আমার সর্ম্পকে জানতে

 

 

সুন্দর জীবনের পথে এফিলিয়েট মার্কেটিং

 

প্রিয় বন্ধুরা,

 

আমি শিমন পান .

 

সমস্ত প্রসংসা মহান সৃষ্টিকর্তার-যার অপার অনুগ্রহে ও আর্শিবাদে আমি এ পযর্ন্ত আসতে পেরেছি। আজ এই ওয়েবসাইটটি খুলতে পেরেছি। তথ্য প্রযুক্তির এই যুগে যখন সারা বিশ্ব এখন হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব হয়ে এসেছে ,তখন বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে নতুন নতুন প্রযুক্তির আর্শিবাদ নিয়ে। কিন্তু দুঃখ বিশ্বের অন্যান্য উন্নত দেশ প্রযুক্তি ব্যবহার করে যতটুকু সুবিধা পাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু সেই সমান পরিমাণ সুবিধা এখনো পেয়ে উঠছে না।

 

এর প্রধান কারণ হচ্ছে  অন্যান্য উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মানুষের কাছে আধুনিক প্রযুক্তি অনেক পরে পৌছিয়েছে। যদিও বা ইদানিং বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই প্রযুক্তির ছোয়া পৌছে গেছে কিন্তুতবুও এখনো অনেক মানুষ রয়েছে যাদের কাছে প্রযুক্তির জ্ঞান এখনো পরিপূর্ণভাবে পৌছায়নি তাই দেশের সকল মানুষের কাছে প্রযুক্তির সঠিক জ্ঞান পেীছে দেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা । এর প্রধান কারণ হচ্ছে  অন্যান্য উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মানুষের কাছে আধুনিক প্রযুক্তি অনেক পরে পৌছিয়েছে।

 

যদিও বা ইদানিং বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই প্রযুক্তির ছোয়া পৌছে গেছে কিন্তু তবুও এখনো অনেক মানুষ রয়েছে যাদের কাছে প্রযুক্তির জ্ঞান এখনো পরিপূর্ণভাবে পৌছায়নিতাই  দেশের সকল মানুষের কাছে প্রযুক্তির সঠিক জ্ঞান পেীছে দেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা ।

.

আমি শিমন পান পেশায় একজন চাকুরীজীবি ছিলাম।কিন্তু চাকুরীজীবি এর কিছু বাদ্ধবাদকতা আছে।ব্যাক্তি-স্বাধীনতার অভাব এক কথায় অন্যের গোলামী করার সমতুল্য বললেও কোনো অংশে ভুল হবেনা! আর তাই যখন থেকে জানতে পারলাম এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি পন্থা যেখানে কারো অধীনে থাকতে হয়না,কাউকে নিজের উপার্জনের ভাগ দেয়া লাগেনা,যেখানে সারারাত জেগে কাজ করতে হয় না ঠিক তখন থেকেই চাকুরী জীবন কে বিদায় জানানো চিন্তা মাথায় আসে। এবং সে লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছি ।

 

এফিলিয়েট মার্কেটিং এর ছায়াতলে যেখানে আছে জীবনকে উপভোগ করার সুবর্ণ সুযোগ,আছে পরিবারকে দেয়ার অজস্র সময়,আছে ব্যাক্তিস্বাধীনতা এবং সর্বোপরি আছে প্যাসিভ ইনকাম এর সুযোগ! মাত্র ৪ ঘন্টা সময় দিলেই যথেষ্ট এফিলিয়েট মার্কেটিং এ সফল হওয়ার জন্য এবং অবশিষ্ট সময়টুকু কাটাতে পারছি আমার পরিবারের সাথে,বন্ধুদের সাথে ও আরাম-আয়েশের জন্য সময় তো থাকছেই!তাই আমি আমার ধ্যান,জ্ঞান,সকল কিছুই দিয়ে এফিলিযেট মাকেটিং এর কাজে লিপ্ত করেছি। এখন এর কিছুটা ফল পাচ্ছি।

 

