“আমাকে তুমি র্স্বাথপর ভেব না” “Do not you think I’m a stranger”

  
“আমাকে তুমি র্স্বাথপর ভেব না” 

 যখন তুমি কাছে ছিলে, তথন তোমার প্রয়োজন ছিল আমার । 

 আজ আমি অনেক দূরে, তাই বলে ভেব না প্রয়োজন নাই তোমার। 

      মানুষ তার কমর্ব্যাস্ততার কারনে, 

                       নিজের কাছের মানুষকে ক্ষনিকের জন্য ভুলে যায় মাএ । 

     এ কথাটি, আমি কখনো মেনে নিতে পারি নি । 

 চোখের আড়াল নাকি মনের আড়াল হয় । 

           তবে তুমি কি দুরে গেলে ও 

        নিজের মা-বাবাকে ভুলে যেত পারো ? 

        প্রথম প্রেমের কথা ভূলে যেতে পারো ? 

    তার নাম , তার প্রথম র্স্পশ ভূলতে পারো কি ? 

       চেস্টা করলেও তুমি পারবে না । 

  তাই আমি তোমার আড়াল হয়েছি বলে ভেব না , 

          তোমাকে আমি ভালবাসি না । 

          তোমাকে আমি সরন করি না । 

         আমি সবর্দা তোমাকে মনে করি ।। 

হয়তো পারিপাশ্বিক কারনে তোমার কাছে যেতে পারি না । 

তোমার সাথে কথা বলতে পারি না। 

তাই বলে আমাকে র্স্বাথপর ভেব না । 

                আপনজনের জন্য 

                     আমার মনের কথা । 

                  বন্ধু 

আরো জানুন: তোমার জন্য

Leave a Comment