্টিকেল গুলো লিখেছেন তার বিষয় সম্পর্কে সম্পুর্ন গুরুত্বপূর্ন তথ্য প্রদান করুন।এবং
একই বিষয়ের পূর্নাবৃত্তি না হয় তার খেয়াল করুন।আর্টিকেল এর বিষয় তথ্য সংগ্রহ করুন।এর জন্য
গুগল করতে পারেন।এবং আগে ভাবুন কিভাবে শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন। এর পরে লেখা
শুরু করুন।
আর্টিকেলটি কতো শব্দের হবে তা ঠিক করুন:
আপনার লেখাটি কমপক্ষে ৪০০-৫০০ ওয়ার্ডের করুন।এবং পাড়লে এর থেকে বড় করুন।তাবে
আর্টিকেল টি বড় করার জন্য অপ্রাসঙ্গিক কোন কথা লিখেছেন নাতো সেটি খেয়াল করুন। তথ্য যুক্ত
করার মাধ্যমে পোষ্টের দৈর্ঘ্য বড় করে তুলুন।
লিখে আয় করার জন্য যে সকল বিষয় বাদ দিতে হবে:
আর্টিকেল লিখে আয় করতে অবশ্যই কপি করা বর্জন করুন।কারন আপনি যদি কোন সাইট থেকে কপি
করেন তা গুগল ধরে ফেলবে এবং এবং এর ক্ষতিকর প্রভাব পড়বে সাইটের উপর।তবে আপনি বিভিন্ন
সাইট থেকে তথ্য সংগ্রহ করে তা নিজের মত করে আরো সুন্দর করে লিখতে পারবেন। তখন কোন
সমস্যা হবে না।
আর্টিকেল লিখে আয় হবে যেভাবে:
আপনি যদি মনে করেন আপনি আর্টিকেল লিখে আয় করার জন্য প্রস্তুত তখন আপনি ভালো সাইট খোজ
করুন। অনেক সাইট আছে যারা পোস্ট লেখার বিনিময়ে টাকা দেয়। এবং তাদের সাইটে লেখার জন্য
মানুষ হায়ার করে। সে সকল সাইটে লেখা শুরু করুন।মনে রাখবেন আর্টিকেল লিখে আয় করা
বর্তমানে একটি জনপ্রিয় পেশা।অন্য সাইটে না লিখতে চাইলে নিজের একটি ব্লগ খুলে লেখা শুরু করতে
পারেন। এখন আপনি খুব কম টাকা দিয়ে একটি ভালো মানের সাইট কিনতে পারেন।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।