আশা করি ভবিষৎ জীবনে চলার পথে আমার কোন সমস্যা হবে না ।আমি ভাল থাকতে পারবো । ভাল মতো বাচঁতে পারবো ।সম্পূর্ণ ফ্রিতে www.makemoneywithdada.com   এই সাইটের এর মাধমে প্রযুক্তির জ্ঞান দেশের প্রতিটি মানুষে কাছে পৌছে দেওয়া পরিকল্পনা করেছি। এর জন্য সকলের সাহায্য সহযোগিতা আমি একান্ত কামনা করছি। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই আমাদের প্রচেষ্টায় সফল হবো আশা রাখি।

 

কি কি থাকছে এই ব্লগে:

 

সাধারণত আমি আমার নিজের অবিজ্ঞতাই বেশি শেয়ার করবো এই সাইটে। যাতে সবাই আমার অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে পারেন। পাশাপাশি নানা রকম প্রযুক্তি বিষয়ক সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো। তারপর অনলাইন বিষয়ক নানা টিপস টিক্স ইত্যাদি শেয়ার করবো, অনলাইন আয় নিয়ে নানা গাইডলাইনমূলক কথা এবং ভিডিও দেয়ার চেষ্টা করবো। এখানে আমি প্রতিটি আর্টিকেল এর সাথে সেই অনুয়ায়ী একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাতে আপনারা খুব ভালোভাবে সকল বিষয়গুলো বুজতে পারেন ও কিছু শিখতে পারেন।

 

আমি এখানে ডিজিটার মার্কেটিং বিষয়ক নানা টিপস ও টিক্স শেয়ার করবো । এবং ডিজিটার মার্কেটিং এর বিষয়ে সকল কিছু জানানোর চেষ্টা করবো। এবং এর বেসিক শেখানোর চেষ্টা করবো। প্রতিটা পিরিয়ড এরই আর্টিকেল ও সাথে ভিডিও দুইটাই দিবো ও দেয়ার চেষ্টা করবো ।আমি এখানে যেসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তার সর্ম্পকে নিচে দেওয়া হলো, আশা করি আপনাদের প্রতিটি কাজের সময় আমার দেওয়া কোন না কোন ডিজিটার প্রোডাক আপনাদের কাজে লাগবে ।আশা করি আপনাদের উপকারে আসবে ।

 

ডিজিটার প্রোডাকসমূহ গুলো হলো:

 

1.ওযেব সাইট খোলার জন্য:

Domain (Namecheap.com Bluehost.comHostGator.comiPage AffiliateDomain.com )

Hosting (Namecheap.com    Bluehost.com    HostGator.com   iPage Affiliate    Domain.com )

SSL certificate (Namecheap.com    Bluehost.com    HostGator.com   iPage Affiliate    Domain.com )

Themes (Theme Forest.)

Plugins ( Theme Forest )

 

2. বাংলা ও ইংরেজি কন্টেন্ট এর ব্যাকারন ঠিক রাখার জন্য:

 

** Grammarly **

 

3. সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) সম্পর্কে ও আলোচনা করবো ।এবং তা পর্ব আকারে বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করবো।

 

4. Affiliate Marketing সর্ম্পকিত সকল তথ্য বাংলা ভাষায় জাননোর চেষ্টা করবো।

 

5. ওয়েব সাইটের বিভিন্ন তথ্য পেতে    SEMrush   সর্ম্পকে আলোচনা করবো।

 

আরো ডিজিটার ও ফিজিক্যাল আয় সর্ম্পকিত বিষয় নিয়ে আমি যা শিখবো সেই বিষয় সর্ম্পকে আপনাদের কে জানানোর চেষ্টা করবো।শুধু আমি নয় আপনারাও চাইলে আপনারদের নিজেদের জানা বিষয় কিংবা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের এই সাইটে।এর জন্য আমার সাথে যোগাযোগ করতে ইমেইল করুন। আমার ইমেইল আই ডি হলো:

 

simonpanbd@gmail.com  

 

আমাদের প্রধান উদ্দেশ্য হলো সকলকে প্রযুক্তি বিষয়ক সঠিক জ্ঞান ও তথ্য দেওয়া। যাতে আমরা খুব তাড়াতাড়ি উন্নত প্রযুক্তি সর্ম্পকে জানতে ও জানাতে পারি।

