কেমন আছেন বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো গুগল এডসেন্স ছাড়া
আপনি ব্লগ বা ওয়েব সা্ইটি থেকে কিভাবে আয় করবেন।আমরা প্রায় অধিকাংস মানুষ জানি যে সব ব্লগ
এই গুগল অ্যাডসেন্স পাওয়া যায় না সে সমস্ত সাইটে অ্যাডসেন্স পেতে অনেক সমস্যা হয়ে থাকে। আমি
আজকে আপনাদের যেই অ্যাড নেটওয়ার্ক এর কথা বলব এটা ব্যবহার করলে ক্লিক এর চিন্তা করা থাকবে
না। ক্লিক ছাড়াই টাকা জমা হবে আপনার এ্যাকাউন্টে। আর এ অ্যাডসেন্স সাইটের নাম হলো পপ আপ
আরো পড়ুন:
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
এখানে আপনার চিন্তার কিছু নাই ভিজিটর বিরক্ত হবে না। প্রতি ভিজিটর মাত্র এক বার ই অ্যাড দেখবে
বার বার ডিস্টার্ব হবে না । ইন্ডিয়া, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ভিজিটর দের জন্য বেশি টাকা
পাবেন এখান থেকে। এবং ১০০% পেমেন্ট পাবেন কোন ঝামেলা ছাড়া। অন্য কোন প্রশ্ন থাকলে আমাকে
বলতে পারেন।
এটি ব্যবহার করবেন যেভাবে :
১.প্রথমে নিচে দেওয়া যান এবং ফর্মটি পূরণ করুন।
link: https://popcash.net/register
২.ছবির মত করে ফর্ম পুরন করুন (IM Network) এ আপনার যেটায় আইডি আসে সেটা সিলেক্ট করে নিছে আইডি নাম্বার দিন।
৩.আপনার যদি skype এ্যাকাউন্ট থাকে তবে তা সিলেক্ট করে আইডি দিন।
৪. আইডি না থাকলে তৈরি করে নিন। আর যদি করা সম্ভব না হয় তাহলে একটা এ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
৫.তারপর Submit বাটন এ ক্লিক করুন। সব সম্পূর্ণ হলে ৫ ঘণ্টার মধ্যেই আপনার সাইট আপ্প্রুভ হয়ে যাবে।
পড়ুন : সিপিএ মার্কেটিং থেকে কিভাবে আয় করবেন তার কিছু টিপস।
৬.সাইট অ্যাপ্রুভ হয়ার পর ই-মেইল পাবেন। তারপর আপনি এ্যাকাউন্টটি ওপেন করুন।
৭. তার তার কোড সংগ্রহ করুন। করা হয়ে গেলে আপনি যদি ব্লগার ব্লগ ব্যবহার কারি হন তাহলে
Layout এ যান তারপর Add a new widget থেকে যে কোন জায়গাতে কোড বসিয়ে সেভ
করুন। ব্যাস কাজ শেষ এখন শুধু অপেক্ষা।
লেখাটি পড়ে ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করতে ভূলবেন না।
ভালো থাকবেন। আজ এখানে শেষ করি।