ব্লগিং করার উদ্দেশ্য
ব্লগিং লাইফ শুরুর পূর্বে জানতে হবে আপনার ব্লগিং করার উদ্দেশ্য কি? কেন করবেন আপনি ব্লগিং? শখে
নাকি অনলাইন আয়ের উদ্দেশ্যে? মূলত ব্লগিং লাইফে এই দুই উদ্দেশ্যই থেকে থাকে। কেউ ব্লগিং শুরু করে
শখের বশে। আর কারো ব্লগিং শুরু করার পিছনে থাকে শুধুই অর্থ আয়ের স্বপ্ন। তাই প্রথমেই আপনাকে
নির্দিষ্ট একটি উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনি কোন উদ্দেশ্যে ব্লগিং শুরু করবেন? কারণ একেক
উদ্দেশ্যের পরবর্তী ধাপগুলো একেক রকম হয়ে থাকে। যেমনঃ শখের বশে যিনি ব্লগিং করবেন তাঁর
কার্যক্রম হবে এক রকম। আবার যিনি ব্লগিং করবেন অর্থ আয়ের জন্য তাঁর কার্যক্রম হবে অন্য রকম।
আপনার ব্লগিং প্লাটফর্ম কোথায় হবে:-
ব্লগিং প্লাটফর্ম বলতে মূলত বুঝায় কোথায় আপনি ব্লগিং করবেন? নিজস্ব ব্লগ সাইট নাকি অন্য কোন
প্লাটফর্মে। অনলাইনে যেখানেই লেখালেখি করবেন সেটাকেই ব্লগিং প্লাটফর্ম বলা হবে। তাই আপনাকে ঠিক
করতে হবে কোন প্লাটফর্মকে বেছে নিবেন আপনার ব্লগিং লাইফের জন্য। উল্লেখ্য যে, এই ব্লগিং প্লাটফর্ম
পছন্দ করার বিষয়টি ব্লগিং করার উদ্দেশ্যের উপর নির্ভর করে। যেমনঃ আপনি যদি টাকা আয়ের
উদ্দেশ্যে ব্লগিং শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজস্ব ব্লগসাইটে ব্লগিং করতে হবে।
আরো পড়ুন:- ১০টি সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া, যা আপনার কাজ করতে সাহায্য করবে।।
আবার অন্যদিকে যদি আপনার ব্লগিং করার উদ্দেশ্য হয়ে থাকে শখ পূরণ। তাহলে আপনি যেকোন ফ্রি
প্লাটফর্ম কিংবা যেকোন পছন্দের প্লাটফর্মেই লিখতে পারেন। সোশ্যাল মিডিয়া সাইট যেমনঃ ফেসবুক,
টুইটারও আজ অন্যতম বৃহৎ ব্লগিং প্লাটফর্ম হিসেবে বিবেচিত। শখের বশে যারা ব্লগিং করতে চান তাঁরা
চাইলে সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোন জনপ্রিয় সাইটে অতিথি লেখক হিসেবেও ব্লগিং করতে পারেন।
কিন্তু অবশ্যই মনে রাখতে হবে অনলাইন আয়ের উদ্দেশ্য ব্লগিং শুরু করলে আপনাকে বেছে নিতে হবে
অবশ্যই নিজস্ব ব্লগকে। এজন্য আপনার কিছু অর্থ বিনিয়োগেরও প্রয়োজন হবে।
আরো পড়ুন:-
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
Meta Tag এর প্রয়োজনীয়তা:
মেটা ট্যাগ এর সাহায্যে সার্চ ইঞ্জিন একি সাথে ভিসিটর আপনার ব্লগ সম্পর্কে জানতে পারে।আমরা সকল
ব্লগার দের একটাই চাওয়া বেশি বেশি ভিসিটর, কারন বেশি ভিসিটর মানে বেশি বেশি আয়। আমরা
সকলেই চাই সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর আসুক যেমন গুগল।
আপনার সাইট কি সম্পর্কে এটা গুগলকে না জানালে গুগল কিভাবে আপনার সাইটে ভিসিটর পাঠাবে?
meta tag এর সাহায্যে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট সম্পর্কে অবগত হবে, তাই যখন
কোন ভিসিটর কিছু সার্চ করে। আপনার সাইটে যদি এই বিষয়ে লিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই
ভিসিটর কে আপনার সাইটে পাঠিয়ে দিবে। আশা করি meta tag এর প্রয়োজনীয়তা বুঝাতে পেরেছি।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।