 

সুতরাং বন্ধুরা,

 

আমি আমার এই ওয়েবসাইটটি খুলেছি মূলত আমার সীমিত জ্ঞান জনসাধারণের মাঝে শেয়ার করতে।আমি এ পর্যন্ত অনলাইনে আয় বিষয়ক যা যা শিখেছি তা আমার এই ওয়েব সাইটে শেয়ার করতে থাকবো।আমার এই সাইটে নিয়মিত ভিজিট করলে আপনি এফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, ও ইউটিউবিং সহঅনলাইনে কিভাবে আয় করা যায় । তার সর্ম্পকে বিস্তারিত আলোচনা করবো । 

 

আমার শেয়ার করা বিষয়বস্তু যদি আপনাদের কোন উপকারে আসে তবে আমি খুবই খুশি হবো। আমার ওয়েবসাইটে লেখা গুলো পড়ে । অবশ্যই কমেন্ট করবেন । ভাল লেগেছে কিনা জানাবেন । আপনাদের কমেন্ট আমার এগিয়ে যাওয়ার গতি বাড়িয়ে দিবে । আমি আরো বেশি বেশি ভাল লেখা আপনাদের উপহার দিতে পারবো বলে আশা রাখি । ভাল লাগলে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কে শেয়ার করবেন, যেন তারাও পড়তে পারে। ভাল থাকুন এবং আমার সাথেই থাকুন।

 

যদি একদিন 1/10/2019

 

কেমন আছেন বন্ধুরা ভাল নিশ্চয়ই আমি শিমন পান একজন এফিলিয়েট মার্কেট। আমি এ লাইনে কাজ শুরু করি 2018 সালের জানুয়ারি মাসের 2 তারিখে।প্রথম অবস্থায় কাজটি করতে তেমন ভাল লাগতো না।অল্প একটু কাজ করে র্ধৈয্য হারা হয়ে যেতাম।তথন বুঝতাম না কিভাবে শুরু করবো । এফিলিয়েট করতে কি কি জিনিস কাজে লাগে।কোথায় থেকে শুরু করবো।কিন্তু তখন আমাকে অনেক সাহায্য করেছে ইউটিউব চ্যানেল।

 

এখান থেকে আমি এফিলিয়েট মার্কেটিং ও ডিজিটার মার্কেটিং সর্ম্পকে শিখেছি।তাছাড়া আমাকে সাহায্য করেছে Smnpost.com এর পরিচালক একজন দক্ষ এফিলিয়েট মার্কেটর ও ডিজিটার মার্কেটর ।তিনি এ সর্ম্পকে খুব ভাল জানেন এবং সে কাজ করে প্রতি মাসে ভাল অংকের টাকা আয় করে থাকে।তিনি এফিলিয়েট মার্কেটিং ও ডিজিটার মার্কেটিং কে পেশা হিসাবে নিয়েছেন। এবং একাজই তিনি করে থাকেন। আমি তার কাজ থেকে 3 মাসের একটি ছোট ট্রেনিং নেয় পরে আমার চেষ্টার ফলে আমি আজ মোটামোটি ভাল জায়গায় অবস্থান করছি।

 

আমি শুরুতে প্রথম ১০ কন্টেন্ট লিখি বাংলায়, এখন বাংলা ভাষায় কন্টেন্ট লিখে আয় করা যায় অনেক টাকা। তাই আমি বাংলা দিয়েই শুরু করি। তারপর তা পাবলিশ করার জন্য আমি একটি ওয়েব সাইট ক্রয় করি। হ্যাঁ বন্ধুরা এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় সাইট Namecheap.com থেকে Domain ও Hosting কিনে আমি আমার ওয়েব সাইটের কাজ শুরু করি আমার প্রথম Web site এর নামটি হলো: ‘‘www.makemoneywithdada.com’ আমি যখন আমার প্রথম ওয়েব সাইটে কাজ শুরু করি তখন বেশ ভাল লাগছিলো।

.

মনে অনেক আনন্দ লাগছিলো।পরে আমি আস্তে আস্তে তা সেট আপ করে নেয়। অবশ্য প্রথম অবস্থায় আমি থিম ব্যবহার করি। তারপর আমি তা কিনে নেয় আপনারাও কিনতে পারেন Theme Forest থেকে , এখানে অনেক ভালমানের Theme. Plugin, Apps পাবেন। আমি কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন। তারপর আমি আমার সাইটের সিকিউরিটির জন্য আমি একটি SSL Certificate কিনি বিখ্যাত সাইট Name cheap.com থেকে। আমার জানা মতে আরো অনেক ভাল Hosting Site আছে তার মধ্য হলো :

 

Namecheap, Domain.com, Bluehost, HostGator Cloud, Hostinger, SiteGround, GoDaddy,

WebHostingBuzz, A2Hosting , iPage, DreamHost, GreenGeeks

 

ইত্যাদি এছাড়া আরো অনেক সাইট আছে।আমার কাছে জানতে চাইলে আমি আপনাদের কে Namecheap.com এর কথা বলবো। কারন আমার দেখা মতে সব চেয়ে ভাল সাইট। আপনি চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন।আমি আমার কাজ শুরু করি খুব আনন্দ মনে, আমি প্রতিদিন 2টি করে বাংলা কন্টেন্ট লিখতে থাকি, প্রথম অবস্থায় ভাল লিখতে পারতাম না। আস্তে আস্তে লেখা ভাল হতে থাকে। এবং এক সময় আমি টাকা আয়ের জন্য Google AdSense এ এপ্লায় করি ।

.

এবং প্রথমবারেই কোন রকম ঝামেলা ছাড়াই আমার সাইটকে Google AdSense গ্রহন করে নেয়। তারপর থেকে আমি আমার লেখার মাঝে মাঝে Google AdSense থেকে নেওয়া বিঙ্গাপন দিতে থাকি।শুরু তেমন সারা পাইনি । তারপর বিভিন্ন Social Media তে আমি আমার লেখা পাবলিশ করতে থাকি। Social Media গুলো হলো FaceBook, Likedin.Twitter,Google, আরো অনেক সাইটে। এখান থেকে Traffic আমার সাইটে আসতে থাকে এবং আমার লেখা তারা পড়তে থাকে। তখন থেকে আমি আস্তে আস্তে টাকা আয় করতে শুরু করি।

 

আজ প্রতিমাসে মোটামোটি ভাল অংকের টাকা আয় করছি।এফিলিয়েট মার্কেটিং করে। বাংলা সাইটে আপনি একটু ভাল লিখলে আপনি খুব সহজে র‌্যাকিং করতে পারবেন এবং আপনি যদি সামান্য SEO ফলো করে চলেন তাহলে আপনি খুব সহজে গুগোলের প্রথম পাতায় আসতে পারবেন সহজে। বন্ধুরা শুনতে যতো না ভাল লাগছে কাজে কিন্তু অনেক কঠিন , আপনার অনেক ধৈর্য্য দরকার হবে এ কাজ করার জন্য, আপনার যদি ধৈর্য্য শক্তি কম থাকে তাহলে আমি মনে করি অনলাইনে কোন ধরনের কাজ আপনি করতে পারবেন না ।

.

কারন প্রতি কাজের জন্য আপনার ধৈর্য্য এর দরকার হবে। প্রতিটি মানুষের সাফল্য অজর্নের পিছনে আছে অনেক সময় ও ধৈর্য্য । আপনি ধৈর্য্য ধরে কাজ করতে পারলে আমি বলছি সাফল্য আপনার হবেই কেও ঠেকাতে পারবে না। প্রথম অবস্থায় টাকা আয়ের কোন চিন্তা মাথায় আনা যাবে না। মনে করবেন আপনি কাজ করছেন আপনার নিজের জন্য আপনার যা মনে আসবে তাই লিখতে থাকুন এবং পাবলিশ করতে থাকুন।শুরুতে অনেকে নানা কথা বলবে আপনাকে কোন কথায় কান দিবেন না।আপনি এগিয়ে যাবেন আপনার গতিতে দেখবেন ফল আপনার কাছে এসে ধরা দেবে।

 

চলবে………………………